LPG Gas 2024: দীপাবলির আগে রান্নার গ্যাস নিয়ে বড় খবর। বন্ধ হচ্ছে ভর্তুকি! চিন্তায় আমজনতা
মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন সামগ্রীর মধ্যে যার উল্লেখ না থাকলেই নয় তা হলো এলপিজি গ্যাস (LPG Gas). বর্তমান সমাজের প্রত্যেকটি বাড়িতে এলপিজি গ্যাস অত্যাবশ্যকীয় জিনিস। এখন আর আগের মত কাঠ কয়লা কিংবা উনুনে রান্না হয় না। যুগের সঙ্গে তাল মিলিয়ে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে রান্নার গ্যাস। আর এই রান্নার গ্যাস (LPG) নিয়ে মাঝেমধ্যে নানা আপডেট দেয় সরকার। দীপাবলি আসার আগেই রান্নার গ্যাস নিয়ে সাম্প্রতিক বড় একটি আপডেট সামনে চলে এলো। আপনিও যদি এই আপডেট এখনো জেনে না থাকেন, তাহলে আজকের প্রতিবেদন থেকে অবশ্যই জেনে নিতে পারেন। প্রত্যেকটি পরিবারের জন্য এই আপডেট জেনে রাখা জরুরী।
LPG Gas New Update Before Diwali
বর্তমানে রাজ্যে রান্নার গ্যাস সিলিন্ডারের (LPG Gas) দাম গিয়ে পৌঁছেছে ৮২৯ টাকা। সেক্ষেত্রে শহর কলকাতা ও শহরতলিতে সাধারণ গ্রাহকেরা প্রতি সিলিন্ডার প্রতি ভর্তুকি পান ১৯.৫৭ টাকা। এছাড়াও, পশ্চিমবঙ্গের জেলাগুলির কোথাও তা ৪ টাকা, আবার কোথাও ১০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। কিছু কিছু অঞ্চলে ইতিমধ্যেই আবার ভর্তুকি নেমেছে শূন্যে। তেমন একটি খবর সামনে এসেছে। সারা দেশজুড়ে রান্নার গ্যাসের দাম বেশ চড়েছে। অথচ এখনও পর্যন্ত কেন্দ্রীয় সাহায্য কমে বলা যায় নামমাত্র হয়েছে।
ভারতবর্ষের মূল্যবৃদ্ধির বাজারে জিনিসপত্রের চড়া দামে আমজনতার প্রায় নাভিশ্বাস ওঠার জোগাড়। সাধারণ এবং স্বল্প আয়ের বড় সংখ্যক মানুষ এখন যদি সেটুকুও না পান, তা সত্যি বলতে হতাশাজনক। আমজনতার স্বার্থে এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। বর্তমানে ভারতবর্ষে রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য নামমাত্র ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। তার উপর সেই টাকাও দেখা যাচ্ছে, নিয়মিত বহু গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে না।
কিন্তু কেন এমন হচ্ছে? ইতিমধ্যে সূত্রের খবর, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে অনেক গ্রাহকের ক্ষেত্রেই একটি সমস্যা প্রকট হচ্ছে যেখানে তাঁদের অজান্তে কোনও না কোনও কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আর ফলেই আটকে যাচ্ছে ভর্তুকি। ইতিমধ্যে একটি সূত্র জানা যায়, গত এক বছর ধরে কোন কোন রান্নার গ্যাসের গ্রাহকের ভর্তুকি পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। এর বিস্তারিত তালিকা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক ইতিমধ্যেই তেল সংস্থাগুলির হাতে দিয়ে দিয়েছে। এর মোট অঙ্ক পৌঁছেছে বেশ কয়েক কোটি টাকা।
আবার, তেল সংস্থাগুলি তা ইতিমধ্যেই গ্যাস ডিস্ট্রিবিউটর বা বিক্রেতাদের কাছে সেগুলি পাঠিয়েছে। সকল গ্রাহকদের কেওয়াইসি অর্থাৎ নাম-ঠিকানা সমেত প্রাথমিক তথ্যগুলি যতটা দ্রুত সম্ভব জমা করার জন্য বা সংশোধন করার জন্য মৌখিক নির্দেশও দেওয়া হয়েছে। তবে কোনও গ্রাহকরান্না যদি আর ভর্তুকি না নিতে চান, সেক্ষেত্রে তা লিখিত ভাবে জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে একাংশের প্রশ্ন, অনেকদিন ধরে এই গ্যাস সংযোগের সঙ্গে আধারভিত্তিক কেওয়াইসি যুক্ত করার প্রক্রিয়া চালাচ্ছে সকল তেল সংস্থাগুলি। সেই নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে কেন্দ্র। এত কিছু করার পরেও কেন সাধারন মানুষকে ভর্তুকে নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন।
রান্নার গ্যাসের ভর্তুকি পেতে সমস্যায় গ্রাহক
সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে সর্বভারতীয় এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের সহ-সভাপতি বিজন বিশ্বাস বলেছেন, ‘অনেকের নাম বাদ চলে গিয়েছে প্রধানত কিছু প্রযুক্তিগত কারণে। আধারভিত্তিক যে সংযুক্তিকরণ হচ্ছে, দেখা যাচ্ছে তাতেও কিছু সমস্যা থাকতে পারে। আর যে কারণে গ্রাহকদের একাংশের কাছে ভর্তুকি কিন্তু পৌঁছচ্ছে না।’ তিনি বলেছেন, ‘এটা যে হঠাৎ হয়েছে এমনটা কিন্তু নয়। তিনি জানিয়েছেন, ভর্তুকির অঙ্ক এত কম যে, বহু গ্রাহক বিষয়টি খেয়াল করেননি।’ বিষয়টি নিয়ে মন্ত্রকের কাছে তালিকা এসেছে। আর সে তালিকা অনুযায়ী ফের গ্রাহকদের জন্য আধারভিত্তিক কেওয়াইসি করা হচ্ছে।