Gold Price: সোনার দামে আশ্চর্য পতন! আরো কমে গেল দাম! 24 ক্যারেট সোনার দাম কত হল?
সোনার দামে নিত্যদিন নজরকাড়া পরিবর্তন। দিন দিন কমছে স্বর্ণ ধাতুর দাম(Gold Price). সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে দাম কমছে রূপোর। আর এই দুই প্রিয় ধাতুর দাম বৃদ্ধি কিংবা কমে মুখে হাসি ফুটেছে আমজনতার। আর কিছুদিন পরেই পুজো।
এই সময় অনেকেই হাল্কা সোনার গয়না কেনেন। আর দূর্গাপূজার পরই দীপাবলি ও ভাইফোঁটা। এই সময় সোনা কেনার চাহিদা লাফিয়ে বাড়ে। সোনার দামে(Gold Price) রদবদল তাই প্রভাব ফেলছে স্বর্ণ ধাতুর চাহিদায়। সোনার দাম(Gold Price) কমলে স্বাভাবিক ভাবেই সোনার চাহিদা অনেকটা বাড়ছে।
Gold Price New Update 2024
প্রায় প্রতিদিন সোনার দাম(Gold Price) কমলো নাকি বাড়লো সেই দিকে নজর থাকে মধ্যবিত্তের। সাধারণ মানুষ সোনার দাম বৃদ্ধি-কমে প্রভাবিত হন। এমনিতেই সারা বছর টুকটাক সোনার গয়না কেনা চলে। আর সোনার দাম(Gold Price) যদি কম থাকে তাহলে তো আর দেখতেই হবে না। সবাই চাইবেন সোনার গয়না কিনতে। এমনিতে বাঙালির প্রিয় ধাতু সোনা। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে সোনা পরার রীতি রয়েছে।
ইচ্ছে মতো সোনা কেনা আগে হলেও আকাশছোঁয়া সোনার দাম বাঙালির সোনা কেনার সাধ পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু চলতি বছরের বাজেটের পর সোনার দাম (Gold Price) ক্রমাগত কমছে। তাই সোনা কেনার সাধ পুনরায় ফিরছে সবার। আপনিও যদি ভেবে থাকেন এর মধ্যে সোনা কিনবেন তাহলে অবশ্যই আপনাকে সোনার বর্তমান দর জেনে নিতে হবে। কত হলো সোনা? ২২ ক্যারেট, ২৪ ক্যারেটের দাম কত হলো? এক নজরে জেনে নেওয়া যাক।
সেপ্টেম্বরের শুরু থেকেই বদলে যাচ্ছে 6 নিয়ম! পকেটে চাপ পড়বে আমজনতার
Gold Price Recent Update 2024
গতকাল সোমবার ২৬ অগাস্ট এর হিসেব থেকে দেখা যাচ্ছে, ১ কেজি রুপোর দাম ছিল ৮৭৯০০ টাকা। কিন্তু আজ মঙ্গলবার ২৮ অগাস্ট ১ কেজি রুপোর দাম হয়েছে আরও প্রায় ৬০০ টাকা বেড়ে ৮৮৫০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম (Gold Price) গ্রামের নিরিখে গতকাল সোমবার ২৬ অগাস্ট তারিখে ছিল ৬৬৯৫০ টাকা৷
তবে আজ মঙ্গলবার ২৭ অগাস্ট তারিখে ঠিক এক পরিমাণের ও সমমানের সোনার দাম হলো আরও ১০ টাকা কমে ৬৬৯৪০ টাকা৷ পাশাপাশি, ২৪ ক্যারাট সোনার দাম গ্রামের নিরিখে গতকাল সোমবার ২৬ অগাস্ট ছিল ৭৩০৪০ টাকা। কিন্তু আজ মঙ্গলবার ২৭ অগাস্ট তারিখে ঠিক একই পরিমাণের ও সমমানের সোনার দাম আরো ১০ টাকা কমে হয়েছে ৭৩০৩০ টাকা৷
বুকিং করলেও পাবেন না গ্যাস সিলিন্ডার! রান্নার গ্যাস নিয়ে বড় আপডেট! না জানলে বিপদে পড়বেন
প্রসঙ্গত উল্লেখ্য, বিশেষজ্ঞরা মনে করছেন এখন সোনা কেনার জন্য আদর্শ সময়। কারণ আগামী দিনে সোনার দাম খুব সম্ভবত ৮০ হাজার ছাড়িয়ে যাবে। আর তাই জন্য অনেকেই এখন থেকে সোনা কিনে জমিয়ে রাখছেন। সোনা শুধুমাত্র সম্পদ হিসেবে বিবেচিত হয় তা নয়, অনেকেই সোনায় বিনিয়োগ করেন।
আর তাই জন্য যেহেতু এখন সোনার দাম কিছুটা কম আছে, তাই অনেকেই মনে করছেন এখন থেকে সোনা কিনে রেখে দেবেন। পরবর্তীতে দাম বাড়লে আবার হয়তো সোনা কেনার চাহিদা কমবে। তাই আপনিও যদি সোনা কিনে রেখে দেবেন বলে ঠিক করে থাকেন তাহলে অবশ্যই সেই দিনের সোনার দর(Gold Price) দেখে নেবেন। তারপর সোনা কিনবেন। কারণ প্রতিদিন সোনা রুপোর দামে পার্থক্য আসছে।