বন্ধ হয়ে যাচ্ছে Jio 5g পরিষেবা। বর্তমানে কত টাকা মোবাইল রিচার্জ করতে হবে?

ফাইভ জি বা Jio 5g পরিষেবা এখন সারা দেশে প্রায় প্রত্যেকটি মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। রিলায়েন্স জিও কোম্পানি প্রত্যেক বারের মতো এবারও Jio True 5g পরিষেবা চালু করে তার গ্রাহকদের তাতে অভ্যস্ত করে তুলেছে। জিও ভারতের বৃহত্তম এবং বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর। ২০২২ সালের শেষের দিক থেকে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এই চারটি বড় শহরে Jio True 5g পরিষেবা চালু হয়েছিল।

Reliance Jio 5g Plan Launch

বাকি ছোট ছোট সমস্ত শহরগুলিতে তখনও পর্যন্ত Jio True 5g পরিষেবা চালু হয়নি। ২০২৩ এর মার্চ মাসের মধ্যে প্রায় ৩০০ র ও বেশি শহরে এর পরিষেবা দেয় রিলায়েন্স জিও কোম্পানি। ২০২৪ সালের মার্চ মাস অব্দি এই পরিষেবা সমগ্র দেশেই ছড়িয়ে পড়ে। ৪ জি নেটওয়ার্ক এর মত ফাইভ-জি ইন্টারনেটের পরিষেবার জন্য জায়গায় জায়গায় এর টাওয়ার বসে।

ইতিমধ্যে বলতে গেলে সারা দেশের ফাইভ-জি গ্রাহকই খুব ভালো ভাবে Jio 5g পরিষেবা পাচ্ছেন। তবে এতোদিন জিও রিলায়েন্সের তরফ থেকে তার গ্রাহকদের ফ্রীতে ফাইভ জি পরিষেবা দেওয়া হচ্ছিল। কিন্তু এবার থেকে সেই দিন শেষ। আর ফ্রী তে পাওয়া যাবেনা ইন্টারনেট। এই মুহূর্তে ৪ জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য বিভিন্ন মূল্যের প্রিপেইড এবং পোস্ট পেইড রিচার্জ প্ল্যান রয়েছে। কিন্তু ৫ জি তে কোনো প্ল্যান চালু হয়নি।

২০২৪ লোকসভা ভোটের ফল প্রকাশ করার পরই ফাইভ জি পরিষেবার নতুন প্ল্যান আনতে চলেছে। মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি এমনটাই সূত্রের খবর। তবে এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। কোম্পানিগুলির দেওয়া তথ্য অনুযায়ী ৪ জি তে পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের যে পরিমাণ টাকা খরচ করতে হতো ৫ জি তে তার থেকে অনেকাংশেই কম টাকা দিতে হবে বলে জানা যাচ্ছে।

Jio গ্রাহকেরা অর্ধেক দামে পাবেন 84 দিনের ভ্যালিডিটি ও 600 টাকার ক্যাশব্যাক।

ফাইভ জি রিচার্জ প্ল্যানের দাম টেলিকম সেক্টরগুলি এখনো প্রকাশ্যে না আনলেও তারা জানান ৪ জি পরিষেবার রিচার্জ প্ল্যান গুলির থেকে এই রিচার্জ প্ল্যানের দাম কম হবে। ইন্ডিয়ান রেটিংস অ্যান্ড রিসার্চ ফার্মের তরফ থেকেও এমনি দাবি করা হয়েছে। জানা যাচ্ছে বর্তমানে ৪ জি ১ জিবি ডেটার জন্য খরচ হয় ৫ টাকা। সেখানে ৫ জি ১ জিবি ডেটার জন্য খরচ হবে ২ টাকা থেকে ৩ টাকা।

৪ জির থেকে Jio True 5g এর ব্যয় মূল্য অনেক কম। দেশে এখন বেশির ভাগ মানুষই ফাইভ জি ফোন ব্যবহার করেন এবং দেশে 5G এর টাওয়ারও জায়গায় জায়গায় বসে গেছে। সেক্ষেত্রে যারা এখনো ফাইভ জি সিম এক্টিভেট করেননি তারা শীঘ্রই নিজেদের সিম ফাইভ জি তে কনভার্ট করুন। এবং সাথে যাদের ৫ জি এন্ড্রোয়েড সেট নেই বা যারা ব্যবহার করেন না তারাও ৫ জি সেট কিনে ফেলতে পারেন।

স্বল্প মূল্যের বিনিময়েই বাজারে এখন একাধিক ৫ জি স্মার্ট ফোন লঞ্চ হয়েছে। টেলিকম জগতের এমন আরো গুরুত্বপুর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। টেলিকম ছাড়াও চাকরি, প্রকল্প আরো বিভিন্ন ধরনের খবর আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পাবেন। এবং আজকের এই খবরটি আপনাদের কতটা সুবিধা করলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান।
Written by Sathi Roy.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button