DA Hike 2024: বিজয়ার ডবল সুখবর! ডিএ বাড়ল সরকারি কর্মীদের! অক্টোবরের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট
দীর্ঘদিন ধরেই ডিএ বৃদ্ধির (DA Hike) জন্য আশা করে ছিলেন রাজ্যের সকল সরকারি কর্মীরা। তবে সরকারি কর্মীদের আবেদনে মোটেও সাড়া দিচ্ছিল না রাজ্য সরকার। তবে অবশেষে এলো সুখবর। পুজোর মধ্যেই মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর শোনাল সরকার। তবে শুধুমাত্র ডিএ নয়। ডিএ-র সঙ্গে সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত নতুন আপডেট সামনে এল। জানা যাচ্ছে, দীপাবলীর আগে সকল সরকারি কর্মীর ব্যাংক একাউন্টে ঢুকে যাবে টাকা। নভেম্বরের আগেই অক্টোবর মাসে টাকা পাঠিয়ে দেওয়া হবে সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে।
Government Employees DA Hike 2024
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর পরেই এল এক বিরাট খবর। সকল সরকারি কর্মীদের ডিএ ও বেতন সংক্রান্ত (DA Hike) নতুন ঘোষণা সামনে এল। বলা যায়, পুজোর আমেজের মাঝে জোড়া সুখবর পেলেন সরকারি কর্মীরা। অক্টোবর পড়তে উৎসবে মেতেছে বঙ্গবাসী। আর প্রতিবছরের মত উৎসব শুরুর আগে সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধির ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিছু ডিপার্টমেন্টে কর্মীদের বোনাস বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়।
যার ফলে বেতন বাড়ে রাজ্য সরকারি কর্মীদের। তবে এখানেই শেষ নয়, সকল সরকারি কর্মীদের জন্য আরো একটি নতুন ঘোষণা সামনে এল। সরকারের তরফে জানানো হল, অক্টোবরের ২৮ তারিখ নাগাদ সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। তাই নভেম্বরে নয়, অক্টোবর মাসেই সবাই বেতন পেয়ে যাবেন। মূলত উৎসবের কারনে এই সিদ্ধান্ত। পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার।
Government Employees DA Hike Update
উৎসবের মরশুমে সরকারি কর্মীরা পেলেন ভালো খবর। বহু প্রতীক্ষার পর সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে এক বড়সড় ঘোষণা করা হল। রাজ্য সরকারের ঘোষণা থেকে জানা যায়, এবার আগেই বেতন চলে আসবে রাজ্য সরকারের কর্মীদের অ্যাকাউন্টে। আর দীপাবলির আগেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণা তো হলোই।
পুজোর মাসে ডিএ বাড়বে সকল সরকারি কর্মীদের! সামনে এল বিরাট আপডেট
দুর্গাপুজোর পরেই আলোক উৎসবে মাতবেন সকলে। তাই আসন্ন দীপাবলীর কথা মাথায় রেখেই চলতি অক্টোবর মাসে সরকারি কর্মচারীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন সরাসরি পাঠিয়ে দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। তবে একটা কথা আপনাদের জেনে রাখা দরকার, এই খবর কিন্তু বাংলার সরকারি কর্মীদের জন্য নয়। মহার্ঘ ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন কোন ঘোষণা করেনি পশ্চিমবঙ্গ সরকার।
তাঁদের ডিএ মামলা এখনো আদালতে বিচারাধীন। সম্প্রতি সরকারি তরফে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। দীপাবলির আগেই বৃদ্ধি পেয়েছে চার শতাংশ হারে মহার্ঘ ভাতা।পাশাপাশি, সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে হিমাচল প্রদেশের সরকার ঘোষণা করেছে যে, আলোক উৎসব দীপাবলি উপলক্ষ্যে রাজ্যের সরকারি কর্মচারীরা আরও তাড়াতাড়ি বেতন পাবেন। আর সেকথা সম্প্রতি জানানো হয়েছে। সরকারি তরফে এও বলা হয়েছে যে, ২৮ অক্টোবর তারিখে বেতন পেয়ে যাবেন সকল সরকারি কর্মীরা।
অবশেষে স্বস্তি! পুজোর আগে ডিএ বৃদ্ধির সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা? সামনে এল বড় আপডেট
হিমাচল প্রদেশ সরকারের তরফে জানানো হলো, সরকারি কর্মীদের শীঘ্রই ‘মেডিক্যাল রিইম্বার্সমেন্ট বিল’-র টাকা অতি দ্রুত মিটিয়ে দেওয়া হবে।এই বিষয়ে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, মেডিক্যাল বিলের জন্য মোট ১০ কোটি টাকার সংস্থান হয়েছে। তিনি এই প্রসঙ্গে আরও যুক্ত করে বলেন, রাজ্যের সরকারি কর্মচারী এবং সকল পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য রাজ্যের উপরে চাপবে বাড়তি আর্থিক বোঝা। সব মিলিয়ে যে হিসেব সামনে আসছে, সরকারের এই সিদ্ধান্তের বাস্তবায়ন করতে মোট ৬০০ কোটি টাকার বোঝা সামলাতে হবে।