Government Scheme: কেন্দ্রীয় সরকারি প্রকল্পে প্রতিমাসে 5000 টাকা! কিভাবে আবেদন জানাবেন? বিস্তারিত জানুন

রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনসাধারণের জন্য বিভিন্ন স্কিমের সূচনা করে (Government Scheme)। প্রত্যেকটি প্রকল্পের (Government Scheme) রয়েছে আলাদা আলাদা সুবিধা। এই সমাজের সাধারণ মানুষ, মহিলারা, শিশু ও ছাত্রছাত্রীরা সবাই সরকারি প্রকল্পের আওতায় পড়েন (Government Scheme)। এমন অনেক ক্ষেত্রেই একই সঙ্গে দু-তিনটি প্রকল্পের সুবিধা পাওয়া যায় (Government Scheme)।

যেমন, আপনি চাইলে একাধারে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। তবে কিছু প্রকল্পের ক্ষেত্রে বাধা নিষেধ রয়েছে (Government Scheme)। তবে আজকে আমরা এমন একটি প্রকল্পের কথা আলোচনা করব, যেখানে আপনি প্রতিমাসে পাবেন ৫০০০ টাকা (Government Scheme)। শুধু তাই নয়, রাজ্য সরকারি প্রকল্পের সঙ্গে এই স্কিমটির সুবিধা পাওয়া যাবে।

Subhadra Yojana – শুরু হলো সুভদ্রা যোজনার আবেদন প্রক্রিয়া। মহিলারা এই প্রকল্পে কি কি সুবিধা পাবেন?

Central Government Scheme 2024

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য কিছু বছর আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের সূচনা করেছেন ‌(Government Scheme)। এই প্রকল্পের সুবিধা পান প্রধানত পশ্চিমবঙ্গের মা, বোনেরা। প্রতিমাসে ১০০০ ও ১২০০ টাকার আর্থিক সাহায্য পান তাঁরা। (Government Scheme)। চালু হওয়ার পর থেকে এই প্রকল্প সারা দেশে সমাদৃত হয়েছে। রাজ্যবাসী প্রত্যেক মহিলা এই প্রকল্পের দ্বারা আজও সাহায্য পেয়ে চলেছেন। প্রাথমিকভাবে মাসে ৫০০ টাকা পেতেন।

তবে বর্তমানে টাকার পরিমাণ দ্বিগুণ করা হয়েছে। তবে বর্তমানে এক হাজার ও বারোশো টাকার আর্থিক সাহায্য দেয় পশ্চিমবঙ্গ সরকার (Government Scheme)। আপনি কি জানেন, ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে আর্থিক সাহায্য পাওয়ার পাশাপাশি আপনি কেন্দ্রীয় সরকারের অপর এক প্রকল্পের সাহায্য পাবেন। ‌যদি আপনি সেই প্রকল্পে আবেদন জমা করেন। একইসঙ্গে দুই প্রকল্পের সুবিধা পাবেন। মাসে মাসে কেন্দ্র দেবে আপনাকে পাঁচ হাজার টাকা।

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে ৫০০০ টাকা!

নরেন্দ্র মোদি সরকার ভারতবাসীর জন্য সূচনা করেছি ‘অটল পেনশন যোজনা’ নামক একটি সরকারি প্রকল্পের (Government Scheme)। এই প্রকল্পের আবেদনকারীরা ৬০ বছর বয়স অতিক্রম করলে কোন সক্রিয় কর্মসংস্থান ছাড়াই ঘরে বসে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা। এখানে বিবেচনা করা হবে না আপনি পুরুষ না মহিলা।

অর্থাৎ একজন মহিলা চাইলে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের মাধ্যমে যেমন প্রতিমাসে সাহায্য পেতে পারেন, একই সাথে কেন্দ্রীয় সরকারি প্রকল্পটির সুবিধাও গ্রহণ করতে পারেন (Government Scheme)। আবার একজন পুরুষ চাইলেও এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা পাবেন প্রবীণ বয়সে পৌঁছে। আসলে এই প্রকল্প একটি পেনশন প্রকল্প। এই প্রকল্প প্রতিমাসে পাঁচ হাজার টাকার পেনশন দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে আপনি কত টাকার পেনশন চান, তা আবেদনের সময় উল্লেখ করতে হবে।

Samudra Sathi Scheme – রাজ্যে শুরু হচ্ছে নতুন প্রকল্প বছরে পাবেন 10 হাজার টাকা। জেনে নিন আবেদন করার পদ্ধতি।

‘অটল পেনশন যোজনা’ প্রকল্পটি কী?

