Employee Benefits – কেন্দ্রীয় সরকারের একের পর এক DA, অন্যান্য ভাতা ও গ্র্যাচুয়িটি এর পরিমাণ বৃদ্ধি রাজ্য সরকারের কর্মীদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে

এই মুহূর্তে লোকসভা ভোট চলছে, লোকসভা ভোট শুরু হওয়ার আগেই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Employee Benefits) জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। যেটা কার্যকর করা হয়েছে 1 জানুয়ারি 2024 থেকে।

Central Employee Benefits for Gratuity & DA Limit Hike

এই ৫০ শতাংশ ডিএ হওয়ার পরে কেন্দ্র সরকারি কর্মীদের খুশির শেষ নেই। কারণ এই ৫০ শতাংশ ডিএ জন্য তারা অনেক দিন ধরেই অপেক্ষা করছিলেন। শুধু এই ডিএ বাড়ানোতেই কেন্দ্রীয় সরকার ক্ষান্ত থাকেন নি। এরপরেও আরো বিশেষ ছয়টি ভাতা বৃদ্ধি করেছেন নির্বাচন চলাকালীন (Employee Benefits).

২ এপ্রিল আরোও কিছু ভাতা বৃদ্ধির বা Salary Hike ঘোষনা করা হলো। যেমন – চিলড্রেন্স এডুকেশন অ্যালাওয়েন্স, চাইল্ড কেয়ার স্পেশাল অ্যালাওয়েন্স (বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য), রিস্ক অ্যালাওয়েন্স, নাইট ডিউটি অ্যালাওয়েন্স, ওভারটাইম অ্যালাওয়েন্স, সংসদীয় অ্যাসিস্টেন্টদের জন্য বিশেষ ভাতা (Employee Benefits).

এরইমধ্যে আবার ৩০ শে মে গ্র্যাচুয়িটি এর পরিমাণ বাড়ানো হয়। 30 মে কেন্দ্রীয় সরকার 7 তম বেতন কমিশন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস (পেনশন) নিয়ম, 2021-এর সুপারিশ অনুসারে অবসরকালীন গ্র্যাচুইটি এবং ডেথ গ্র্যাচুইটি 25 শতাংশ বৃদ্ধি করা হয়েছে৷ এখন কেন্দ্রীয় কর্মচারীরা 25 লক্ষ টাকা গ্র্যাচুইটি পান। যেটা এতদিন 20 লক্ষ টাকা ছিল (Employee Benefits).

গ্রাচুয়িটি কী?

নিয়মানুযায়ী একজন কর্মচারী যদি অন্তত ৫ বছর একটানা কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটি পাওয়ার অধিকারী। পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে, এই পরিমাণ গ্র্যাচুইটি শুধুমাত্র কর্মচারীর চাকরির থেকে অবসর, মৃত্যু বা পদত্যাগের সময় পাওয়া যায় (Employee Benefits).

মধ্যশিক্ষা পর্ষদকে বড়সড়ো নির্দেশ দিলো হাইকোর্ট! হটাৎ এই নির্দেশে কেন ঘুম উড়ল শিক্ষকদের

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একের পর এক DA, ভাতা গ্র্যাচুয়িটি এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে স্বভাবতই ব্যাংক ব্যালেন্স ও পকেট দুটোই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিন্তু অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের পকেটের অবস্থা খুবই খারাপ। এমনিতেই রাজ্যের সরকারী কর্মীদের DA, কেন্দ্রীয় কর্মীদের তুলনায় প্রায় ৩৬ শতাংশ কম।

IMG 20240601 WA0005

তার উপর এখনও পর্যন্ত রাজ্যের সরকারি কর্মীদের গ্র্যাচুয়িটি লিমিট বৃদ্ধির কোনও আশা নেই। রাজ্য সরকারি কর্মীরা এই নিয়ে বহুবার আন্দোলন করেছেন এবং ডিএ নিয়ে এখনো মামলা চলছে সুপ্রিম কোর্টে। কিন্তু রাজ্য সরকারের কোন পদক্ষেপ নেননি রাজ্য সরকারের কর্মীদের DA বা অন্যান্য ভাতা বৃদ্ধি নিয়ে।

সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি ও পদোন্নতি নিয়ে কর্মীদের বিপক্ষে রায় দিলো সুপ্রিম কোর্ট।

এই আবহে কেন্দ্রীয় সরকারি কর্মীদের একের পর এক ভাতা বৃদ্ধিতে রাজ্য সরকারি কর্মীদের অসন্তোষের প্রধান কারণ। এখন রাজ্য সরকারি কর্মীরা অপেক্ষা করছেন নির্বাচন শেষ হলে আদৌ কি রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের জন্য DA বৃদ্ধি করবেন! সেই আশাতেই রয়েছেন রাজ্য সরকারি (Employee Benefits).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button