Call Without Sim Card

বর্তমানে আমরা স্মার্টফোন ছাড়া ভাবতেই পারিনা। আর স্মার্টফোন (Smart Phone) চালাতে হলে দরকার হয় সিমকার্ড (Sim Card). কিন্তু এখন থেকে সেই নিয়ম বদলে যেতে চলেছে। জানেন কি? এখন থেকে আপনি সিমকার্ড ছাড়াই ফোন ব্যবহার করতে পারবেন। বর্তমানে বাজারে একাধিক টেলিকম সংস্থার সিম কার্ড চালু রয়েছে। নতুন স্মার্টফোন কিনলেই তাতে সেট করতে হয় একটি কিংবা দুটি সিম কার্ড। আর সিম কার্ড নেওয়ার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে।

নতুন সিম কার্ড নিতে হলে প্রয়োজন হয় ডকুমেন্ট জমা দেওয়ার। তবেই আপনি দোকান থেকে সিম কার্ড নিয়ে আপনার ফোনে সেট করতে পারবেন। কিন্তু নতুন নিয়ম বলছে, এখন আর স্মার্ট ফোন ব্যবহার করার জন্য সিম কার্ডের প্রয়োজন নেই। কারণ দুর্দান্ত মাস্টারস্ট্রোক দিয়েছে টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL). আর বিএসএনএল-এর এই পদক্ষেপের ফলে চিন্তায় জিও এয়ারটেল-এর মতো ভারতবর্ষের বাজারে চালু থাকা সংস্থাগুলি।

Call Without Sim Card Fecilities In India

আমরা সকলেই জানি ফোন করার জন্য সিম কার্ড (Sim Card) দরকার হয়। আবার প্রত্যেক মাসে একটি নির্দিষ্ট রিচার্জ করতে হয়। তবেই ফোন কল, মেসেজ এবং ইন্টারনেট ব্যবহার করার জন্য মেলে অ্যাক্সেস। বর্তমানে টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে। এখন অনেক বেশি টাকা খরচ করে মোবাইলের রিচার্জ করতে হয়। আর এই কারণেই ভুক্তভোগী হয়েছে সাধারণ মানুষ। তবে এসবের মাঝে বিএসএনএল (BSNL) সাধারণ মানুষকে দিচ্ছে প্রচুর সুবিধা। তুলনায় কম দামের রিচার্জ প্ল্যান থেকে সাধ্যের মধ্যে ফোন, মেসেজ, ইন্টারনেট।

জিও, এয়ারটেল ও ভিআই ছেড়ে অনেকেই বিএসএনএলের দিকে ঝুঁকেছেন। যেদিন থেকে জিও এয়ারটেল এবং ভিআই-এর মতো টেলিকম সংস্থাগুলি একলাফে বাড়িয়েছে মোবাইল রিচার্জের খরচ, সেই সময় বাজার দখল করতে বিএসএনএল দিয়েছে মাস্টারস্ট্রোক। যার দ্বারা কুপোকাত অন্যান্য সংস্থাগুলি। ভারতবর্ষের বাজারে বর্তমানে বিএসএনএলের জয়জয়কার। ‌আমজনতার মুখে হাসি ফুটিয়ে দুর্ধর্ষ প্ল্যান হাজির করেছে এই সংস্থা। তবে এখানেই শেষ নয়, কারণ বিএসএনএল এবার সরাসরি সিমকার্ড ছাড়া ফোন করার ফেসিলিটি দিচ্ছে। সেটি কিভাবে মিলবে? আজকের প্রতিবেদনে এই বিষয়ে আলোচনা করা হলো।

কিভাবে সিম কার্ড ছাড়া ফোন ব্যবহার করবেন?

আসলে জানা যাছে, ভারতের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল মারফত এবার নয়া প্রযুক্তিতে গ্রাহকরা সিমকার্ড ছাড়াই কল করতে পারবেন। আর এর জন্য বিএসএনএল গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন ফার্ম, Viasat-এর সঙ্গে হাত মেলাচ্ছে। খবর মিলছে, ভিস্যাটের সহযোগিতায় ডিরেক্ট-টু-ডিভাইস (D2D) প্রযুক্তি আনবে BSNL. ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই নয়া প্রযুক্তির ট্রায়াল।ফলে ধারণা করাই যায়, সেইদিন আর বেশি দূরে নেই যখন একজন গ্রাহক ফোন করতে পারবেন সিম কার্ড ছাড়াই।

তবে বিএসএনএল-এর নতুন পরিষেবার জেরে আশঙ্কার মেঘ দেখছে জিও থেকে শুরু করে এয়ারটেল, ভিআই-এর মতো প্রথম সারির টেলিকম কোম্পানিগুলি। এই নতুন প্রযুক্তি চালু হলে একজন গ্রাহক তাঁর ফোন থেকে নেটওয়ার্ক ছাড়াই অডিও ও ভিডিও কল করতে পারবেন। এই নতুন প্রযুক্তি অ্যান্ড্রয়েড এবং আইওএস স্মার্টফোনের পাশাপাশি ব্যবহার করা যাবে স্মার্টওয়াচ এবং কোন স্মার্ট ডিভাইসের সাথে। প্রধানত এই প্রযুক্তির লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলে বা যেসব এলাকায় নেটওয়ার্কের সমস্যা রয়েছে সেই সমস্ত জায়গায় নিরবচ্ছিন্ন সংযোগ সরবরাহ করা।

দুই বছরের জন্য বন্ধ হবে আপনার সিম কার্ড! খবরদার করবেন না এই কাজ!

এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে ডাইরেক্ট টু ডিভাইস এই প্রযুক্তিটি আসলে কি? ডাইরেক্ট-টু-ডিভাইস পরিষেবাটি হল স্যাটেলাইট যোগাযোগের উপর ভিত্তি করে তৈরি একটি প্রযুক্তি। যা প্রধানত ডিভাইসগুলিকে কোনো মোবাইল টাওয়ার অথবা তারযুক্ত সংযোগ ছাড়াই সরাসরি সংযোগ করে থাকে। অর্থাৎ এখন থেকে মোবাইল ব্যবহার করার জন্য কোনো মোবাইল টাওয়ারের দরকার পড়বে না। এই নয়া প্রযুক্তি একদম স্যাটেলাইট ফোনের মতো স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য স্মার্ট গ্যাজেটগুলির মধ্যেও সহজে যোগাযোগ বজায় রাখবে।