SSC Recruitment: পুজোর আগেই বিশাল সুখবর! আপার প্রাইমারির 14 হাজার শিক্ষক নিয়োগে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্যে আপার প্রাইমারির নিয়োগ নিয়ে জটিলতা অব্যাহত (SSC Recruitment). দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় রয়েছেন চাকরি প্রার্থীরা। তবে কিছুদিন আগে নিয়োগ নিয়ে আশার আলো দেখা গিয়েছিল। তবে এবার যেন আরো বড় সুখবর এল পুজোর আগে। উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে বড় নির্দেশ এল সুপ্রিম কোর্টের তরফে। এবার আরও স্বস্তিতে চাকরিপ্রার্থীরা (SSC Recruitment). কিন্তু কি নির্দেশ দেওয়া হল সুপ্রিম কোর্টের তরফে? কেন আশার আলো ফুটল রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়?

রাজ্যের রূপশ্রী প্রকল্পে গ্রুপ সি কর্মী নিয়োগ। প্রতিমাসে বেতন 15,000 টাকা

SSC Upper Primary Recruitment Update

সেই ২০১৫ সাল থেকে রাজ্যে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে (SSC Recruitment) লাগাতার জটিলতায় আটকে রয়েছেন চাকরিপ্রার্থীরা যুবক যুবতীরা। দীর্ঘ অপেক্ষার পর গত ২০২০ সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয় উচ্চ আদালত। এরপর আবার ২০২৩ সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছিল কোর্ট। তবে স্পষ্ট করে দেওয়া হয়, স্কুল সার্ভিস কমিশন এবার কাউকে নিয়োগের সুপারিশ করতে পারবে না। 

কিন্তু চলতি বছরের অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রায় দেয় যে, উচ্চ প্রাথমিকে আবার নতুন করে মেধাতালিকা প্রকাশ হবে। মেধাকালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন (SSC)-কে। আর তার ভিত্তিতেই কাউন্সেলিং করে প্রার্থীদের চাকরিতে নিয়োগ করতে হবে। আদালতের ওই রায়ের ফলে তাই প্রায় দীর্ঘ আট বছর পর ১৪,০৫২ পদে নতুন করে তাই নিয়োগ শুরু করেছিল স্কুল সার্ভিস কমিশন।

রাজ্যে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, ১৪ হাজারের চাইতে বেশি শূন্যপদে নিয়োগ করতে হবে রাজ্যকে। কিন্তু ওই নির্দেশ ছিল সংরক্ষণ নীতির বিরোধী, তাই এই দাবি তুলে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী।

তার ফলে আবার জট শুরু হয় আপার প্রাইমারির ১৪ হাজার চাকরিপ্রার্থী নিয়োগ নিয়ে। কিছুদিন আগে ১৪,০৫২ পদে এসএসসি নতুন করে নিয়োগ শুরু করার পর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টে আরও একটি মামলা দায়ের হয়। কিন্তু এই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল যে উচ্চ প্রাথমিকের নিয়োগে হস্তক্ষেপ করা হবে না।

ইন্ডিয়ান মিউজিয়ামে লাইব্রেরিয়ান পদে কর্মী নিয়োগ। বেতন 92,300 টাকা! সরাসরি আবেদন করুন

SC on Upper Primary Recruitment

ঠিক কি বলা হয়েছে কলকাতা সুপ্রিম কোর্টের তরফে? আপার প্রাইমারীর নিয়োগ প্রসঙ্গে আদালতের এই পর্যবেক্ষণ ছিল যে, উচ্চপ্রাথমিকে নিয়োগে আর হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। তাই রাজ্যের ১৪০৫২ শূন্যপদের নিয়োগে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টিএম শিবজ্ঞানমের বেঞ্চ। অর্থাৎ এবার আর নতুন মেধা তালিকা প্রকাশে কোনো বাধা নেই এসএসসির। তাই সুপ্রিম কোর্টের নির্দেশ শোনার পর সকলের বক্তব্য, তাহলে অবশেষে পুজোর আগে আপার প্রাইমারির শিক্ষক নিয়োগের জটিলতা কাটল।

Related Articles

Back to top button