College Admission – 2024 এ কলেজে ভর্তি হওয়ার আরও সহজ হয়ে উঠেছে! কবে থেকে ভর্তি শুরু? কীভাবে ফর্ম ফিলাপ করবেন জানুন

উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে বেশ কয়েকদিন হল (College Admission) উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্কুল জীবনের সর্বশেষ বড় পরীক্ষা আর এরপরেই ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি হয়। কোন কোন ছাত্রছাত্রী জেনারেল লাইনে পড়াশোনা করার জন্য সাধারণ কলেজে ভর্তি হয় এবং কোন কোন ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, নার্সিং এছাড়া অন্যান্য কোর্সে ভর্তি হওয়ার জন্য সেই সমস্ত কলেজে ভর্তি হয়।

WB Centralized College Admission Process Start

তবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট (HS Result) প্রকাশিত হওয়ার পরেই সমস্ত ছাত্রছাত্রীর মনের চিন্তা এসে যায় কোন College Admission তথা কলেজে এডমিশন ফ্রম দিচ্ছে, কোন কলেজ ভালো হবে পড়াশোনার দিক দিয়ে, কোন কলেজে কবে থেকে ভর্তি নেওয়া হবে এ সমস্ত প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে থাকে।

আবার অনেকের মনে প্রশ্ন জাগছে এই বছর কি সেন্ট্রালাইজ এডমিশন শুরু হতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর দিতেই আজকের এই প্রতিবেদন। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট (HS Result) বেরোনোর পরও এখনো পর্যন্ত সেই ভাবে কলকাতা, বর্ধমান বা কল্যাণী বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্ত কলেজগুলিতে ভর্তি সংক্রান্ত কোনো নোটিশ বের হয়নি। অথচ গত বছর পুরো জুলাই মাস জুড়ে ভর্তি প্রক্রিয়া চলেছিল। ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছিল আগস্ট মাসে গিয়ে।

তবে গত বছর থেকে অফলাইনে ভর্তির বা College Admission এর ফ্রম দেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ছাত্র-ছাত্রীদের অনলাইনে ফ্রম ফিলাপ করতে হয়েছিল। তবে আগেকার মতন কলেজে গিয়ে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কলেজে ভর্তির এডমিশন ফ্রম নিতে হতো এবং সেই ফ্রম ফিলাপ করে আবার সেই লম্বা লাইনে দাঁড়িয়ে জমা দিতে হতো।

এটি অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ঝক্কির ব্যাপার ছিল। তাই গত বছর থেকে অনলাইনের মাধ্যমে ফ্রম ফিলাপ, এডমিশনের ফিস জমা দেওয়া সমস্ত কিছুই করা হয়েছিল। এরফলে ছাত্রছাত্রীরা বাড়িতে বসেই কলেজ পছন্দ করে সেই কলেজের ফ্রম ফিলাপ করতে পেরেছিল এবং ফিস জমা দিতে পেরেছিল বারবার করে কলেজে যেতে হয়নি।

তবে এবছর এখনো কলেজ থেকে College Admission তথা কলেজে এডমিশন এর কোনরকম নোটিশ জারি করা হয়নি বলে অনেক শিক্ষক মহলের মনে হচ্ছে এই বছর থেকে সেন্টালাইজ এডমিশন শুরু হতে চলেছে। এখন প্রশ্ন হচ্ছে এই সেন্ট্রালাইজ এডমিশন কি?

সেন্ট্রালাইজ এডমিশন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেই করতে হয়। অর্থাৎ বাড়িতে বসেই সম্পূর্ণ প্রক্রিয়াটি করা যাবে। এটি একটি সরকার প্রদত্ত এডমিশন পোর্টাল। এই পোর্টালে অনেকগুলো কলেজের নাম দেওয়া থাকে। ছাত্রছাত্রী তাদের পছন্দসই কলেজ চয়েস করতে পারবে। তারপরে ভর্তি হতে পারবে অর্থাৎ ভর্তির জন্য এডমিশন ফ্রম ফিলাপ করতে পারবে তবে এই কাজটি করতে কতগুলো ধাপ পেরোতে হবে।

