SBI Fixed Diposit: স্টেট ব্যাংকে 2 বছরের জন্য 10 লাখ টাকার ফিক্সড ডিপোজিট করলে কত রিটার্ন? হিসেব জানুন
বর্তমানে প্রত্যেকটি মানুষ তাঁর সঞ্চয় নিয়ে যথেষ্ট চিন্তিত। সঞ্চয়ের কথা উঠলেই ফিক্সড ডিপোজিট (SBI Fixed Diposit)-এর দিকে আগ্রহ প্রকাশ করেন অধিকাংশ মানুষ। তবে ডিপোজিট করার আগে আপনাকে অবশ্যই বেছে নিতে হবে এমন কোন একটি ব্যাঙ্ক যেখানে আপনার রিটার্ন ভাল আসবে। আপনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে নিজের টাকা বিনিয়োগ করতে পারেন। তবে তার আগে বেশ কিছু বিষয় আপনার জানা থাকা দরকার।
মনে করুন আপনি ২ বছরের জন্য SBI তে ফিক্সড ডিপোজিট করছেন। এখানে আপনি মোট ১০ লক্ষ টাকার ডিপোজিট করবেন বলে ঠিক করেছেন। তাহলে আপনি মোট কত টাকা রিটার্ন পাবেন? হিসেব জানতে হলে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ে নিতে হবে। আপনার কত লাভ হতে পারে, আপনি কত টাকা রিটার্ন পেতে পারবেন, তার হিসেব রইল আজকের প্রতিবেদনে। আসুন বিস্তারিত জানা যাক।
SBI Fixed Diposit 2024
ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) সাধারণত গ্রাহকদের বিভিন্ন সময় নানান ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। যত দিন যাচ্ছে, স্টেট ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়ছে। ব্যাংক বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে যেগুলো দিয়ে আপনারা লাভবান হতে পারবেন। এই প্রত্যেকটি স্কিম প্রধানত গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্ল্যান করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই ফিক্সড ডিপোজিট এর প্রতি গ্রাহকদের অগাধ ভরসা।
এখনো পর্যন্ত মানুষ ব্যাংক এবং পোস্ট অফিসে টাকা রাখাকে নির্ভরযোগ্য মনে করেন। আর সেই কারণে প্রচুর মানুষ এসবিআইতে নিজ টাকা জমা রেখেছেন। স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিট স্কিমের দ্বারা উপকৃত লাখো জনতা। এখন আপনিও যদি প্ল্যান করে থাকেন এসবিআই তে নিজের অর্থ ফিক্সড করবেন তাহলে রিটার্ন পাওয়ার পরিমাণ এবং অন্যান্য বিষয়গুলি জেনে নেওয়া জরুরী।
দিওয়ালির আগে উল্টে পাল্টে গেল নিয়ম! সুদের হার নিয়ে বড়সড় সিদ্ধান্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার
বর্তমানে প্রচুর সরকারি ও বেসরকারি ব্যাংক এই ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য উচ্চ সুদের হার প্রদান করে থাকে। প্রচুর গ্রাহক ফিক্সড ডিপোজিট স্কিমে নিজেদের অর্থ বিনিয়োগ করে থাকেন। তাই আপনিও যদি তাই ভাবনায় থাকেন তবে প্রথমেই জেনে নিতে হবে কোন ব্যাংক ফিক্সড ডিপোজিট-এর জন্য কত সুদ প্রদান করছে। অর্থাৎ, সুদের হারের উপর নির্ভর করে ফিক্সড ডিপোজিট থেকে আপনার রিটার্ন এর পরিমাণ আপনি কাউন্ট করে নিতে পারবেন। যেহেতু আমরা এখানে আলোচনা করছি স্টেট ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে তাই আমরা এখানে এসবিআই ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার এবং রিটার্ন পাওয়ার পরিমাণ আলোচনা করে নেব।
স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন?
সাধারণত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার FD স্কিমে ৭ দিন থেকে ১০ বছর অবধি ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যায় ৩.৫০% থেকে ৭.২৫% পর্যন্ত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২ বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের সুদ দেয় ৭.০০% এবং সিনিয়র সিটিজেনদের সুদ দেয় ৭.৫% পর্যন্ত। যদি কোন গ্রাহক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২ বছরের জন্য মোট ১০ লাখ টাকার ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন, তাহলে তিনি কত টাকা পাবেন? আসুন জেনে নেওয়া যাক সঠিক হিসাব।
দীপাবলীর আগে স্টেট ব্যাংক দিল সুখবর! গ্রাহকরা পাবেন দেদার সুবিধা! চালু হচ্ছে একাধিক নয়া সিদ্ধান্ত
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (SBI) সাধারণ নাগরিকরা মোট ২ বছরের জন্য ১০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করলে, সেই গ্রাহক ম্যাচিউরিটির সময়ে পেতে পারেন মোট ১১,৪৮,৮৮১। এছাড়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সিনিয়র সিটিজেনরা যদি ২ বছরের জন্য মোট ১০ লাখ টাকা ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন, তাহলে তিনি ম্যাচিউরিটির সময়ে পাবেন মোট ১১,৬০,২২১ টাকা।