BSNL Plans: নামমাত্র টাকায় সস্তার প্ল্যান আনল বিএসএনএল! ফ্রি কলিং, 2 জিবি ডেটা ও 100 এসএমএস! সুবিধা পাবেন টানা 70 দিন পর্যন্ত!

ভারতবর্ষে টেলিকম সংস্থাগুলির মধ্যে একমাত্র বিএসএনএল(BSNL Plans) এখনো পর্যন্ত কম দামে পরিষেবা জারি রেখেছে। জুলাই মাসের শুরু থেকে যেখানে এক ধাক্কায় বেড়ে গিয়েছে মোবাইল খরচ, সেখানে বিএসএনএল(BSNL) এখনোও সাধ্যের মধ্যে সস্তার প্ল্যান রেখেছে মধ্যবিত্ত গ্রাহকদের জন্য। ‌

আমজনতার সুবিধার্থে সম্প্রতি আরো একটি দুর্দান্ত প্ল্যান এনে হাজির করল BSNL. যে প্ল্যানে আপনি তুলনামূলক কম দামে ফ্রি কলিং, ইন্টারনেট ও এসএমএস সুবিধা পেয়ে যাবেন। তাই আর দেরি কেন? চটপট জেনে নেওয়া যাক BSNL কোন পরিষেবা প্রদান করছে? আপনি কত টাকায় নতুন প্ল্যানের সুবিধা পাবেন। এই সবটাই এইবার এক নজরে দেখে নেওয়া যাক।

দুই বছরের জন্য বন্ধ হবে আপনার সিম কার্ড! খবরদার করবেন না এই কাজ! TRAI-এর নতুন নিয়ম জানেন তো?

BSNL Recharge Plan | বিএসএনএল প্ল্যান

ভারতের সরকারী টেলিকম কোম্পানি BSNL চালু করেছে বিভিন্ন দামের রিচার্জ প্ল্যান। আর সেই প্ল্যানগুলির মাধ্যমে গ্রাহকদের দুর্দান্ত পরিষেবা তারা অফার করে। এমনিতে দেশে অন্যান্য সকল বেসরকারী কোম্পানি উদাহরণস্বরূপ বলা যায় Jio, Airtel এবং Vodafone Idea রিচার্জের দাম বাড়িয়েছে অনেকটাই।

তারপর থেকে এই তিনটি টেলিকম সংস্থার বহু গ্রাহক শিফট করেছেন BSNL-এ। ফলে লাফিয়ে বেড়েছে BSNL সংস্থার গ্রাহক সংখ্যা। দেখা যায়, বিএসএনএল এখনও পুরানো দামেই রিচার্জ(BSNL Plans) অফার করছে। তাই আপনিও যদি একজন বিএসএনএল গ্রাহক হন তবে এই কোম্পানির থেকে চালু হওয়া একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যানের সুবিধা নিতে পারেন। আসুন তবে সেই প্ল্যানের বিষয়ে আরো ডিটেলসে জেনে নেওয়া যাক।

বিএসএনএল(BSNL Plans) সংস্থাটি তার বেশ কয়েকটি সস্তা প্রিপেইড প্ল্যানে বেশি ভ্যালিডিটি অফার করে গ্রাহকদের। মাত্র ২০০ টাকার কম খরচে আপনি দেদার সুবিধা পাবেন। ফ্রি কলিং, 2 জিবি করে ইন্টারনেট, এসএমএস সুবিধা পেয়ে যাবেন। আর সেগুলি ৭০ দিনের ভ্যালিডিটি যুক্ত।

জেনে রাখুন, বিএসএনএল কোম্পানি ছাড়া জিও, অন্যান্য টেলিকম সংস্থা এয়ারটেল বা ভোডাফোন তার গ্রাহকদের 200 টাকার কম দামে অন্ততপক্ষে 70 দিনের ভ্যালিডিটি অফার করে না। তাই যদি আপনি অনেকটাই কম খরচে বেশি দিনের জন্য আপনার ফোনের সিম কার্ডটি এক্টিভ রাখতে চান, তবে রিচার্জ করতে পারেন বিএসএনএল এর 197 টাকার প্ল্যানে।

সাধারণত, বিএসএনএল ছাড়া আর কোনো কোম্পানি 200 টাকার কম খরচে এত দিনের ভ্যালিডিটি অফার করে না। তাই এই রিচার্জ প্ল্যান অনেক বেশি লাভজনক আপনাদের সবার জন্যই। এখন দেখে নেওয়া যাক এই প্ল্যানে রিচার্জ করলে আপনি একযোগে কি কি সুবিধা পাবেন। ‌

মাত্র ৯.৮৬ টাকায় প্রতিদিন 2.5 GB ডেটা! জিওর ডবল ধামাকা প্ল্যান! রিচার্জ না করলে পস্তাবেন

BSNL Recharge Plan Details 2024

BSNL গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। তবে জেনে রাখুন এতে কিছু শর্ত দেওয়া আছে। যেমন, প্ল্যানের মেয়াদ 70 দিন হলেও আপনি শুরুর প্রথম 15 দিন পর্যন্ত ফ্রি কলিং করতে পারবেন। অর্থাৎ ফ্রি কলিং সুবিধা পাবেন। একই ভাবে আপনি পেয়ে যাবেন ডেটার সুবিধাও।

এই প্ল্যানে আপনি প্রতিদিন পেয়ে যাবেন 2 জিবি করে ডেটা। ইন্টারনেট ব্যবহার করার জন্য। তবে এখানেও রয়েছে শর্ত, একজন গ্রাহক শুরুর 15 দিন পর্যন্ত এই ডেটা পাবেন। প্রতিদিনের ডেটা শেষ হওয়ার পর BSNL প্ল্যানে রিচার্জ করা গ্রাহকরা 40kbps এর স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও SMS করার সুবিধা। আপনি 15 দিন পর্যন্ত 100 SMS করার সুবিধা পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button