এখন অন্যায় করলেই শাস্তি পাবে পড়ুয়ারা! কড়া ভাষায় বকুনি দিতে পারবেন শিক্ষকরা। এমনই রায় দিলো হাইকোর্ট

  • প্রথমে তাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • তারপর নিজের একটি প্রোফাইল তৈরি করতে লাগবে।
  • প্রোফাইল তৈরি করতে গেলে প্রথমে নিজের পরিচিতি, নিজের ঠিকানা,নিজের অভিভাবকের পরিচিতি, নিজের যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক উচ্চমাধ্যমিকের নাম্বার ,রোল, রেজিস্ট্রেশন, উত্তীর্ণ হওয়ার বছর সমস্ত কিছু উল্লেখ করতে হবে।
  • তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
  • সর্বশেষে নিজের ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এইভাবে একটি প্রোফাইল তৈরি করতে হবে।

প্রোফাইল তৈরি কাজ সম্পন্ন হয়ে গেল। এবার শুরু হবে College Admission তথা কলেজে এডমিশন নেওয়ার আসল কাজটি। এই কাজটিও করতে হবে কয়েকটি ধাপের মাধ্যমে। সেগুলি হল

Scholarship বা স্কলারশিপ
  • প্রথমেই একটি পোর্টালে অনেকগুলো কলেজের নাম দেওয়া থাকবে তার মধ্য থেকে আপনার পছন্দসই একটি কলেজ নির্বাচন করতে হবে। তবে তার আগে ওই কলেজটি যে বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে সেটিকেও নির্বাচন করতে হবে।
  • এইভাবে একই পোর্টাল থেকে একাধিক ভিন্ন ভিন্ন কলেজ ও একাধিক ভিন্ন ভিন্ন বিষয় নির্বাচন করতে পারবে ছাত্রছাত্রীরা।
  • বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ নির্বাচন করা হয়ে গেল এরপরে কোন সাবজেক্ট নেওয়া হবে সেই সাবজেক্ট নির্বাচন করতে হবে।
  • গত বছর আলাদা আলাদা কলেজের জন্য আলাদা আলাদা ফ্রম ফিলাপ করতে হয়েছিল। যেটা ছিল অনেকটাই জটিল কিন্তু এই বছর ব্যাপারটি অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে।
  • সেন্ট্রালাইজ এডমিশনের মূল বৈশিষ্ট্য হল একটি পোর্টাল থেকেই বিভিন্ন কলেজের জন্য ফ্রম ফিলাপ করতে পারার সুবিধা। অর্থাৎ একই ছাতার তলায় সমস্ত রকম পছন্দের জিনিস একত্রে পেয়ে যাওয়া।
  • সেই সাথে এর ফ্রম ফিলাপ করতে কোনরকম ফিস দিতে হবে না সেটাই শোনা যাচ্ছে।

৩০০০০ টাকা পাবে পড়ুয়ারা। এই স্কলারশিপে অনলাইনে আবেদন শুরু

কবে থেকে এই ফ্রম ফিলাপ শুরু হবে?

যেহেতু এখন লোকসভা নির্বাচন চলছে তাই আপাতত College Admission তথা কলেজে এডমিশন প্রক্রিয়া স্থগিদ রাখা হয়েছে। আর কিছুদিনের মধ্যে লোকসভা নির্বাচন মিটে গেলে এবং লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়ে যাওয়ার পরেই কলেজের সেন্ট্রালাইজ এডমিশন প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ জুনের মাঝামাঝি সময়েই সেন্ট্রালাইজ এডমিশন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে।

আপনারা যারা এই বছর College Admission তথা কলেজে এডমিশন হবেন তাদের কাছে এই সেন্ট্রালাইজ এডমিশন খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার তাই উপরে দেওয়া উক্ত পদ্ধতিতে যেভাবে বলা হয়েছে সেভাবেই নিজের প্রোফাইল তৈরি করে কলেজ নির্বাচন করে এডমিশন প্রক্রিয়া খুব সহজে সম্পন্ন করুন। এমন এমন গুরুত্বপূর্ণ আরো খবরের আপডেট পেতে নিয়মিত এই পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button