UPI Transaction Limit 2024: অনলাইনে টাকা লেনদেন ব্যবস্থায় নতুন নিয়ম! সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন? জানুন

বর্তমানে অনেক আধুনিক হয়েছে মানুষ। এখন প্রত্যেকের হাতেই স্মার্টফোন। চলছে অনলাইনে টাকা লেনদেন। ইউপিআই আসার পর থেকেই সমাজে অনলাইন লেনদেন লাপিয়ে বেড়েছে। তবে ইচ্ছে মতো যেমন খুশি টাকা লেনদেন করা যায় না। এর জন্য রয়েছে নির্দিষ্ট সীমা(UPI Transaction Limit). আজ থেকে ইউপিআই সিস্টেমে চলে এল নতুন নিয়ম। একজন ব্যবহারকারী সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবেন (UPI Transaction Limit), এক নজরে দেখে নিন তার বিবরণ।

ATM কার্ড নেই? চিন্তা কিসের? হাতে ফোন থাকলেই তোলা যাবে ক্যাশ টাকা! জেনে নিন সিক্রেট

UPI Transaction Limit 2024

এখন দোকানে বাজারে কেনাকাটা করার জন্য সঙ্গে করে প্রচুর টাকা বহন করে নিয়ে যেতে হয় না। খুব সহজেই হাতের মোবাইল ফোনের মাধ্যমে ইউপিআই সিস্টেম ব্যবহার করে টাকার লেনদেন করা যায়। কিন্তু ইউপিআই নির্দিষ্ট কিছু নিয়ম জারি রেখেছে। তার মধ্যে অন্যতম হলো টাকা লেনদেন সংক্রান্ত সীমা(UPI Transaction Limit).

UPI কর্তৃক একটি সীমা ধার্য করে দেওয়া হয়েছে, যার দ্বারা একজন ব্যবহারকারী নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠাতে পারবেন। তার বেশি হলে ইউপিআই-এর বাধ্যবাধকতা মানতে হবে। দেশের কোটি কোটি মানুষের ভরসা হয়ে উঠেছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (UPI). ফোন পে, গুগল পে, সহ একাধিক অ্যাপ্লিকেশন চালু হয়েছে। আর সব মিলিয়ে ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মহাধামাকা অফার! আনলিমিটেড কলিং, 252 GB ডেটা! সবাইকে উড়িয়ে BSNL আনলো সবচেয়ে লাভজনক প্ল্যান

UPI Transaction Limit New Update 2024

আর এবার দেশের মানুষদের ভরসা ইউপিআই পেমেন্ট সিস্টেমে(UPI Payment System) বড় বদল আনার ঘোষণা করলো ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়া বা এনসিপিআই। জানা যাচ্ছে, এবার ইউপিআইয়ের মাধ্যমে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত কর প্রদান করা সম্ভব। এর আগে এই সীমা ছিল তুলনায় অনেক কম। তবে নতুন এই নিয়ম চালু হবে আজ থেকে(UPI Transaction Limit) অন্তত তেমনটা খবর পাওয়া যাচ্ছে।

ইতোমধ্যে নতুন নিয়ম কার্যকর করার জন্য দেশের বিভিন্ন ব্যাঙ্কগুলিকে সরাসরি নির্দেশ দেওয়া হলো। আজ ১৬ সেপ্টেম্বর থেকে ভারতের কর দাতারা ইউপিআই(UPI) ব্যবহার করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত কর জমা দিতে পারবেন। এছাড়াও একটি বিষয় জানা জরুরী, ব্যক্তিগত ও অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য হবে নতুন সীমা।

ব্যবহারকারীরা দেশের বিভিন্ন হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান -সহ বিভিন্ন আইপিও, আরবিআইয়ের রিটেল ডাইরেক্ট স্কিমেও নতুন নিয়মে পেমেন্ট করতে পারবেন। তবে ব্যাঙ্ক ও ইউপিএ অ্যাপ চেক করে তবেই এই নতুন নিয়মে পেমেন্ট করা সম্ভব হবে। মনে করা হচ্ছে এই নতুন নিয়ম কার্যকর হলে অনেকেই এর দ্বারা উপকৃত হবেন। যেহেতু টাকা লেনদেনের সীমা বাড়ছে, সেহেতু কিছুটা হলেও বাড়তি উপকার পাবেন দেশের লাখ লাখ ইউপিআই ব্যবহারকারী।

Related Articles

Back to top button