Lakshmir Bhandar – জুলাই মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? টাকা ঢুকছে কীভাবে বুঝবেন দেখে নিন আজকের প্রতিবেদনে।

জুলাই মাসে কবে পাবেন Lakshmir Bhandar এর টাকা? এই নিয়ে অনেকেই বেশ চিন্তিত। বাড়ি বাড়ির মহিলারা প্রত্যেক মাসে এই আশায় বসে থাকেন যে কবে তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে। অ্যাকাউন্টে টাকা ঢুকলেই কতই না আনন্দিত হয় তারা। বিশেষ করে গ্রামের দিকে মহিলারা যারা আছেন, যারা বাড়ির বাইরে বেরিয়ে নিজেদের হাতখরচা জোগাড় করতে পারছেন না। এমন মহিলাদের আছে লক্ষ্মীর ভান্ডার একটি স্বপ্নের প্রকল্পের মতো।

Lakshmir Bhandar Payment Check Online

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি?

রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ফ্লাগশিপ প্রকল্পটি ২০২১ সালে চালু করেন। যেখানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পরা মহিলাদের সাবলম্বি করে তোলার জন্য অর্থ প্রদান করা হয়। লক্ষ্মীর ভান্ডার কাদের দেওয়া হয়? ২৫ থেকে ৬০ বছরের বয়সের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান। এবং লক্ষ্মীর ভান্ডার প্রাপ্ত যেসব মহিলারা ৬০ বছর বয়স অতিক্রম করেছেন তাদেরকে সরাসরি বয়স্ক ভাতার আয়তায় নিয়ে নেওয়া হয়।

লক্ষ্মীর ভান্ডারে কত টাকা করে পাওয়া যায়? রাজ্যের মুখ্যমন্ত্রী ২০২৪ লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদান বাবদ তপশিলি জাতিদের ১২০০ টাকা করে এবং বাকিদের ১০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছিলেন। এবং সেই অনুযায়ীই বর্তমানে অ্যাকাউন্টগুলিতে টাকা ঢুকছে।

বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা স্ট্যাটাস চেক করুন মোবাইল থেকে। নতুনদের বার্ধক্য ভাতার টাকা কবে পাবেন?

এখন প্রশ্ন হচ্ছে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে? দীর্ঘ ২ বছর ধরে লক্ষ্য করলে দেখা যাবে প্রত্যেক মাসে ১০ তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডারের টাকা সব অ্যাকাউন্টগুলিতে ঢুকে যায়। গত মাসেও ১০ তারিখের মধ্যেই এই টাকা ঢুকেছে। সুতরাং খুব সম্ভবত আশা করা যাচ্ছে জুলাই মাসেও এই টাকা ১০ তারিখের মধ্যেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে।

লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেক অনলাইন

১) লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের প্রথমের যেতে হবে এর অনলাইন ওয়েবসাইটে
২) এরপরে আপনাদের স্ক্রোল ডাউন করতে করতে “Track Application Status'” এ যেতে হবে।
৩) এবার নতুন যে পেজটি আসবে সেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়া আপনারা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বারও ইনপুট করতে পারেন।
৪) পরর্বতী স্টেপে আপনাকে ক্যাপচা কোড লিখতে হবে এবং সার্চ করতে হবে।

৫) এবার আবেদনকারীর নাম সহ তার স্ট্যাটাস এবং অ্যাপ্লিকেশন আইডি স্ক্রিনে শো করবে।
৬) যদি payment successful দেখায় তাহলে বুঝতে হবে আপনার টাকা অ্যাকাউন্টে জমা পরে গেছে। এবং যদি দেখায় payment under process তাহলে বুঝতে হবে পেমেন্ট প্রসেসিং হচ্ছে কিছুদিনের মধ্যেই টা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button