Dollar to INR: আমেরিকান 1 ডলার ভারতীয় টাকায় কত? Youtube Facebook ক্রিয়েটর রা জেনে রাখুন

আমেরিকান 1 ডলার ভারতীয় মুদ্রায় কত জেনে নিন

বর্তমানে অনেকেই সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। তাদের সবার জন্য জানা জরুরী এক ডলার ভারতীয় টাকায় (Dollar To INR) কত হয়। ‌তাই আপনাকেও যদি ডলার থেকে টাকায় কনভার্ট করতে হয়, তাহলে আপনি মোট কত টাকা পাবেন। আসলে বর্তমানে আমরা প্রায় অনেক ক্ষেত্রেই বৈদেশিক মুদ্রা আদান-প্রদান করে থাকি। বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর ওপর কাজ করছেন। যারা Youtube কিংবা Facebook থেকে টাকা কামাতে চাইছেন, তাঁদের জন্য আজকের এই প্রতিবেদন খুব জরুরী হবে। আপনার এখান থেকে বুঝতে পারবেন প্রতিমাসে মোট কত টাকা আপনি ইনকাম করতে পারেন এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে ব্যবহার করে।

Dollar To INR Actual Amount

ভারতীয় মুদ্রার পাশাপাশি আমাদের বৈদেশিক মুদ্রা সম্পর্কে জ্ঞান থাকা জরুরী। ডলার থেকে টাকায় কনভার্ট (Dollar To INR) করতে হলে আপনি মোট কত টাকা পেতে পারেন সেই বিষয়ে আপনার জানা থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে এই মূল্য সম্পর্কে একটি ধারণা রাখতে হবে। তাই যদি আপনি ডলার থেকে টাকায় কনভার্ট করেন তাহলে এক ডলার থেকে আপনি কত টাকা পেতে পারেন? মনে করা যাক, আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করে ইনকাম করতে চাইছেন।

যদি আপনি একজন প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর হিসেবে রোজগার করতে চাইছেন, সেক্ষেত্রে সকল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে আপলোড করা কনটেন্টের কোয়ালিটি যেমন ভালো হওয়া জরুরি ঠিক তেমনভাবেই আপনার ডলার থেকে টাকার অংকে পরিবর্তন সম্পর্কে ধারণা থাকতে হবে। আর তাহলেই আপনি আপনার রোজগার করা অর্থের একটি ধারণা চিত্র তৈরি করতে পারবেন। তাই আমাদের আজকের এই প্রতিবেদন সকল উঠতি ক্রিয়েটর ও বৈদেশিক মুদ্রা নিয়ে আদান-প্রদান করা ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নেবেন। এতে আপনাদের উপকার হবে। ‌

এক ডলার ভারতীয় মুদ্রায় কত?

এক ডলার ভারতীয় মুদ্রায় কত জানতে হলে যে বিষয়টি আগেই জানতে হবে তা হল, বর্তমানে ‌এক ডলার পিছু ভারতীয় মুদ্রায় কত চলছে। ‌তাই একটি ধারণা চিত্র আপনাদের সামনে তুলে ধরা হলো। ‌বর্তমান একটি হিসেব থেকে দেখা যাচ্ছে আমেরিকান ডলারের পরিবর্তে এক পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৪.০৭ টাকা। সেক্ষেত্রে একটি কারণ সামনে আসছে আর তা হল লাগাতার বিদেশি কোষাগার থেকে টাকা তুলে নিয়ে এবং আমাদানির সঙ্গে মাসের শেষে ডলার দাম বৃদ্ধিতে চাপ বেড়েছে স্থানীয় মুদ্রার উপর৷

বিদেশি মুদ্রার ব্যাপারিরা সংশ্লিষ্ট বিষয়ে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে সন্দিগ্ধ পদক্ষেপের ফলে বিশেষ ভাবে সমর্থন পায় স্থানীয় মুদ্রা। আর বিদেশি মুদ্রার বিনিময়ে টাকা ডলারের তুলনা বর্তমানে ৮৪.০৮-এ খুলেছে৷ তবে এর একটি সীমিত সীমায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয় ৮৪.০৭ টাকা ৷ তবে এক পয়সা বৃদ্ধি হয়েছে বলেও দেখা যাচ্ছে৷ বুধবারের হিসেব বলছে, টাকার তুলনায় ডলারের তিন পয়সা হ্রাস হয়েছে। আর স্থানীয় মুদ্রা সর্বনিম্ন স্তরে পৌঁছেছে ৷

জরুরীভিত্তিতে টাকা দিচ্ছে সরকার। টাকার প্রয়োজন হলেই এইভাবে আবেদন করুন

অক্টোবর মাসের ১১ তারিখ ডলার তুলনায় টাকার দাম ক্লোজ হয়েছে ৮৪.১০ টাকায়। সংশ্লিষ্ট প্রসঙ্গ উল্লেখ করে ফিনরেক্স অ্যাডভাইজার্স ট্রেজারি প্রমুখ নির্দেশক অনিল কুমার বনশালী জানান যে, প্রধানত মাসের শেষে চাহিদার কারণে ভারতীয় মুদ্রা দুর্বল হয়েছে। আর সেই কারণেই এটি সর্বনিম্ন স্তরের কাছাকাছি এসেছে৷ আর একে সীমার মধ্যে রাখতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডলার বিক্রি করছে। অনিল কুমার বনশালী আরও জানান যে, অধিকাংশ ক্ষেত্রেই কম ব্যবসা বাণিজ্যের ফলে ডলারের মোকাবিলায় টাকা বেশ মজবুত হয়েছে। ইতিমধ্যে আমেরিকার নির্বাচন প্রভাব ফেলছে। ‌ মুদ্রার তুলনায় ডলারের মজবুত হয়েছে আর তার সূচক ০.০৮ শতাংশ নিম্নমুখী হয়েছে বলে ১০৩.৯১-এ ব্যবসা বাণিজ্য বন্ধ হয়েছে ৷

Related Articles

Back to top button