Rule Change: আজ 1 নভেম্বর থেকে বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ চারটি নিয়ম। মাসের শুরুতেই জেনে রাখা জরুরি
নভেম্বরের ১ তারিখ থেকে বদলে যাচ্ছে চার জরুরী নিয়ম
সাধারণত প্রত্যেক মাসের শুরুর দিকে বেশ কিছু নিয়মে পরিবর্তন (Rule Change) লক্ষণীয় হয়। মাসের শুরুতে বদলে যায় রান্নার গ্যাসের দাম। ঘরোয়া রান্নার গ্যাস হোক কি বাণিজ্যিক গ্যাস। আর রান্নার গ্যাসের দাম পরিবর্তন আমজনতাকে প্রভাব ফেলে। শুধু তাই নয়, মোবাইল কলিং-সহ রিচার্জ প্ল্যানের দামে অনেক বদল আসে। অনেক সময় নতুন নিয়ম জারি হয়। এর পাশাপাশি ব্যাংক বীমা, ও অন্যান্য সংস্থাগুলি নতুন নিয়ম জারি করে থাকে। ফলে আমজনতা নিয়মগুলি দ্বারা প্রভাবিত হয়। অন্যান্য মাসের মত নভেম্বর মাসের শুরুতেও বেশ কিছু নিয়মে বদল আসতে চলেছে।
Rule Change From November 2024
সাধারণত প্রত্যেক মাসের শুরুতে যে নিয়মগুলিতে বদল (Rule Change) আসে, সেগুলির প্রভাব পড়ে আমজনতার পকেটে। কখনো আমজনতার লাভ হয় আবার কখনো তাঁদের পকেটে চাপ পড়ে। তাই নভেম্বর মাসের শুরুর দিকে যে যে নিয়মে বদল আসতে চলেছে, এবার সেই বিষয়ে জেনে নেওয়া জরুরি। অক্টোবর শেষ হয়ে নভেম্বর মাস পড়েছে। ২০২৪ সাল শেষ হতে আর হাতে মাত্র দুই মাস।
বছরের শেষের দিকে ভারতবর্ষের একাধিক ব্যাংক, বীমা সংস্থা, স্বাস্থ্য ক্ষেত্র ইত্যাদির নিয়মে বদল বরাবরই নজরে পড়ে থাকে। এলপিজি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বহু নিয়মে বদল আসবে বলে ধারণা করাই হয়। আর প্রতিবছরের মতো এবছরও ব্যাতিক্রম হচ্ছে না। তাহলে আসুন এবার দেখে নেওয়া যাক নভেম্বর মাসে ঠিক কোন কোন নিয়ম বদলাতে চলেছে। আর সেই সকল নিয়মের ফলে আমজনতার ওপর কি প্রভাব পড়বে।
নভেম্বর মাসে বদলে যাচ্ছে গুরুত্বপূর্ণ চার নিয়ম!
১) LPG গ্যাস সিলিন্ডারে নিয়ম
প্রত্যেক মাসের শুরুতে সরকার প্রথম তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করে থাকে। সাম্প্রতিক কালে বাড়ির রান্নার গ্যাসের দাম সেভাবে পরিবর্তন না হলেও এর আগে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন এসেছে দেখাই গিয়েছে। এমন পরিস্থিতিতে এলপিজি সিলিন্ডার-এর দামে বদল আসার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে সকল স্তরে। গত মাস অক্টোবরে বৃদ্ধি করা হয়েছিল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।
কিন্তু কোন হেরফের হয়নি দেশীয় বা বাড়ির এলপিজি সিলিন্ডারের দামে। আর এবার দেখা যাচ্ছে, খুব সম্ভবত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কম হতে পারে। সূত্রের খবর, এলপিজির মতোই সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল এবং পিএনজি বা পাইপড ন্যাচারালের দামে এই মাস থেকে বদল আসতে পারে। এছাড়া, পিএনজি এবং সিএনজির দামে কোনো বড় পরিবর্তন সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে বলে জানা যাচ্ছে।
২) মিউচুয়াল ফান্ডের নিয়মে বদল
চলতি মাসের শুরুতে মিউচুয়াল ফান্ডের নিয়ম বদলাতে চলেছে। নভেম্বরের শুরুতে ১ লা নভেম্বর থেকে বদলাচ্ছে মিউচুয়াল ফান্ডের নিয়ম। এবার জানা যাচ্ছে, সাধারণত এএসএমসি (ASMC) ফান্ডে যদি ১৫ লক্ষ টাকার বেশি লেনদেন করা হয়, তাহলে ট্রেডিংয়ের তথ্য এবার থেকে জানাতে হবে কমপ্লায়েন্স অফিসারকে। এর পাশাপাশি, যা খবর মিলছে ইনসাইডার ট্রেডিংয়ের নিয়মেও বেশ কিছু বদল হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
৩) কলিংয়ের নিয়মে বদল আসছে
এই মাস অর্থাৎ নভেম্বর মাসের ১ তারিখ থেকে কার্যকর হতে চলেছে মেসেজ ট্রেসেবিলিটি। আর এই নিয়ম কার্যকর হলে সরকার টেলিকম সংস্থা গুলিকে নির্দেশ দিয়েছে বার্তা ট্রেসেবিলিটি বাস্তবায়ন করার জন্য। যার ফলে এবার থেকে যেটা হবে, মোবাইল ফোনে ইনকামিং মেসেজ চেক করা যাবে। শুধু তাই নয়, সেইসঙ্গে ভুয়ো কল ও স্প্যাম ঠেকাতে এবার থেকে বেশ কিছু কীওয়ার্ড শনাক্ত করা সম্ভব হবে বলেও খবর মিলছে।
দীপাবলির আগে রান্নার গ্যাস নিয়ে বড় খবর। বন্ধ হচ্ছে ভর্তুকি! চিন্তায় আমজনতা
৪) ক্রেডিট কার্ডের নিয়মাবলী
স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম বদলে যেতে চলেছে নভেম্বর মাসের শুরু থেকে। ইতিমধ্যে এই বিষয়ে জানা গিয়েছে যে, নতুন মাস নভেম্বর থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের মাধ্যমে স্টেটমেন্ট সাইকেলে একজন ব্যক্তির ৫০ হাজার টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্টের ক্ষেত্রে ১ শতাংশ অতিরিক্ত চার্জ নেওয়া হবে। তবে এখন আরো একটি বিষয় যেন জরুরী, স্টেট ব্যাংকের অসুরক্ষিত ক্রেডিট কার্ডে ফিন্যান্স চার্জ নেওয়া হবে ৩.৭৫ শতাংশ। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এই নিয়মটিও কার্যকর হবে বলে খবর মিলছে।