LPG Gas: মাসের শুরুতে এলপিজি গ্যাসের দামে বিরাট বদল! দাম বাড়লো নাকি কমলো? দেখে নিন এক নজরে
মাসের শুরুতেই এলপিজি গ্যাসের(LPG Gas) দামের দিকে নজর থাকে আমজনতার। গ্যাসের দাম কমলো নাকি বাড়লো সেই প্রশ্ন ঘুরতে থাকে সবার মাথায়। সাধারণত, এলপিজি গ্যাসের দাম (LPG Gas) যে হারে বাড়ছে তাতে মধ্যবিত্তের ঘুম ওড়ার জোগাড়।
একই সঙ্গে বদল দেখা যাচ্ছে বাণিজ্যিক গ্যাসের দামেও। সাধারণ মানুষের কথা এবার অন্তত রান্নার গ্যাসের দাম কম হোক। কিন্তু কোন পদক্ষেপ নিচ্ছে না ভারত সরকার। সেপ্টেম্বর মাসের শুরুতেই গ্যাসের দামে(LPG Gas) বদল লক্ষ্য করা গেল। কত হলো গ্যাসের নতুন দাম? আজকের প্রতিবেদন থেকে সংশ্লিষ্ট বিষয়ে জেনে নেওয়া যাক।
রোজভ্যালির টাকা ফেরত পাচ্ছেন আমানতকারীরা! ইডি দিল 19.40 কোটি! টাকা কিভাবে রিটার্ন পাবেন জানুন
LPG Gas Price | এলপিজি গ্যাসের দাম
বিগত কয়েক মাস ধরে রান্নার গ্যাসের দাম প্রায় অনেকটাই বেড়েছে(LPG Gas). আর সেটাই মূল চিন্তার কারণ হয়েছে সাধারণ মানুষের। এমনিতে মূল্যবৃদ্ধির বাজারে জীবন যাপন করা রীতিমতো কঠিন হচ্ছে। প্রত্যেকটি জিনিসের দাম যেরকম বেড়েছে, তাতে জীবন ধারণ করা অত্যন্ত কঠিন বলে মনে করছেন সাধারণ মানুষ।
এরই মাঝে রান্নার গ্যাসের(LPG Gas) দাম বৃদ্ধি আরো যেন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন, এইভাবে চলতে থাকলে আগামী দিনে কিভাবে রান্নাবান্না করে জীবন যাপন করা সম্ভব হবে? সমাজের নিম্ন মধ্যবিত্ত মানুষ সরকারের ঘোষণার অপেক্ষায় আছে। যদিও রান্নার গ্যাসের দাম (LPG Gas) বৃদ্ধি নিয়ে এখনো পর্যন্ত কুলুপ এঁটেছে ভারত সরকার।এরই মধ্যে শোনা যাচ্ছে ফের সেপ্টেম্বরের শুরু থেকে বাড়িতে চলেছে গ্যাসের দাম। বিশেষ করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়বে(LPG Gas). এই মুহূর্তে কি খবর সামনে আসছে? এবার সে বিষয়ে জেনে নেওয়া যাক।
নতুন করে আধার কার্ড পাবেন জনতা! 9.3 লাখ মানুষের জন্য বড় ঘোষণা! জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
LPG Gas Price New Update 2024
জানা যাচ্ছে, সেপ্টেম্বর মাসের গোড়া থেকেই এক ধাক্কায় বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। সম্প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে নতুন ঘোষণা সামনে এনেছে খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলি(LPG Gas).
খনিজ তেল সরবরাহকারী সংস্থাগুলির তরফে দাম বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে যে, এই দেশের সর্বত্রই বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম। গ্যাসের দাম(LPG Gas) বাড়তে চলেছে সিলিন্ডার পিছু প্রায় ৩৮ টাকা করে। আর এই নতুন দাম লাগু হতে চলেছে বা নতুন দাম কার্যকর হচ্ছে রবিবার থেকেই।
ভারতবর্ষে বাণিজ্যিক গ্যাস ব্যবহৃত হয় মূলত হোটেল, রেস্তোরাঁগুলিতে। এখানে ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার। তবে এই বিষয়ে জেনে রাখা জরুরি যে, ভারতের গৃহস্থ রান্নাঘরে যে ১৪.২ কেজি সিলিন্ডার ব্যবহার করা হয়, সেগুলির দামে কিন্তু কোনও হের ফের ঘটছে না। আগের দাম লাগু থাকছে। অগস্ট মাসেও কিছুটা দাম বেড়েছিল বাণিজ্যিক গ্যাসে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত মাস অর্থাৎ অগস্ট মাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার পিছু দাম বেড়েছিল প্রায় আট টাকা। দাম বেড়ে বাণিজ্যিক গ্যাসের দাম হয় সিলিন্ডার পিছু ১,৭৬৪ টাকা ৫০ পয়সা। আর এবার সেপ্টেম্বর মাসেও আবার দাম বৃদ্ধির সিদ্ধান্ত হলো। দাম বাড়লো প্রায় ৩৮ টাকা। আর এবার দাম বৃদ্ধির পরে কলকাতায় একটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে ১,৮০২ টাকা ৫০ পয়সা। অন্যদিকে বাড়ির রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৮২৯ টাকাই বজায় থাকছে।