NVS Recruitment 2024 – শুধুমাত্র মাধ্যমিক পাশে 1,377টি শূন্যপদে প্রাইমারি স্কুলে চাকরির দারুণ সুযোগ! এখনি আবেদন করুন
যারা এই মুহূর্তে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে বসে আছেন (NVS Recruitment 2024) তাদের জন্য সুখবর রয়েছে। আমরা জানি প্রাইমারি কিংবা উচ্চ প্রাইমারি যে কোন শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিএড এবং ডিএলএড কোর্স করা বাধ্যতামূলক করা হয়েছে। এই কোর্স গুলো না করলে কোন শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসা যায় না। কিন্তু NVS তরফে বড় খুশির খবর দিয়েছে যেটা অনেক চাকরি প্রার্থীদের কাছে খুবই সুসংবাদ।
Apply Online NVS Recruitment 2024 Vacancy Details Last Date
শিক্ষক নিয়োগ পরীক্ষার বিএড (B.ED) বা ডিএলএড (D.EL.ED) কোর্স বাধ্যতামূলক হয়ে যাওয়ার পরে অনেক চাকরি প্রার্থীরা শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসতে পারত না কারণ অনেকেরই বিএড বা ডি এল এড কোর্স করার মত আর্থিক ক্ষমতা থাকে না। সম্প্রতি NVS একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র ন্যূনতম মাধ্যমিক পাশেই প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে।
শুধু প্রাইমারি শিক্ষক নয় একসঙ্গে অনেকগুলো পদে নিয়োগ (NVS Recruitment 2024) করা হচ্ছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে বিভিন্ন জেলা থেকেই এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করতে পারেন। আজকের প্রতিবেদনে আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরবো আমরা।
- ভ্যাকেন্সি ডিটেলস
- বয়স সীমা
- শিক্ষাগত যোগ্যতা
- বেতন সীমা
- নিয়োগ প্রক্রিয়া
- আবেদন পদ্ধতি
- আবেদনের শেষ তারিখ
ভ্যাকেন্সি ডিটেলস
উপরিউক্ত চাকরির জন্য যে পদে আবেদন করতে বলা হয়েছে সেটি হল নবদোয় বিদ্যালয় সমিতি বা Navodaya Vidyalaya Samiti (NVS Recruitment 2024). NVS এর তরফে একসঙ্গে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে ১,৩৭৭ টি। পদ গুলির নাম নিম্নে দেওয়া হল।
- Female Staff Nurse
- Assistant Section Officer
- Audit Assistant
- Junior Translation Officer
- Legal Assistant
- Stenographer
- Computer Operator
- Catering Supervisor
- Junior Secretariat Assistant
- Junior Secretariat Assistant (JNV Cadre)
- Electrician-cum-Plumber
- Lab. Attendant
- Mess Helper
- Multi Tasking Staff
বয়স সীমা
নবদোয় বিদ্যালয় সমিতি বা Navodaya Vidyalaya Samiti (NVS Recruitment 2024) এর তরফে যে নিয়োগ করা হবে তাতে সর্বনিম্ন বয়স ২১ এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছরের মধ্যে যুবক যুবতী এই পরীক্ষায় আবেদন করতে পারবেন তবে সংরক্ষিত শ্রেণীর জন্য বয়সে কিছু ছাড় রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন রকম রয়েছে তবে আপনি যদি স্বীকৃত ভোট থেকে মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়া কিছু পদের জন্য উচ্চ ডিগ্রি অর্জন করতে হবে। তবে কোন পূর্ব কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন নেই (NVS Recruitment 2024).
বেতন সীমা
যেহেতু এটা সরকারি চাকরি তাই প্রতিটি পদের জন্যই ভালো বেতন রয়েছে তবে প্রতিটি পদের জন্যই ভালো বেতন রয়েছে। তবে নির্দিষ্ট বেতন কত সেটি জানতে হলে অফিশিয়াল ওয়েবসাইটটি ডাউনলোড করে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে জেনে নিন (NVS Recruitment 2024).
হাইকোর্টের নির্দেশে নতুন করে আবারও 3458টি শূন্যপদে ICDS সুপারভাইজার কর্মী নিয়োগ করা হবে
নিয়োগ প্রক্রিয়া
প্রথমেই একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। এরপর কম্পিউটার টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট নেওয়া হবে। এ দুটি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। ইন্টারভিউ সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেল পরীক্ষা করা হবে। যে প্রার্থীর এই সবগুলোতে মিলিয়ে সর্বোচ্চ নম্বর থাকবে সেই অনুযায়ী নিয়োগ করা হবে (NVS Recruitment 2024).
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। NVS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সর্বপ্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এরপর লগইন করে ফ্রম ফিলাপ করতে হবে ফর্মে সমস্ত তথ্য ইনপুট করতে হবে এর সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে সব শেষে সাবমিট করতে হবে তাহলে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। শুধুমাত্র ইন্টারভিউ হবে। এইভাবে আবেদন করুন
আবেদনের শেষ তারিখ
নবদোয় বিদ্যালয় সমিতি বা Navodaya Vidyalaya Samiti (NVS Recruitment 2024) এর আবেদন প্রক্রিয়া অনেকদিন ধরেই চলছে। তবে কিছু অনলাইন ইন্টারনেট কানেকশনের অসুবিধার জন্য আবেদনের সময় কিছুটা বাড়ানো হয়েছে। আগামী ১৪.০৫.২০২৪ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বর্তমানে ডি এল এড, বি এড কোর্স ছাড়া শিক্ষক নিয়োগ হয় না তবে NVS যেহেতু এই সুযোগটি দিচ্ছে তাই এই সুযোগটি কাজে লাগান। বর্তমানে সরকারি চাকরি পাওয়া খুবই দুষ্কর ব্যাপার তাই NVS এর উদ্যোগে মাধ্যমিক পাশে শিক্ষক নিয়োগ পরীক্ষায় দ্রুত আবেদন সম্পন্ন করুন। এমন আরো কিছু চাকরি সংক্রান্ত খবর পেতে নিয়মিত আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন।