Government Employees DA: সেপ্টেম্বরে ডিএ বাড়বে সরকারি কর্মীদের! কতটা বাড়বে মহার্ঘ ভাতা? কত টাকা অ্যাকাউন্টে আসবে কর্মীদের?

সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। সেপ্টেম্বর মাসে বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা ডিএ(DA). অন্তত তেমনটাই সম্প্রতি শোনা যাচ্ছে। বছরের দুটি সময় ডিএ(DA) সংশোধন করে সরকার। একবার বছরের শুরুতে আরেকবার বছরের মাঝামাঝি। বছরের শুরুতে সরকারি কর্মীদের (Government Employees DA).

কয়েক মাস আগে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির পর বর্তমানে ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা (Government Employees DA). আবার সেপ্টেম্বরে পুনরায় মহার্ঘ ভাতা বাড়বে তাঁদের। কিন্তু কত শতাংশ হারে বাড়বে? সবার একাউন্টে কত টাকা আসবে? বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন পড়ুন।

সরকারি কর্মীরা পাবেন মাসে 18,000 টাকা! নতুন নিয়ম সরকারের! খুশির খবর জানুন

Government Employees DA Update 2024

কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার নতুন একটি পেনশন স্কিম এনেছে সরকারি কর্মীদের জন্য। আর সেই পেনশন স্কিম হলো ইউনিফাইড পেনশন স্কিম। কিন্তু পুজোর আগে উপহার এখানেই শেষ নয়। বরং চলতি মাসে মহার্ঘ ভাতা বাড়বে সরকারি কর্মীদের(Government Employees DA). এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফে স্পষ্ট ভাবে জানানো হয়নি।

যদিও সূত্র মারফত এমনই খবর সামনে আসছে। সূত্রের খবর সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্র(Government Employees DA). সকলেই অপেক্ষায় রয়েছেন সেই ঘোষণার। আর এই নতুন ঘোষণার ফলে মহার্ঘ ভাতা বাড়তে পারে ৩ থেকে ৪ শতাংশ। নতুন বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হতে পারে জুলাই মাসের প্রথম থেকে অর্থাৎ ১ জুলাই থেকে। ডিএ বাড়লে সরকারি কর্মীদের পকেটে আসবে কড়কড়ে নোট। আর তাই খুশির অন্ত থাকবে না সরকারি কর্মীদের।

দেশে চালু হচ্ছে পুরনো পেনশন ব্যবস্থা? কি জানাচ্ছে কেন্দ্রীয় সরকার? সঠিক আপডেট জেনে নিন

Government Employees DA New Update

এর আগে ২০২৪ সালের মার্চ মাস নাগাদ কেন্দ্রের তরফে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। সে সময় ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হতে বর্তমানে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন(Government Employees DA) কর্মীরা। মাঝেমধ্যেই কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করে এসেছে।

আর তার দ্বারা উপকৃত হয়েছেন সরকারি কর্মীরা। চলতি মাসে তেমন একটি নতুন সম্ভাবনা সামনে আসছে। যার মাধ্যমে পুনরায় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে(Government Employees DA). ধারণা করা হচ্ছে সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসেই নতুন ডিএ ঘোষণা হবে। ১ জুলাই থেকেই কার্যকর হবে বর্ধিত মহার্ঘ ভাতা। পাশাপাশি সরকারি পেনশন ভোগীরা বর্ধিত হারে ডিআর পাবেন।

এখন প্রশ্ন হল, ডিএ বৃদ্ধি পেলে সরকারি কর্মীদের একাউন্টে কত টাকা আসবে। একটি পরিসংখ্যান থেকে বলা যায়, যদি ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হয়, তবে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মী উপকৃত হবেন। যদি একজন কর্মীর মাসিক বেতন হয়ে ১২০০০ টাকা তবে ৪ শতাংশ হারে ডিএ লাগু হলে প্রতিমাসে ৭২০ টাকা যুক্ত হবে একাউন্টে।

সেক্ষেত্রে তাঁরা অতিরিক্ত ৮,৬৪০ টাকা পাবেন। কারোর যদি মাসিক বেতন হয় ২০ হাজার টাকা, তাহলে অতিরিক্ত ৪০০ টাকা ঢুকবে তাঁদের অ্যাকাউন্টে। সেক্ষেত্রে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে অতিরিক্ত ৯৬০০ টাকা যুক্ত হবে। আর এভাবেই ক্যালকুলেশনের ভিত্তিতে প্রত্যেক সরকারি কর্মীর একাউন্টে অতিরিক্ত টাকা আসবে।

Related Articles

Back to top button