Gold Price 2024: অবিশ্বাস্যভাবে দাম কমলো সোনার! পুজোর আগে ঊর্ধ্বে চাহিদা! সেপ্টেম্বরে 10 গ্রাম সোনার দাম কত হলো?
সোনার দামে পতন বিগত কয়েক দিনের কাহিনী। বিশেষ করে বাজেটের পর থেকে রাতারাতি দাম কমছে সোনার(Gold Price). দিনের পর দিন ধরে সোনার এই দাম কমার(Gold Price) ফলে স্বস্তিতে রয়েছেন আমজনতা। সবাই আশায় আছেন খুব সম্ভবত পুজোর আগে আরো কিছুটা দাম কমবে সোনার(Gold Price).
আমজনতার আশা কিছুটা পূরণ হলো সম্প্রতি। কারণ সেপ্টেম্বরে অনেকটাই কমে গেল স্বর্ণ ধাতুর দাম। অবিশ্বাস্যভাবে দামের পতন সোনার। আর দাম কমতেই বাড়লো চাহিদা। তাহলে কত হল বর্তমানে হলুদ ধাতুর দাম(Gold Price)? আসুন এক নজরে জেনে নেওয়া যাক।
ফের নতুন ছুটির ঘোষণা রাজ্যে! বন্ধ থাকছে সমস্ত স্কুল, কলেজ, অফিস! বিজ্ঞপ্তি দিয়ে জানালো নবান্ন
Gold Price 2024 | সোনার দাম ২০২৪
সাধারণত প্রত্যেক বছরের মতো এই বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সোনার চাহিদা(Gold Price)। পছন্দের স্বর্ণ ধাতু কিনতে দোকানে ভিড় জমিয়েছিলেন ক্রেতারা। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়ার দিন অনেকেই সোনা কিনেছেন। বর্তমানে সখ স্বাচ্ছন্দ্য ছাড়াও বহু মানুষ তাঁদের ব্যক্তিগত প্রয়োজনে অনেকেই সোনা কিনে সঞ্চয় করে রাখেন(Gold Price)।
তাই সোনার দামে ওঠাপড়া সবার জন্যেই বিবেচনাধীন বিষয়। প্রায় প্রতিদিন সোনার দামে নজর রাখেন আমজনতা। নিত্যদিন দাম কমতে থাকলে সোনার চাহিদা আরো বাড়বে মনে করছেন দোকানিরা। কারণ এতদিন মানুষ সোনা সোনা থেকে বিরত থাকতেন।
কিন্তু এখন যেহেতু দাম কমেছে অনেকেই ভিড় করছেন সোনা রুপো কিনতে। সোনার সঙ্গেই তাল মিলিয়ে দাম বদলায় রুপোরও(Gold & Silver Price). আপনি যদি এই দুই ধাতু কিনতে চান, তাহলে আপনাকে বর্তমান দামের উপর নজর রাখতে হবে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত বলা হলো।
দেশে চালু হতে চলেছে ডিজিটাল কৃষি মিশন! কৃষকদের স্বার্থে সাতটি প্রকল্প চালু করতে চলেছে কেন্দ্র
Gold Price New Update 2024
বাজেটের পর থেকে সোনার দামে যে পতন লক্ষ্য করা গিয়েছিল, সেই পতন যে অব্যাহত থাকবে তা মাথায় ছিল সবারই। সেপ্টেম্বর মাসেও দেখা গেল তারা ছাপ। আরো একবার দাম কমলো সোনার। আর তাই জন্যই অনেকে পুজো এবং ধনতেরাসের জন্য এখন থেকে সোনা কিনে রাখছেন।
বিয়ের মরশুমের জন্যও সোনা কেনার পরিমাণ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে সোনার দাম পৌঁছে যাবে ৮২,০০০ টাকার কাছাকাছি। সুতরাং এখনই সঠিক সময় সোনা কেনার জন্য। আপনিও আর দেরি না করে চটপট সোনার নতুন দাম জেনে নিন। রইল সম্পূর্ণ আপডেট।
বুধবার ৪ সেপ্টেম্বরের হিসেব বলছে ১ কেজি রুপোর দাম পৌঁছেছে প্রায় ৮৫০০০ টাকা। কিন্তু বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বরের হিসেব থেকে দেখা যাচ্ছে, ১ কেজি রুপোর দাম আরো ১০ টাকা কমে হয়েছে ৮৪৯০০ টাকা৷ এদিকে, ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে হয়েছে বুধবার ৪ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ৭২,৭৬০ টাকা।
অর্থাৎ ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হয়েছিল প্রায় ৭২৭৬০ টাকা। কিন্তু বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে এর সমপরিমাণ এবং সমমানের সোনার দাম ফের ১০ টাকা কমে হয়েছে ৭২৭৫০ টাকা। আর ২২ ক্যারাট সোনার দাম বুধবার ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দেখা যায় ৬৬৬৯০ টাকা। তবে গতকাল বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর ২০২৪ সমপরিমাণ ও সমমানের সোনার দাম আরও ১০ টাকা কমে গিয়ে হলো ৬৬৬৮০ টাকা৷