Tata Company Recruitment – HS পাশে টাটা কোম্পানিতে ডাইরেক্ট চাকরির সুযোগ। বেতন 30 হাজার টাকা।
বর্তমানে একটা ভালো চাকরির জন্য সবাই অপেক্ষা করছেন (Tata Company Recruitmen) তাই আজকের এই প্রতিবেদন পড়ে অনেক চাকরি প্রার্থীর কাছে স্বপ্নের সিঁড়ি হাতে পাওয়ার মতন মনে হতে পারে। টাটা কোম্পানি যার সুনাম দেশে ছড়িয়ে রয়েছে সেই কোম্পানিতে বিপুল সংখ্যক প্রার্থী নিয়োগ করা হবে এমনটাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবচেয়ে বড় কথা আপনাকে কোনো পরীক্ষা ছাড়াই এই কোম্পানিতে চাকরির সুযোগ পাচ্ছেন।
How to Apply Tata Company Recruitment 2024
আপনিও কি Tata Company Recruitment বা টাটা কোম্পানিতে চাকরি সুযোগ খুঁজছিলেন তাহলে এই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন। এই প্রতিবেদনের মাধ্যমে জানাবো পদের সংখ্যা, পদের নাম, বয়স সীমা, বেতন স্কেল, নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সমূহ।
- ভ্যাকেন্সি ডিটেলস
- শিক্ষাগত যোগ্যতা
- বয়স সীমা
- মাসিক বেতন
- আবেদন মূল্য
- নিয়োগ পদ্ধতি
ভ্যাকেন্সি ডিটেলস
উপরিউক্ত যে চাকরির কথা বলা হয়েছে তার নিয়োগ সংস্থা হল টাটা গোষ্ঠী (Tata Company Recruitment). এবং একাধিক শূন্যপদ রয়েছে। অর্থাৎ এখানে যোগ্যতা অনুযায়ী একাধিক চাকরির সুযোগ রয়েছে। যেমন –
- Clerk Cum Telephone Operator
- Technician
- Pharmacist
- Technician – various Department
- Assistant Medical Social Worker
- LadyCare Taker
- Scientific Assistant
শিক্ষাগত যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতউক্ত পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীকে উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করতে হবে। কোনরকম পূর্ব অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে এই পদগুলোর জন্য (Tata Company Recruitment).
বয়স সীমা
আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়া সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীর জন্য বয়সে কিছুটা ছাড় পেয়ে যাবেন (Tata Company Recruitment).
রাজ্যের HS পাশে 23টি জেলায় মোট 13হাজার শূন্যপদে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ শুরু
মাসিক বেতন
বিভিন্ন পদের কর্মীদের জন্য বিভিন্ন পরিমাণে মাসিক বেতন দেওয়া হবে। মাসিক বেতন শুরু হবে সর্বনিম্ন ১৯,০৮৪ টাকা থেকে এবং সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত বেতন পাওয়া যাবে (Tata Company Recruitment).
আবেদন মূল্য
উক্ত পদগুলোতে আবেদনের জন্য সংরক্ষিত ও অসংরক্ষিত কোন শ্রেণীর আবেদনকারীকে আবেদন মূল্য দিতে হবে না (Tata Company Recruitment).
পশ্চিমবঙ্গের জেলায় জেলায় শিক্ষক নিয়োগ। শূন্যপদ, যোগ্যতা ও কিভাবে আবেদন করবেন?
নিয়োগ পদ্ধতি
উক্ত পদগুলিতে নিয়োগের জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না আবেদনকারীকে। শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। আরো বিস্তৃত জানতে টাটা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন এবং প্রয়োজনের ডাউনলোড করে নিয়ে বিজ্ঞপ্তি ভালো করে পড়ে আবেদন করুন। এমন আরো অন্যান্য চাকরির পরীক্ষার আপডেট ফলো করে আমাদের পাশে থাকুন।