HS Pass Job: রাজ্যে উচ্চমাধ্যমিক পাশে নতুন চাকরির সুযোগ। মাসে বেতন 63,200/- টাকা! জেনে নিন আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভাল খবর। পুজোর পরেই নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হল (HS Pass Job). আপনারা যারা পরীক্ষায় পাস করে চাকরির জন্য অপেক্ষায় ছিলেন, এই নিয়োগে আবেদন জানাতে পারবেন তাঁরা। তাই যদি আপনার আগ্রহ থাকে, আপনিও যদি চাকরি খুঁজে থাকেন, তাহলে পড়ে নেবেন আজকের এই প্রতিবেদন।
কারণ, আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করে নিচ্ছি নতুন এই চাকরির আবেদন যোগ্যতা, চাকরির বেতন, চাকরির জন্য কিভাবে আবেদন জমা করতে হবে, চাকরি পেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা কত হতে হবে, ইত্যাদি সবকটি বিষয়ে। তাই আর দেরি না করে চটপট পড়ে নেওয়া যাক নতুন এই চাকরির খবর সম্পর্কে।
WB New H.S Pass Job Update
সাধারণত রাজ্যে মাঝেমধ্যেই নানান ধরনের নিয়োগ প্রক্রিয়া চলে। মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করে আপনিও এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন। তবে আজকে আমরা আলোচনা করছি উচ্চমাধ্যমিক পাশে নতুন চাকরির সম্পর্কে (H.S Pass Job). কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা নিম্নলিখিত আপডেটগুলি জেনে নেবেন।
১) ভ্যাকেন্সি ডিটেলস
রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য নতুন চাকরির খবর। কোন পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু হল? ইতোমধ্যে জারি করা হয়েছে নতুন বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের S.N. Bose National Centre -এর তরফ থেকে গ্রুপ- সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। S.N. Bose National Centre for Basic Sciences সংস্থাটি আসলে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা।
এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আগত পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই। যে পদে নিয়োগ করা হবে তা হল- গেস্ট হাউস অ্যাসিস্ট্যান্ট। এই নতুন নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
জটিলতা কাটল! রাজ্যে প্রচুর শূন্যপদে শিক্ষক নিয়োগ শুরু! মাসিক বেতন 12,000/- টাকা! জানুন বিস্তারিত
২) যোগ্যতা
যারা এখানে চাকরি করতে ইচ্ছুক, তাদের জেনে নিতে হবে এই নিয়োগের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন। প্রথমে আলোচনা করে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে। আগ্রহী প্রার্থীদের কোনো অনুমোদিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে। সঙ্গে সেই প্রার্থীর কম্পিউটারের জ্ঞান থাকা জরুরী।
এছাড়াও আপনি জেনে নিন, আপনিও যদি এখানে চাকরি করেন, তাহলে আপনাকে ক্লার্কের বিভিন্ন ধরনের কাজ জানতে হবে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, মিটিং এর কার্যপ্রণালী, মিটিং পরিচালনা, অফিস ব্যবস্থাপনা, পরিচালনা বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। সঙ্গে প্রার্থীকে ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলা, পড়া ও লিখতে জানতে হবে অবশ্যই।
৩) বয়সসীমা
যে সকল প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাঁদের বয়সসীমা সম্পর্কে জেনে নিতে হবে। অবশ্যই প্রার্থীরা জেনে নিন,উপরোক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে বয়স সীমাকে। আপনার বয়স যদি এর মধ্যে হয় তাহলে আপনিও এখানে আবেদন করতে পারেন।
পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি। মাসে বেতন 40,000/- টাকা! আবেদন জানান অনলাইনে
৪) মাসিক বেতন
এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, নিয়োগের ক্ষেত্রে আপনার মাসিক বেতন কত হবে। সেক্ষেত্রে আপনারা জেনে নিন, প্রার্থীদের মূল বেতন হতে হবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশন অনুযায়ী মাসের শুরুতে এই প্রার্থীদের ইন হ্যান্ড স্যালারি হবে ৩৭,২৪৮ টাকা (প্রায়)।
৫) আবেদন জানাবেন কিভাবে
আপনাকে আবেদন জমা করতে হবে নির্দিষ্ট ফরম্যাট মেনে। সেক্ষেত্রে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে আপনাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন সাবমিট করার সময় এনভেলাপের উপর লিখতে হবে- “Application for the position of Guest House Assistant”.আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হল- (Registrar, S.N. Bose National Centre for Basic Sciences, Block JD, Sector-III, Salt Lake, Kolkata-700106)
৬) আবেদনের সময়সীমা
আপনারা যারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে আগামী ২৫ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে। অবশ্যই সময়সীমার মধ্যে আবেদন জমা করবেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।