Independence Day: ভারতের জাতীয় পতাকা সম্পর্কে 10 তথ্য! স্বাধীনতা দিবসের আগে জেনে নিন
আমাদের দেশ ভারতবর্ষ। দীর্ঘ দুশো বছরের পরাধীনতার যন্ত্রণা অতিক্রম করে স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট। এই দিনটি আমরা পালন করি স্বাধীনতা দিবস(Independence Day) উপলক্ষে। সারা দেশ জুড়ে এই দিন জাতীয় ছুটি ঘোষণা হয়। স্বাধীনতা দিবসের(Independence Day) দিন ভারতের মুক্ত আকাশে উড়েছিল তিন রঙা জাতীয় পতাকা(National Flag).
আর স্বাধীনতার সুরে জেগে উঠেছিল ভারতবর্ষের প্রতি কোণা। ১৯৪৭ সালের পর কেটে গিয়েছে অনেকগুলি বছর। ২০২৪ সালে পৌঁছে ভারতের ৭৭ তম স্বাধীনতা বর্ষপূর্তি এবং ৭৮ তম স্বাধীনতা দিবস(Independence Day) পালিত হচ্ছে। দেখতে দেখতে চলে এসেছে ১৫ ই আগস্ট।
আমরা আমাদের দেশ সম্পর্কে অনেক কথা জানলেও, আমাদের জাতীয় পতাকা(National Flag) সম্পর্কে এখনো পর্যন্ত অনেক কথাই জানিনা। আর তাই জন্য আজকের প্রতিবেদনে আমরা আমাদের এই দেশের জাতীয় পতাকা(National Flag) সম্পর্কে গুরুত্বপূর্ণ দশ তথ্য জেনে নেব। স্বাধীনতা দিবসের আগে অবশ্যই আমাদের এই বিষয়ে জেনে রাখা জরুরী(National Flag).
ব্যাঙ্কের নিয়মে আমূল বদল! চালু হচ্ছে একগুচ্ছ নতুন নিয়ম! কোন নিয়মে বদল এল? অবশ্যই জেনে নিন
Independence Day | স্বাধীনতা দিবস
বর্তমানে ভারত স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। দেশের প্রধানমন্ত্রী পদে আসীন নরেন্দ্র মোদি। তবে স্বাধীন ভারত পাওয়ার স্বপ্ন পূরণ একদিনে হয়নি। অসংখ্য আন্দোলন, বিক্ষোভ, রক্তক্ষয়, জীবনের বলিদান পেরিয়ে স্বাধীনতা(Independence Day) পেয়েছে ভারতবর্ষ। তাই এই দেশকে যত্ন করে আগলে রাখা দায়িত্ব আমাদের সবার। ভারতের স্বাধীনতা সংগ্রাম-এর ইতিহাসের দিকে তাকালে গর্বিত হতে হয়(National Flag).
বাজারে আসতে চলেছে নতুন 100 টাকার কয়েন, কীভাবে হাতে পাবেন? জানুন।
কত সাহসী মানুষ, কত বিপ্লবী দেশের জন্য নিরন্তর লড়ে গেছেন। আজও আমরা তাঁদের স্মরণ করি। তাঁরা রয়ে গিয়েছেন আমাদের মনে প্রাণে। স্বাধীন ভারতের আকাশে যেদিন জাতীয় পতাকা উড়লো সেদিন গর্বিত হয়েছে কোটি কোটি ভারতবাসী। সেই দিনটিকে স্মরণ করে জাতীয় পতাকা(National Flag) সম্পর্কে এক গুচ্ছ তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। আসুন আমাদের জাতীয় পতাকা সম্পর্কে অজানা তথ্যগুলি এক নজরে জেনে নেওয়া যাক।
Unknown Facts About National Flag
- ভারতবর্ষের জাতীয় পতাকা প্রথম ২২ জুলাই, ১৯৪৭-এ ভারতীয় জাতীয় পতাকা রূপে গৃহীত হয়েছিল।
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবসের দিন তিন রঙা জাতীয় পতাকা লালকেল্লায় উত্তোলন করেন।
- অনেকেই হয়তো জানেন না, জাতীয় পতাকা উত্তোলনের সময়, বক্তাদের মুখ যখন দর্শকদের দিকে থাকে, তখন এটি সর্বদা থাকা উচিত তাঁর ডান দিকে।
- ২০০২ সালের ২২ ডিসেম্বরের পর ভারতের সাধারণ নাগরিকরা বাড়ি কিংবা অফিসে সাধারণ দিনেও পতাকা তোলার অনুমতি পেয়ে থাকেন।
- ১৯৫৩ সালের মে মাসে শেরপা টেনসিং ও এডমন্ড হিলারি ইতিহাস রচনা করেন পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
- দেশের জাতীয় পতাকাকে কখনোই মাটিতে স্পর্শ করা উচিত নয়। মনে করা হয় ভারতমাতার অপমান হয়।
- ভারতের তিরঙ্গা পতাকাকে কোনো ইউনিফর্ম কিংবা সাজসজ্জার ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে বারণ রয়েছে।
- আমাদের দেশে একটি আইন রয়েছে যাকে বলা হয় ‘ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া’ (ভারতীয় পতাকা কোড)। এই আইন -এ জাতীয় পতাকা উত্তোলনের নিয়মগুলি সম্পর্কে বলা হয়েছে বা নির্ধারণ করা হয়েছে বলা যায়। এই নিয়মগুলি যারা মানবেন না, তাঁদের জেল পর্যন্ত হতে পারে!
- ভারতের তিন রঙা জাতীয় পতাকা সব সময় আয়তক্ষেত্র আকারে তৈরি করতে হয়। যার অনুপাত নির্ধারিত হয়েছে ৩:২ হিসেবে। যদিও জাতীয় পতাকায় অশোক চক্রের কোনও নির্দিষ্ট পরিমাপ নেই। তবে অশোক চক্রে অবশ্যই ২৪ টি স্পোক বা দাগ থাকতে হবে।
- আমাদের দেশে বেঙ্গালুরু থেকে প্রায় ৪২০ কিমি দূরে অবস্থিত হুবলি হলো ভারতের একমাত্র লাইসেন্স প্রাপ্ত সংস্থা যেটি ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা প্রস্তুত করে ও সারা দেশে সরবরাহ করে।