২০১৫-১৬ অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার অটল পেনশন যোজনা প্রকল্পটির সূচনা করে। প্রকল্প চালু হওয়ার পর থেকে সারা দেশে খ্যাতি অর্জন করেছে। অটল পেনশন যোজনা স্কিম ১৮ থেকে ৪০ বছর বয়সীদের আবেদনের জন্য আহ্বান জানায়। ৬০ বছর বয়সের পর এই প্রকল্প আর্থিক সুরক্ষা প্রদান করে। প্রবীণ বয়সে জীবন যাপনে নিরাপত্তা প্রদান করে।

দেশবাসীর যাতে ৬০ বছর বয়সে কোন আর্থিক ক্ষেত্রে অসুবিধা না হয়, সে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নরেন্দ্র মোদি সরকার চালু করেছে অটল পেনশন যোজনা। সরকারি ক্ষেত্রের কর্মীরা ৬০ বছর পার করলে‌ কাছ থেকে রিটায়ার করেন ও পেনশন পান।

বেসরকারি ক্ষেত্র ও সমাজের অন্যান্য কাজে যুক্ত কর্মীরাও যাতে সেই নিরাপত্তা পেতে পারেন তার জন্য অবশ্যই ‘অটল পেনশন যোজনায়’ নাম নথিভুক্ত করতে হবে। শুধুমাত্র আর্থিক নিরাপত্তা নয়, ১৫ লক্ষ টাকার কর ছাড় পাবেন এই প্রকল্পে।

‘অটল পেনশন যোজনা’ কিভাবে কাজ করে?

কেন্দ্রীয় সরকারের ‘অটল পেনশন যোজনা’ স্কিম আপনার বিনিয়োগের পরিমাণের উপর ভিত্তি করে নির্ধারণ করে আপনার পেনশন। উদাহরণ স্বরূপ বলা যায়, আপনি যদি ১৮ বছর বয়স থেকে প্রতি মাসে বিনিয়োগ করতে শুরু করেন ৪২ টাকা করে তাহলে আপনার ৬০ বছর বয়স হলে আপনি এক হাজার টাকার পেনশন পাবেন।

একই রকম ভাবে, ৮৪ টাকা বিনিয়োগ করলে ২০০০ টাকা, ১২৬ টাকা বিনিয়োগ করে ৩০০০ টাকা, ১৬৮ টাকা বিনিয়োগ করে ৪০০০ টাকা ও ২১০ টাকা জমিয়ে প্রতিমাসে ৫০০০ টাকার পেনশন আপনি নিশ্চিত করতে পারেন।

‘অটল পেনশন যোজনা’ প্রকল্পে আবেদন

কেন্দ্রীয় সরকারের ‘অটল পেনশন যোজনা (APY)’ এই প্রকল্পের আবেদন জানাতে হলে‌ আপনাকে নিকটবর্তী ব্যাংক অথবা পোস্ট অফিসে ভিজিট করতে হবে। সেখানে গিয়ে আবেদন পত্র ফিল আপ করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টগুলি জমা দেবেন।

নির্দেশ মতো নিজের অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। তাহলেই আপনার আবেদন জমা পড়ে যাবে। তারপর থেকে আপনি মাসে মাসে টাকা জমাতে থাকুন। একটা নির্দিষ্ট সময়ের পর ৫০০০ টাকার আর্থিক সাহায্য সরাসরি চলে আসবে আপনার ব্যাংক একাউন্টে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button