Job & Career 2024: আর্টস নিয়ে পড়াশোনা করলে কোন কোন চাকরি আছে? আর্টস স্টুডেন্টদের জন্য সেরা ১০ চাকরি, একনজরে দেখে নিন
ছোটবেলা থেকেই আমাদের প্রশ্ন করা হয়, বড় হয়ে তুমি কি হতে চাও (Career 2024)। বেশির ভাগ ক্ষেত্রেই উত্তর আসে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। আবার কেউ কেউ বলেন শিক্ষক। তবে বেশিরভাগ পড়ুয়ার স্বচ্ছ ধারণা থাকে না, আর কত ধরনের প্রফেশনে তাঁরা যুক্ত হতে পারবেন (Career)। স্কুল স্তরের পড়াশোনায় মাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা (Career)।
মাধ্যমিক পরীক্ষায় পাশ করলেই তারপর সাবজেক্ট তথা বিষয় নির্বাচন করার জন্য সুযোগ মেলে (Career)। এই সময় বেছে নিতে হবে একজন শিক্ষার্থী আর্টস নিয়ে পড়বেন, কমার্স নিয়ে পড়বেন, নাকি সায়েন্স নিয়ে পড়বেন (Career)। এর মধ্যে যারা আর্টস নিয়ে পড়বেন বলে ঠিক করেন, তাঁদের প্রায়শই শুনতে হয়, যে আর্টস নিয়ে পড়লে ভালো ক্যারিয়ার নেই! (Career) কিন্তু সত্যি কি তাই?
বাস্তবে কিন্তু দেখা যাচ্ছে অন্য চিত্র। আর্টস নিয়ে পড়ে জীবনে ভালো ভাবে প্রতিষ্ঠিত হচ্ছেন অনেকেই। আর্টস স্টুডেন্ট দের জন্য কোন কোন চাকরি রয়েছে? কোন কোন চাকরিতে তাঁরা নিয়োগ পেতে পারেন (Career)? আসুন এক নজরে জেনে নেওয়া যাক সেরা ১০টি কেরিয়ার সম্পর্কে।
Top 10 Career For Arts Students 2024
জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন রয়েছে সবার। তবে, প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটি নির্দিষ্ট প্ল্যানিং করে চলতে হবে (Career)। আর্টস তথা ইতিহাস, বাংলা, ইংরেজি, সংস্কৃত, দর্শন ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করলে যে ভাল চাকরির সুযোগ নেই একথা একেবারেই ভুল (Career)।
উচ্চ মাইনের ভালো চাকরির সুযোগ রয়েছে আপনার কাছেও। (Career) নিম্নলিখিত চাকরিগুলিতে যদি আপনি আবেদন করেন, আপনি যদি যোগ্য হন, তাহলে অবশ্যই নিয়োগ পাবেন (Career)। আর নিয়োগ পেলে একটি ভালো ভবিষ্যতের হাতছানি। আসুন তবে জেনে নেওয়া যাক এমনই কিছু ভাল চাকরির হদিস।
১) পুলিশের চাকরি
মাধ্যমিক পাশ থেকে উচ্চ মাধ্যমিক পাশ কিংবা গ্রাজুয়েশন পুলিশের চাকরিতে আর্টস, কমার্স সায়েন্স ভেদাভেদ করা হয় না। যেকোনো প্রার্থী পুলিশের চাকরির জন্য আবেদন করতে পারেন। পুলিশের চাকরির বিভিন্ন পদেই বছরের বিভিন্ন সময় নিয়োগ কর্মসূচি চলে। আর সেখানে আপনি একজন যোগ্য প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন।
২) শিক্ষকতার চাকরি
আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, সেই বিষয়ের শিক্ষক কিংবা প্রফেসর হতে পারেন। আর এর জন্য আপনাকে শিক্ষকতার পরীক্ষায় পাশ করতে হবে। তারপর ইন্টারভিউতে ভালো ফল করতে হবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্কুল কিংবা কলেজে ঠিকভাবে পড়াতে হবে। সব বিষয়ের জন্যই শিক্ষক, প্রফেসর নিয়োগ চলে। সরকারি অথবা বেসরকারি স্কুলের জন্য আবেদন করতে পারেন।
৩) আইনজীবী
