Teacher Salary – শিক্ষকদের বেতন বৈষম্য নিয়ে বড় সিদ্ধান্ত। পার্থক্য 23000 টাকা।
এবার দুর হবে শিক্ষকদের বেতন বৈষম্য (Teacher Salary). সরকারি কলেজগুলিতে শিক্ষকদের বেতন কাঠামো স্তরে স্তরে সাজানো রয়েছে। এমনকি প্রত্যেক বছর কত টাকা করে বাড়বে তারও একটি নির্দিষ্ট চার্ট করা রয়েছে। তবে সমস্যা বেসরকারি কলেজগুলিতে। সেখানে যে পরিমাণ টাকা দেওয়ার অঙ্গীকার কলেজগুলি করে তাতে পরে গিয়ে দেখা যায় সেই অনুযায়ী তারা শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রদান করছেন না। তাই এই বিষয়ে শিক্ষকদের বেতন ও শিক্ষক সংখ্যা নিয়ে একটি মুচলেকা নেওয়া হলো।
Receiving Pay Discrimination from Colleges for Teacher Salary
বেতন বৈষম্য রোধে বি আর আম্বেদকর ইউনিভার্সিটি মুচলেকা নিচ্ছে। বেশির ভাগ কলেজেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই। দেখা যাচ্ছে এক বিষয়ের শিক্ষক অন্য বিষয়েও পড়াচ্ছেন শুধু মাত্র ওই বিষয়ের শিক্ষক শিক্ষিকা না থাকার দরুন। অনেক সময় আবার দেখা যাচ্ছে শিক্ষকদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে (Teacher Salary). প্রসঙ্গত এখানে উল্লেখ্য রাজ্যের ২৪৬ বেসরকারি কলেজে গত ছয় মাসে ৯৬০ জন শিক্ষক নিয়োগ হয়েছে।
এর থেকেই বোঝাই যাচ্ছে শিক্ষকের কতটা ঘাটতি ছিল এইসব কলেজগুলিতে। নিয়োগ করা সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরই ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হয়েছে। এই প্রসঙ্গে বি এড কলেজের ভারপ্রাপ্ত উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানায় ” কলেজগুলিতে হঠাৎ করে হাজারখানেক শিক্ষক নিয়োগই প্রমাণ করছে, কলেজগুলি এতদিন কিভাবে চলতো! সেখানে এতদিন পর্যাপ্ত শিক্ষক ছিলেন না”।
2024 এ কলেজে ভর্তি হওয়ার আরও সহজ হয়ে উঠেছে! কবে থেকে ভর্তি শুরু? কীভাবে ফর্ম ফিলাপ করবেন জানুন
এ বছর জানুয়ারি থেকে জুন মাস এই ছয়টি মাসের মধ্যে মোট ৯৬০ জন শিক্ষক নিয়োগ হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় অনুমোদিত ৬২৪ টি কলেজের মধ্যে ৬০১ টি কলেজই বেসরকারি। বহু কলেজেই শিক্ষকদের মাসিক ৫৩ হাজার টাকা বেতন দেওয়ার প্রতিশ্রুতি করে ২১,৬০০ টাকা করে বেতন দিয়েছে কলেজ (Teacher Salary). গত বছরে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা দপ্তরেও অভিযোগ জানান একাধিক শিক্ষক শিক্ষিকা। সেই বিষয় সামলাতে একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়।
তার পরই এই মুচলেকা আদায়ের সিদ্ধান্ত। তারা এও বলেন এর পর থেকে শিক্ষক শিক্ষিকারা তাদের প্রাপ্য বেতন পাবেন এবং টা সঠিক সময়েই পাবেন। প্রাপ্য বেতন না পাওয়া এবং সময়ে না পাওয়া নিয়ে তাদের আর কোনো অভিযোগ থাকবেনা। তবে এ মন্তব্য সমস্ত শিক্ষক শিক্ষিকা এখন ইতিবাচক মনোভাবে পৌঁছাতে পারেননি ((Teacher Salary). তাদের মনে এখনোও সংশয়ের রেশ বর্তমান। বেতন ন্যায্য হারে সঠিক সময় ঢুকলে অবশ্যই তাদের এই নেতিবাচক মনোভাব দূর হবে বলে আশা করা যাচ্ছে।
চাকরি, দৈনন্দিন খবর, আবহাওয়া সম্পর্কিত খবর, এছাড়া টেলিকম নিউজ সহ গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিকস জানতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। যেকোনো ধরনের গুরুত্বপূর্ণ এবং অথেনটিক খবর আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জন সাধারণের কাছে তুলে ধরি। এই ধরনের খবর সর্বপ্রথম পেতে অবশ্যই ফলো করুন আমাদের এই ওয়েবসাইট।
Written by Sathi Roy.