Aadhaar Update – আধার কার্ড আপডেট কাদের করতে হবে? জেনে নিন আধার কার্ড আপডেটের লাস্ট ডেট।
সরকারের তরফ থেকে আবারো বাড়ানো হলো Aadhaar Update এর সময়সীমা। আধার কার্ড হলো ভারতবাসীর কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নথি। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, অফিসিয়াল কাজ থেকে শুরু করে মৃতকাল পর্যন্ত আধার কার্ড মানুষের কাজে লাগে। সুতরাং বলাই বাহুল্য যে ১২ সংখ্যার এই কার্ডটি মানুষের দৈনন্দিন জীবনে কতটা প্রয়োজনীয়। এর দ্বারা যেকোনো ভারত বাসীকে খুব সহজেই শনাক্ত করা যায়। সুতরাং গুরুত্বপূর্ণ এই কাগজি নথিটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তখন সমস্যায় পড়তে হয় আম জনতাকে।
Last Date to Aadhaar Update for Free Extended
আধার কার্ড আপডেট কাদের করতে হবে? নামের বানান ভুল, অথবা জন্ম তারিখ, বা স্থায়ী ঠিকানা ভুল এই ভুল সাধারণত আমাদের চোখে পরেই থাকে। এই ধরনের ব্যাক্তিদের ক্ষেত্রে এবং ১০ বছর পুরনো যেকোনো আধার কার্ডের ক্ষেত্রে আপডেট করা বাধ্যতামূলক। পুরো প্রক্রিয়াই বেসিক কিছু স্টেপ ফলো করে নূন্যতম টাকার বিনিময়ে সম্পন্ন হয়ে করা হয়। তবে ভারত সরকারের তরফ থেকে অনেকটা সময় ধরে একটি নির্দিষ্ট কালের জন্য এই ধরনের কাজ গুলো বিনামূল্যেই করে দেওয়া হয়।
ধার্য করা সময় অতিক্রম হয়ে গেলে তখনই টাকা দিয়ে এই ভুল সংশোধন করতে হয় এবং Aadhaar Update করতে হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ধার্য করা সময়সীমাকেই আরো বাড়ানো হলো। অনলাইনে বিনামূল্যেই আপনারা আধার কার্ডের খুঁটিনাটি আপডেট করে নিতে পারবেন নির্ধারিত সময়ে। চলতি বছর ২০২৩ অ্যাসেসমেন্ট ইয়ারের ১৪ মার্চ অব্দি আধার আপডেটেিয়এই সময়সীমা রাখা হয়েছিল।
ফ্রীতে পাবেন আটা চাক্কি, প্রধানমন্ত্রীর নতুন স্কিমে আটা ভাঙাতে হবেনা বিদ্যুৎ খরচ।
সেই সময়কেই ২০২৪ অ্যাসেসমেন্ট ইয়ারে ১৪ সেপ্টেম্বর অব্দি দীর্ঘকালীন সময়ের জন্য বাড়ানো হলো। অর্থাৎ আধার আপডেট লাস্ট ডেট করা হলো ২০২৪, ১৪ সেপ্টেম্বর অব্দি। এই সময়কেও যদি কোনো ব্যাক্তি অতিক্রম করে ফেলেন তবে তাকে টাকা দিয়ে এই ভুল তাকে সংশোধন করতে হবে। আধার কার্ড আপডেট করতে কত টাকা লাগে?
Aadhaar Update করতে মাত্র ৫০ টাকা প্রয়োজন। এছাড়া আরও একটি প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। সেটি হল আধার কার্ড আপডেট করতে কত সময় লাগে? তবে তার উত্তর হবে ৯০ শতাংশ মানুষদেরই আধার কার্ড আপডেট করতে সাধারনত ৩০ দিন সময় লাগে।
আপডেট আধার কার্ড অনলাইন
১) প্রথমেই Aadhaar Update এর সরকারি ওয়েবসাইট UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর My Adhaar অপশনে গিয়ে Update Your Adhaar এ ক্লিক করুন।
৩) পরবর্তী স্টেপে আপনি Adhaar Update এর অধীনে Dokuments Update দেখতে পাবেন।
৪) এরপর ক্যাপচা কোড, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ওটিপি সমস্ত স্টেপ বাই স্টেপ ফিল করে প্রসেস কমপ্লিট করুন।
৫) পরবর্তী পর্যায়ে যেটি আপডেট করতে চান সেটি নতুন তথ্য নিয়ে সঠিকভাবে ফিল আপ করুন।
৬) শেষ ধাপে ডকুমেন্টস আপলোড করে, পুনরায় একবার ফর্ম রিচেক করেন সাবমিট করে দিন।
এছাড়া উক্ত ওয়েবসাইটিতে গিয়েই আপনারা আধার কার্ড মোবাইল নম্বর চেক, মোবাইল নম্বর দিয়ে আধার কার্ড লিঙ্ক, আপনার আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন এই ধরনের আধার কার্ড রিলেটেড কাজগুলি খুব সহজেই করে ফেলতে পারবেন।
Written by Sathi Roy.