একজন আইনজীবী হতে হলে ‘ল’ নিয়ে পড়াশোনা করতে হয়। আর ‘ল’ বা ‘আইন’-কে আর্টস গ্রুপের মধ্যে ধরা হয়। আইনের পড়াশোনা করে আপনিও একজন আইনজীবী হয়ে উঠতে পারেন। একজন দক্ষ আইনজীবীর কদর রয়েছে সর্বত্র। তাই আর্টস স্ট্রিম থেকে পড়াশোনা করেছেন বলে আপনিও যে পিছিয়ে আছেন তা কিন্তু মোটেই নয়।
৪) সেনাবাহিনীতে চাকরি
ভারতীয় সেনাবাহিনীতে চাকরির জন্য মাধ্যমিক পাস থেকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয়। আর তার সঙ্গে প্রয়োজন হয় শারীরিকভাবে সুস্থ এবং ফিট থাকা ও থাকতে হবে সাহসিকতা। আপনি যেকোন বিভাগ থেকে পড়াশোনা করে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। তাই এই চাকরির ক্ষেত্রেও আপনার দরজা খুলে যাচ্ছে।
৫) মেডিকেল রিপ্রেজেন্টেটিভ
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদে কাজ করার জন্য আর্টস স্টুডেন্টদের নিয়োগ করা হয়। যদিও অন্য ফিল্ম থেকেও এই পদে চাকরি করতে আসেন অনেকে। তবে ভালো করে কাজ করতে পারলে ওষুধপত্র সম্পর্কে ধারণা থাকলে, আলাদা কোর্স করে থাকলে আপনিও এই পদের জন্য যোগ্য হয়ে উঠবেন।
৬) সাংবাদিকতা
জার্নালিজম বা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে বড় মিডিয়া হাউসে কাজ করা যায়। সাংবাদিক হয়ে ওঠার জন্য আপনার স্বচ্ছ ধারণা, তথ্যাবলী সম্পর্কে স্পষ্ট উপলব্ধি এবং উপস্থাপন ক্ষমতা থাকা জরুরী। আরো অনেকগুলি বিষয় প্রয়োজন হয়। তবে সাংবাদিক হওয়ার জন্য সাইন্স কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ড লাগেনা। জার্নালিজম নিয়ে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
৭) নার্স
আপনিও যদি নার্স হওয়ার স্বপ্ন দেখে থাকেন, তবে আর্টস নিয়ে পড়েও সেই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব। এই পদে কাজ করার জন্য আপনাকে প্রশিক্ষিত হতে হবে। তার জন্য বিভিন্ন কলেজ, ইনস্টিটিউশন থেকে যোগ্যতা অর্জন করতে হবে। আর তাহলেই নার্স পদের জন্য আপনি সিলেক্টেড হবেন। বিভিন্ন সরকারি অথবা বেসরকারি হাসপাতালে চাকরি পাবেন।
৮) পোস্ট অফিসের চাকরি
বছরের বিভিন্ন সময় পোস্ট অফিসের তরফে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। পোস্ট অফিসের বিভিন্ন পদের জন্য ভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগে। তবে আর্টস স্ট্রিম থেকে পড়াশোনা করে অনায়াসে পোস্ট অফিসের চাকরি করতে পারেন। তার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেবেন।
৯) রেলওয়েতে চাকরি
একজন ক্যান্ডিডেট মাধ্যমিক পাশ হলেই রেলের চাকরিতে যুক্ত হতে পারেন। ভারতীয় রেল বিভাগ প্রচুর পদে যোগ্য প্রার্থীদের চাকরি দেয়। তবে তার জন্য রেলের পরীক্ষায় পাশ করতে হবে। আর ঠিকভাবে ইন্টারভিউ দিতে হবে। আপনি আর্টস বিভাগে পড়াশোনা করেও এই পদে চাকরি করতে পারেন।
১০) ফটোগ্রাফার
বর্তমানে ফটোগ্রাফারদের অত্যন্ত চাহিদা। সংস্থার হয়ে কাজ করে কিংবা ব্যক্তিগত উদ্যোগে কাজ করে অনেকেই মাস গেলে প্রচুর টাকা ইনকাম করছেন। আপনারা যদি ফটোগ্রাফির নেশা থেকে থাকে, আপনিও যদি আর্টস স্টিম থেকে পড়াশোনা করে থাকেন তাহলে ফটোগ্রাফার হিসেবে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারেন। তবে এক্ষেত্রে ছবি তোলার দক্ষতা থাকা জরুরি।