WB Government Scheme: সবাইকে 5000, 10,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার! নতুন প্রকল্পে খুশির জোয়ার বাংলায়

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য ইতোমধ্যে একাধিক প্রকল্পের(Government Scheme) সূচনা করেছেন। যার মধ্যে অন্যতম কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, ইত্যাদি প্রকল্প(Government Scheme). যদিও বর্তমানে এই প্রকল্পগুলি ছাড়াও আরো বেশ কিছু নতুন স্কিম চালু করেছে সরকার(Government Scheme).

সম্প্রতি এমন একটি প্রকল্পের কথা জানা যাচ্ছে, যার মাধ্যমে রাজ্য সরকার ৫০০০ ও ১০ হাজার টাকা করে দিচ্ছে। ভাবলেই অবাক লাগছে? তবে জেনে নেওয়া যাক কোন প্রকল্পের মাধ্যমে আপনি সুবিধা পেতে চলেছেন? বিস্তারিত আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে।

WB Government Scheme 2024

পশ্চিমবঙ্গ সরকার যে সকল উন্নয়নমূলক প্রকল্প সূচনা করেছে, তার মধ্যে বহু প্রকল্প মহিলাদের জন্য(Government Scheme). রাজ্যের সরকার এই সকল উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে সম্প্রতি যুক্ত করল আরো একটি নতুন প্রকল্প। যার ফলে রাজ্য জুড়ে খুশির জোয়ার।

রাজ্যের নতুন প্রকল্পে শিল্পীদের অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে। জানা যাচ্ছে, বাংলার তপশিলি জাতি ও উপজাতি শ্রেণী ভুক্ত মহিলা দের আর্থিক সাহায্য করবে সরকার(Government Scheme). আর তার জন্যই নতুন একটি উদ্যোগ নেওয়া হল। পশ্চিমবঙ্গ সরকার এই নতুন প্রকল্পের মাধ্যমে তাঁদের হাতে ৫০০০ ও ১০০০০ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে।

লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বড় ঘোষণা! পুজোর পরেই বাড়ছে সুবিধা

যা জানা যাচ্ছে, তাঁতি এবং তন্তুজীবীদের জন্য এই প্রকল্প খাতে বরাদ্দ করা হয়েছে ৭০০ কোটি টাকা।এছাড়াও তাঁতিদের সাহায্য করার জন্য বাংলার সরকার একাধিক সুযোগ সুবিধা ঘোষণা করেছে। যার মধ্যে অন্যতম হল, কো-অপারেটিভ ব্যাংকের ঋণ মুক্তি, কাপড় বুনার সুতো কেনার জন্য ১০% অবধি ছাড় দেওয়া হচ্ছে, এছাড়া সবাইকে করা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকার আর্থিক সাহায্য, এর পাশাপাশি তাঁতের ঘর মেরামত, তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা ইত্যাদি সব সুযোগ -সুবিধা দিচ্ছে সরকার। ‌

শিল্পের অগ্রগতি ও‌ শিল্পীদের জীবনযাপনে উন্নতিকরণ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। জানা যাচ্ছে, তাঁতী শিল্পীর ঘর মেরামত করার জন্য ঘোষণা করা হয়েছে এক‌ কালীন ৫০০০ টাকা, তাঁতের সরঞ্জাম কেনার জন্য ঘোষণা করা হয়েছে ১০০০০ টাকা। এর সাথে ৬০ বছরের মধ্যে কোনো তাঁত শিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোন ব্যক্তি যদি প্রয়াত হন, তাহলে তাঁর পরিবার পাবেন এককালীন ২ লক্ষ টাকা।

WB Government Scheme Eligibility

পশ্চিমবঙ্গ সরকার ইতোমধ্যে বাংলার মহিলাদের আর্থিক সাহায্য করে থাকেন লক্ষ্মীর ভান্ডার স্কিম এর মাধ্যমে। এছাড়াও মহিলাদের স্বার্থে অন্যান্য প্রকল্প চালু রেখেছেন রাজ্য সরকার। পুরুষ ও মহিলা নির্বিশেষে সাহায্য পান এমন প্রকল্প রয়েছে রাজ্যে। তবে আজকের প্রতিবেদনে যে প্রকল্পটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে, সেই প্রকল্পের সুবিধা পেতে পারেন শুধুমাত্র বাংলার তাঁত শিল্পীরা ও তন্তুজীবীরা।

কৃষকদের ফ্রিতে বিদ্যুৎ দিচ্ছে রাজ্য সরকার! কবে থেকে, কিভাবে পাবেন জেনে নিন

WB Government Scheme Application

আপনিও যদি এই প্রকল্পে নিজের আবেদন জমা করতে চান, তাহলে নিকটবর্তী বিডিও অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করে আনতে হবে। সেই আবেদন পত্র যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে যুক্ত করুন প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট। তারপর আবেদন পত্র এবং ডকুমেন্ট একসঙ্গে করে সেগুলি বিডিও অফিসে জমা করে দেবেন। এরপর খতিয়ে দেখা হবে আপনার আবেদন। আপনি যদি যোগ্য হন, তাহলে সরকারি সাহায্য পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button