Lakshmir Bhandar 2024: লক্ষ্মীর ভান্ডার নিয়ে নতুন আপডেট! সবাই ডিসেম্বর থেকে টাকা পাবেন! জেনে নিন বিস্তারিত
পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar). এই প্রকল্পের সাহায্যে রাজ্য সরকার প্রত্যেক মহিলার হাতে প্রতিমাসে অর্থ সাহায্য তুলে দেন। সরাসরি মহিলাদের ব্যাংক একাউন্টে চলে আসে টাকা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের(Lakshmir Bhandar) অর্থ সাহায্য সম্প্রতি বৃদ্ধি করা হয়েছে।
লোকসভা ভোটের মরশুমে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করে, এই প্রকল্পের আবেদনকারীরা প্রতি মাসে এবার থেকে ৫০০ টাকার বদলে এক হাজার টাকা করে পাবেন। আর সংরক্ষিত জাতিভুক্তরা প্রতিমাসে এক হাজার টাকার বদলে ১২০০ টাকা করে পাবেন। রাজ্যে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পের হাত ধরে বহু মহিলা উপকৃত হয়েছেন। তবে এবার জানা যাচ্ছে নতুন আপডেট। যেখানে বলা হচ্ছে, ডিসেম্বর থেকে টাকা পাবেন পশ্চিমবঙ্গের সকল মহিলারা।
নতুন পেনশন প্রকল্প চালু করল সরকার! কী কী সুবিধা পাবেন? দেখে নেওয়া যাক
Lakshmir Bhandar Scheme 2024
মাঝেমধ্যেই লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্প নিয়ে সরকারের তরফে নিত্য নতুন ঘোষণা করা হয়। প্রকল্পের সাহায্য অনেক সময় বৃদ্ধি করা হয়, আবার অনেক সময় কোন ভুল ত্রুটি থাকলে সেই বিষয়ে জানানো হয়। সম্প্রতি নতুন আপডেট বলছে, ডিসেম্বর থেকে এই প্রকল্পের টাকা পাবেন আবেদন কারীরা। কিন্তু কেন? প্রশ্ন উঠছে অনেকের মনেই।
আসুন জেনে নেওয়া যাক কেন ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন এই প্রকল্পে(Lakshmir Bhandar) আবেদনরতম মহিলারা। ইতোমধ্যে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে আরো ১১ লক্ষ মানুষ উপকৃত হতে চলেছেন। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্পের জন্য উপকৃত হয়েছেন দুই কোটি চল্লিশ হাজার মহিলা। এবার অতিরিক্ত সুবিধা পেয়ে উপকৃত হবেন আরো ১১ লক্ষ মহিলা। আর সেই সুবিধা দিতে তৎপর পশ্চিমবঙ্গ সরকার।
পুজোর আগেই বাড়ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা? বড় আপডেট জেনে নিন
Lakshmir Bhandar Scheme New Update
একটি পরিসংখ্যান বলছে, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্পে প্রতিমাসে 2 কোটির বেশি মহিলারা 1000 টাকা এবং 1200 টাকা করে সাহায্য পাচ্ছেন। কিন্তু এখনও অনেক মহিলারা আছেন, যাঁরা লক্ষ্মীর ভান্ডার(Lakshmir Bhandar) প্রকল্পের আবেদন জমা করেছেন কিন্তু টাকা পানা নি।
টাকা পাওয়ার জন্য তাঁরি বিডিও অফিসে, পঞ্চায়েতে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে ছোটাছুটি করেছেন। তাও লাভ হয়নি। তাই তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা, করেছেন যে, এই আবেদনকারীরা সকলেই টাকা পাবেন ডিসেম্বর মাস থেকে।
আবার অনেকেই আছেন যাদের লক্ষ্মীর ভান্ডারের পরে নতুন করে বিধবা ভাতার অ্যাপ্লিকেশন করা হয়েছে। একইভাবে সেই সকল প্রার্থীরাও বিডিও অফিসে পঞ্চায়েতে দপ্তর কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে ছোটাছুটি করেছেন কিন্তু টাকা পাননি। বরং তাঁদের সবার টাকা আটকে রয়েছে। এই সকল মহিলাদের জন্যেও খুশির খবর দিয়েছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, তাঁরাও টাকা পাবেন ডিসেম্বর মাস থেকে।