LPG Cylinder: বছরে 3টি এলপিজি সিলিন্ডার পাবেন এক্কেবারে ফ্রিতে! রাজ্য সরকারের নতুন ঘোষণায় ঘুম উড়লো সবার
রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের স্বার্থে প্রায়শই নিত্যনতুন ঘোষণা করছে। যার প্রত্যেকটি মুখে হাসি ফোটাচ্ছে আমজনতার। এলপিজি গ্যাস (LPG Cylinder) নিয়ে সম্প্রতি এক নতুন ঘোষণা সামনে এলো। এবার থেকে বছরে তিনটি এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) আপনি একেবারে ফ্রিতে পাবেন। অবাক হলেন? সম্প্রতি সরকার এমনই ঘোষণা করেছে।
এলপিজি সিলিন্ডার দেওয়া হবে ফ্রিতে (LPG Cylinder)। এখন প্রশ্ন হল, কারা এই এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) বিনামূল্যে পাবেন? কিভাবে পাবেন? কেন সরকার এলপিজি সিলিন্ডার (LPG Cylinder) ফ্রিতে সরবরাহ করবে। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা থাকছে আজকের প্রতিবেদনে। আশা করা যায়, এখানে উল্লেখ করা তথ্য থেকে আপনারা উপকৃত হবেন। সবটা জানতে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদন পড়ে নিন।
ফ্রিতে দেওয়া হচ্ছে তিনটি LPG Cylinder!
সাধারণ মানুষের স্বার্থে বর্তমানে বিভিন্ন সরকারি প্রকল্প চালু রয়েছে। প্রত্যেকটি প্রকল্পের উদ্দেশ্য জনসাধারণকে জীবনযাপনের আরো সাহায্য করা। একটা সময় ভারতবর্ষের বহু প্রত্যন্ত অঞ্চলে দেখা যেত কাঠের জালের রান্না কিংবা উনুনে রান্না। তবে এখন ঘরে ঘরে পৌঁছে গেছে এলপিজি সিলিন্ডার (LPG Cylinder)। তাই এখন আর কাউকেই কষ্ট করে রান্নাবান্না করতে হয় না (LPG Cylinder)।
তবে রান্নার গ্যাস তথা এলপিজি সিলিন্ডারের দাম যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের রাতের ঘুম উড়বার জোগাড় (LPG Cylinder)! সরকারের তরফে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম কমানোর খুব একটা সম্ভাবনা দেখা দিচ্ছে না। তাই জনসাধারণকে স্বস্তি দিতে সরকারের তরফে নতুন ঘোষণা হলো। বছরে তিনটি এলপিজি গ্যাস (LPG Cylinder) পুরোপুরি বিনামূল্যে দেওয়া হবে। নিঃসন্দেহে এই ঘোষণায় মুখে হাসি ফুটল সবার।
কারা এই দুর্দান্ত সুযোগ পাবেন সেটা জেনে নেওয়া দরকার। মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে ও তাঁদের আরও স্বনির্ভর করে তোলার উদ্দেশ্য নিয়ে সরকার এর আগেই ‘লাডলি বেহেনা যোজনা’ প্রকল্পের সূচনা করে। অল্প কয়েক দিনের মধ্যেই এই প্রকল্পের সুবাদে প্রচুর মানুষ লাভবান হচ্ছেন। বিশেষ করে মা-বোনেদের মুখে ফুটেছে হাসি।
তবে এখন দেখা যাচ্ছে, সরকার শুধুমাত্র ‘লাডলি বেহেনা যোজনা’-তেই সীমাবদ্ধ থাকছে না। এর পাশাপাশি আরো সুযোগ-সুবিধা দেওয়ার পথে সরকার। নতুন করে সাধারণ মানুষের স্বার্থে সরকারের এই ঘোষণাটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আপনারাও বুঝি অবাক হয়েছেন? কোন রাজ্যের বাসিন্দারা এই সুবিধা পাবেন, জানতে নিশ্চয়ই আগ্রহ হচ্ছে?
কারা পাবেন তিনটি এলপিজি সিলিন্ডার ফ্রিতে?
প্রথমেই আমাদের জানতে হবে ‘মুখ্যমন্ত্রী লাডলি বেহেন’ যোজনা প্রকল্প সম্পর্কে। কিছুদিন আগেই ঘোষণা হওয়া মুখ্যমন্ত্রী মাঝি লাডলি বেহেন প্রকল্প -এর অধীনে প্রত্যেক ২১ থেকে ৬০ বছর বয়সী সমস্ত মহিলারা মাসে ১৫০০ টাকা করে পাবেন। আগেই ঘোষণা হয়েছিল, জুলাই মাস থেকে সুবিধা পাবেন মহিলারা। এই প্রকল্পে ৬৫ বছর বয়সী মহিলারাও সুবিধা পাবেন।
এরপর জানা যায় যে, মহিলারা আগামী ৩১ আগস্ট পর্যন্ত আবেদন জমা করতে পারবেন। অর্থাৎ প্রকল্পের জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে জানা যাচ্ছে, রাজ্যবাসী মহিলাদের মধ্যে যাদের আয় অনেকটাই কম, তাঁদের বছরে তিনটি করে LPG সিলিন্ডার ফ্রিতে দেওয়া হবে।
কত টাকা আয়ের মধ্যে মহিলারা ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাবেন?
এতক্ষণ আমরা যে আলোচনাটি করছিলাম, অর্থাৎ যে ঘোষণার আলোচনার করা হচ্ছিল, বিনামূল্যে তিনটি গ্যাস সিলিন্ডার পাওয়ার সেই ঘোষণাটি আসলে মহারাষ্ট্র রাজ্যের। আসলে সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। নির্বাচন প্রাক্কালে প্রচারে বেরিয়ে তিনটি গ্যাস সিলিন্ডার ফ্রিতে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তবে এখানে একটা মোক্ষম শর্ত রয়েছে। ঘোষণার সঙ্গে এও বলা হয়েছে, রাজ্যের মহিলা দের মধ্যে যাদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম, তাঁরা বছরে তিনটি গ্যাস সিলিন্ডার ফ্রিতে পাবেন। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী?
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীঅজিত পাওয়ার বলেছেন, তিনি এটাও বলতে চান যে, মহারাষ্ট্রের জনগণকে ভাবতে হবে আসন্ন বিধানসভা নির্বাচনে, প্রকল্প বাস্তবায়নের জন্য আপনাকে মহাযুতি সরকারকে অবশ্যই ভোটদানের মাধ্যমে নির্বাচন করতে হবে। যাতে আপনি সরকারের সাহায্য তথা অর্থ পেতে থাকেন।
এর পাশাপাশি তিনি এও বলেন, অন্য কোনও দলকে বিশ্বাস না করার অনুরোধ করছেনতিনি। কারণ, অন্য রাজনৈতিক দলগুলি মিথ্যা আশ্বাস দেবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই সুবিধা পাবেন মহারাষ্ট্রের মহিলারা। ঘোষণা হয়েছে সেই রাজ্যের তরফেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত এই প্রকল্প চালু নেই। বাংলায় যে যে প্রকল্প চালু রয়েছে আপনি সেখানে আবেদন করতে পারেন।