Bank Account Opening – লাগবে না ব্যাংকে যেতে!বাড়ি বসে মোবাইলেই বানিয়ে ফেলুন নিজের ও পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট
আর যেতে হবেনা ব্যাংকে। এবার ঘরে বসেই খুলতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account Opening). কোন ব্যাংকের তরফ থেকে পাচ্ছেন এই সুবিধা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম পাবলিক ব্যাংক, সেই ব্যাংকের তরফ থেকে দেওয়া হচ্ছে এই সুযোগ। বাড়িতে বসেই এক্সেস প্রদান করে কিছু ডকুমেন্টস এর মাধ্যমে অনায়াসেই খুলতে পারবেন এই ব্যাংকের অ্যাকাউন্ট। অনেকেই রয়েছেন যারা কাজের চাপে ব্যাংকে যেতে পারেন না।
PNB Bank Account Opening Online
অথচ ছুটির দিনে সমস্ত ব্যাংকই বন্ধ থাকে। এখানে বিপাকে পরতে হয় আম জনতাকে। তাই ব্যাংকের তরফ থেকে এই অভিনব পন্থা। কীভাবে খুলবে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account Opening)? কী কী লাগছে নথিপত্র? এছাড়া কোন পদ্ধতিতে করতে হবে সবই দেখে নিন আজকের প্রতিবেদনের মাধ্যমে।
- প্রয়োজনীয় ডকুমেন্টস
- অনলাইন অ্যাকাউন্টের সুবিধা
- অনলাইন অ্যাকাউন্ট খোলার প্রসেস
প্রয়োজনীয় ডকুমেন্টস
অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে বা Bank Account Opening এর জন্য আইডি প্রুফ হিসাবে আবেদনকারীর আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ডাইভিং লাইসেন্স, পাসপোর্ট লাগবে। এখানে আধার, প্যান কার্ড থাকাটা ম্যান্ডেটরি। এছাড়া লাগছে ইন্টারনেট এক্সেস, আধার কার্ডের সাথে লিংকড বৈধ মোবাইল নম্বর।
যে মোবাইল নম্বরটি দেবেন সেটিতে অবশ্যই রিচার্জ থাকতে হবে কারণ ব্যাংকের তরফ থেকে সেখানে OTP (One Time Password) যাবে। একটি সাদা কাগজ যেখানে আপনাকে নীল কালীতে নিজের সিগনেচার করতে হবে। আর লাগবে যে ডিভাইস থেকে আপনি আবেদন জানাচ্ছেন, সেই ডিভাইসের লোকেশন অন করে রাখতে হবে।
অনলাইন অ্যাকাউন্ট খোলার প্রসেস
- প্রথমে PNB OOSA তে যেতে হবে https: // pnbnet.org.in / OOSA/. এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অনলাইনে অ্যাকাউন্ট খোলার পোর্টাল।
- এরপর স্ক্রিনে আপনি একটি ফর্ম পাবেন।
- যেটিতে আপনার সমস্ত বিবরণী আপনাকে পূরণ করতে হবে।
- আপনি আপনার মোবাইলে বা ই মেল আইডিতে অস্থায়ী রেফারেন্স নম্বর পাবেন।
- সেটিকে পরবর্তী পেজে ইনপুট করুন।
- এর পর ব্যাংক KYC করবে।
- আবেদন করার পর পরই তাৎক্ষনিক আপনার ব্যাংক আকাউন্ট সচল হবে।
প্রতিমাসের 267 টাকা করে জমিয়ে পেয়ে যান 2 লক্ষ 56 হাজার টাকা রিটার্ন পান পোস্ট অফিসের এই দুর্দান্ত
অনলাইন অ্যাকাউন্টের সুবিধা
প্রথমেই বলে রাখি অনলাইনে আপনারা কেবল মাত্র সেভিংস অ্যাকাউন্টই (Bank Account Opening) খুলতে পারবেন। যার মধ্যে রয়েছে সাধারণ সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট, প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট, পারিবারিক সুরক্ষা অ্যাকাউন্ট, PNB শিক্ষা প্রকল্প। অনলাইন মারফৎ ব্যাংকের যে কোনো ধরনের কাজ করা যাবে।
অনলাইনেই আপনি আপনার পাশ বুক (Pass Book), ব্যালেন্স চেক (Balance Check) এই ধরনের কাজ গুলি করে নিতে পারবেন। ডেবিট কার্ড (Debit Card), চেক বই (Check Book), ই-স্টেটমেন্ট (E Stetment) এই ধরনের সুবিধা গুলি রয়েছে। এছাড়া দ্রুত অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আপনি সেইদিনই অ্যাকাউন্ট নম্বর পেয়ে যাবেন।
স্টেট ব্যাংকে FD করা থাকলে নিশ্চিন্ত! গ্রাহকদের চিন্তার অবসান
সেখানে অফলাইনে অ্যাকাউন্ট খুলতে (Bank Account Opening) গেলে অন্তত ২ সিন সময় লাগে। ব্যাংকে না যাওয়ার ফলে আপনার সময়ের সাশ্রয় হবে। ব্যাংক ট্রানজ্যাকসন (Bank Transaction) এখন বাড়িতে বসেই আপনার হাতের নাগালে। সুতরাং দেরি না করে যারা সময়ের অভাবে ব্যাংকে যেতে পারছেনা অথচ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা (Bank Account Opening) খুবই প্রয়োজনীয় তারা এই প্রসেসে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।