SBI Scheme – 1000 হাজার বিনিয়োগ করলে 1820 টাকার লাভজনক রিটার্ন পান স্টেট ব্যাংকের এই বিশেষ অফারে
SBI বা ভারতীয় স্টেট ব্যাংক হলো দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক। দেশের বেশিরভাগ মানুষ এই ব্যাংকের (SBI Scheme) গ্রাহক। এস বি আই নিত্যনতুন স্কিম নিয়ে এসে সাধারণ গ্রাহকদের চমকে দেয়। এবারও একটি নতুন স্কিম নিয়ে এলো এস বি আই। আপনি অল্প পরিমাণ টাকা জমিয়ে রিটার্ন পেতে পারেন অনেকটাই। এমন একটি স্কিম নিয়ে আজকের আলোচ্য বিষয়।
SBI Scheme Invest 1000 RS and Get 1820 RS Return
আপনি যদি ১০০০ টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ শেষে রিটার্ন পাবেন দ্বিগুণ অংকের টাকা অর্থাৎ ১৮২০ টাকা। আপনি যদি ১০০০ এর বেশি বিনিয়োগ করেন তাহলে বেশি রিটার্ন পাবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন স্কিম এনে সাধারণ গ্রাহকদের সুযোগ করে দেন যেমন কিছুদিন আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Scheme).
কিছুদিন আগেও এস বি আই এটিএম মেশিন ফ্রাঞ্চাইজি নিয়ে একটি ব্যবসা শুরু করার কথা অফার করেছিলেন গ্রাহকদের। এবার এই ব্যাংক কর্তৃক নতুন এক স্কিম লঞ্চ করা হয়েছে যার মাধ্যমে আপনার জমা করা টাকা নিমেষেই প্রায় দ্বিগুণ হবে। এই স্কিম রেকারিং ডিপোজিট স্কিম নামে পরিচিত (SBI Scheme).
এই কার্ড থাকলে প্রত্যেক মহিলারা প্রতিমাসে 2.5 লাখ টাকা ইনকাম করতে পারবে। সাথে আরও সুযোগ সুবিধা মিলবে
আবেদন যোগ্যতা
- এই স্কিমে ভারতের যেকোনো বাসিন্দার নাম নথিভুক্ত করতে পারেন (SBI Scheme).
- ১৮ বছরের নিচে হলেও এই ব্যাংকে একাউন্ট করা সম্ভব এই স্কিমের জন্য।
স্কিমের সুবিধা
- এই স্কিমে টাকা জমা করলে ৭.৫ শতাংশ হারের সুদ দেওয়া হয়ে থাকে যেটা অনেকটাই বেশি তাই আপনার রিটার্নের পরিমাণও বেশি হবে
এছাড়া আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তাহলে এই সুদের হার আরও বাড়তে পারে। - এই SBI Scheme এ আপনি ন্যূনতম ১০০ টাকা থেকেও বিনিয়োগ শুরু করতে পারেন এবং সর্বোচ্চ বিনিয়োগের কোন সীমা উল্লেখ করা নেই।
স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান
- মেয়াদকাল রয়েছে এক বছর থেকে সর্বাধিক দল চলছেসর্বনিম্ন ১ বছর থেকে সর্বাধিক ১০ বছর পর্যন্ত এই ডিপোজিট করা সম্ভব।
- এক্ষেত্রে মাসে ১০০০ হাজার টাকা জমা করলে বছর শেষে ৪৪৯ টাকা অতিরিক্ত রিটার্ন পাওয়া যায় এবং 2 বছর ধরে বিনিয়োগ করলে অতিরিক্ত ১৮২০ টাকা ফেরত পাবেন।
- অর্থাৎ এই ক্রিমে বিনিয়োগ করলে আপনি দ্বিগুণ অংকের টাকা রিটার্ন করার জন্য তাই আর দেরি না করে শীঘ্রই এই স্কিনের বিনিয়োগ করে আপনার লাভজনক পেয়ে যান।
আপনার নিকটবর্তী কোন এসবিআই শাখায় গিয়ে ব্যাংক আধিকারিদের সাথে কথা বলে এই SBI Scheme সম্বন্ধে আরও বিস্তারিত জেনে ফ্রম ফিলাপ করে ডকুমেন্ট জমা দিয়ে এই স্কিমের সুবিধা নিন।