Karmabandhu Recruitment: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধু নিয়োগ! প্রতিমাসে বেতন 15,000/- টাকা! আবেদন করুন অনলাইনে

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। রাজ্যে নতুন একটি নিয়োগ প্রক্রিয়া শুরু হলো। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন পদে ‘কর্মবন্ধু’ নিয়োগ করছে(Karmabandhu Recruitment). এখানে চাকরি পাবেন প্রচুর প্রার্থীরা। ‌পশ্চিমবঙ্গে বাস করেন এমন যেকোনো চাকরিপ্রার্থী এখানে নিজ নিজ আবেদন সাবমিট করতে পারবেন।‌ কাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া? আবেদনের জন্য এই নিয়োগের যোগ্যতার মাপকাঠি কি?

নিয়োগের আবেদন পদ্ধতি কি অর্থাৎ কিভাবে আবেদন জমা করা যাবে, চাকরিপ্রার্থী দের নিয়োগ কিভাবে হবে। এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনটিতে (Karmabandhu Recruitment). একজন অষ্টম শ্রেণী পাস প্রার্থী অথবা একজন মাধ্যমিক পাস প্রার্থী এই নিয়োগে আবেদন জমা করতে পারবেন। আসুন এবার এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস জানা যাক।

WB Karmabandhu Recruitment 2024

প্রত্যেকটি নিয়োগের মতো এই নিয়োগের ক্ষেত্রেও নির্দিষ্ট যোগ্যতার মানদন্ড আছে (Karmabandhu Recruitment). প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীদের বয়সসীমা, সম্পূর্ণ বিষয়ে আপনাকে জেনে নিতে হবে। এছাড়া এখানে যারা নিযুক্ত হবেন, তাঁদের মাসিক বেতন কত হবে, আবেদন কিভাবে জানাবেন এবং কিভাবে প্রার্থী সেলেক্টেড হবে সমস্ত বিষয়ে একাধিক তথ্য রইল প্রতিবেদনে (Karmabandhu Recruitment).

এয়ার ইন্ডিয়াতে 1049 শূন্যপদে নতুন কর্মী নিয়োগ। 28,605/- টাকা বেতন! কিভাবে আবেদন করবেন জানুন

WB Karmabandhu Recruitment Details

১) ভ্যাকেন্সি ডিটেলস

এখানে সাধারণত বিভিন্ন পদের জন্য নিয়োগ দেওয়া হচ্ছে। প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, প্রতি পদের জন্য আলাদা বেতন ধার্য করা হয়েছে (WB Karmabandhu Recruitment 2024).আপনি যে পদের জন্য আবেদন জানাতে চান, সেই পদের বিবরণ জেনে নিন। আবেদন জমা করার আগে অবশ্যই একবার অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।

(i) পদের নাম: সুপারিনটেনডেন্ট

যারা এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম স্নাতক পাসের যোগ্যতা থাকতে হবে। এই পদের জন্য যারা সিলেক্টেড হবেন সেই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে ১৫,০০০ টাকা।

(ii) পদের নাম: Caretaker, Matron

যারা এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পাশের যোগ্যতা থাকতে হবে। এই পদের জন্য যারা সিলেক্টেড হবেন সেই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে ৯০০০ টাকা।

(iii) পদের নাম: কুক

যারা এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের রান্না জানতে হবে এবং রান্নার সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য যারা সিলেক্টেড হবেন সেই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে ৭০০০ টাকা।

(iii) পদের নাম: দারোয়ান

যারা এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের নথিভূক্ত কোনো ডাক্তার-এর প্রদান করা ফিজিক্যাল সার্টিফিকেট জমা করতে হবে। এই পদের জন্য যারা সিলেক্টেড হবেন সেই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে ৬০০০ টাকা।

রাজ্যে 700 শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কোন কোন সরকারি দপ্তরে নিয়োগ? জেনে নিন

(iv) পদের নাম: কর্মবন্ধু

যারা এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশের যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, কর্মবন্ধু হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য যারা সিলেক্টেড হবেন সেই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে ৩০০০ টাকা।

(v) পদের নাম: হেল্পার

যারা এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক, সেই সকল প্রার্থীদের রান্না জানতে হবে এবং রান্নার সম্পর্কিত অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য যারা সিলেক্টেড হবেন সেই সকল প্রার্থীদের মাসিক বেতন হবে ৫০০০ টাকা।

২) চাকরির জন্য আবেদন জানাবেন কিভাবে

প্রত্যেকটি পদের জন্য আবেদন জমা করতে হবে অফলাইনে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। তারপর সেখান থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন।আবেদনপত্রে নিজের সমস্ত তথ্য উল্লেখ করবেন। কোন তথ্য যেন ভুল না হয়।

আবেদনপত্র-এর সঙ্গে যে যে ডকুমেন্ট দেওয়া হয়েছে সেগুলি যুক্ত করবেন। ডকুমেন্ট হিসেবে লাগবে- বয়সের প্রমাণপত্র, আপনার ঠিকানার প্রমাণপত্র, ভোটার কার্ড, আধার কার্ড, আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আপনার পাসপোর্ট সাইজের ছবি। এই সমস্ত ডকুমেন্ট এবং পূরণ হওয়া আবেদনপত্রটি একত্রিত করে নিম্নলিখিত ঠিকানায় জমা দিয়ে দেবেন।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- (Drop Box, Room No: 313, New Administrative Building, Berhampore, Murshidabad, Pin- 742101)।

৩) নিয়োগ পদ্ধতি

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বেছে নেওয়া হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। লিখিত পরীক্ষা হবে মোট ১০০ নম্বরের। আর ইন্টারভিউ হবে মোট ২৫ নম্বরের। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।

Related Articles

Back to top button