LPG Gas – আবারও প্রায় 100 টাকা কমলো রান্নার গ্যাসের দাম! এইভাবে বুকিং করলে আপনিও পাবেন এই বিশেষ ছাড়

লোকসভা ভোট চলছেই এরই মধ্যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি এক বিশেষ ঘোষণা করলেন। রান্নার গ্যাসের (LPG Gas) দাম আরো ১০০ টাকা কমানো সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, প্রধামন্ত্রী ২০১৬ সালে উজ্জ্বলা যোজনা সূচনা করেন। দেশের দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলাদের জন্য এই বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। এরপর সরকার উজ্জ্বলা যোজনার মহিলাদের জন্য ভর্তুকির ব্যাবস্থা করে।

LPG Gas Cylinder Price Increase 100 Rupees

প্রথমে ২০২২ সালে করোনা সময় থেকে প্রথম ২০০ টাকা করে ভর্তুকি দেয় সরকার এরপর ২০২৩ সালে আগস্ট মাস থেকে ৩০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়। লোকসভা ভোটের আগেই গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কমানো হয়েছিল। উজ্জ্বলা যোজনার আওতায় থাকা গ্রাহকরা LPG Gas বা গ্যাস বুকিং এর সময় ৯২৯ টাকা দিয়েই বুক করতে হতো।

বুকিং এর পর সরকার ৩০০ টাকা ভর্তুকি দিয়ে দিতেন। সেই টাকা গ্রাহকের একাউন্টে জমা হয় প্রতিমাসে। কিছুদিন আগেই ১০০ টাকা দাম কমানোর জন্য এই কয়েক মাস ৮২৯ টাকা দিয়ে বুক করলে ৩০০ টাকা ভর্তুকি পাওয়ায় মাত্র ৫২৯ টাকায় এলপিজি সিলিন্ডার বা LPG Gas পেয়ে যাচ্ছিলেন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা।

এছাড়াও মোদী আরও সুখবর দিয়েছেন উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য। এই ভর্তুকি সময় বাড়িয়ে দেওয়া হয়েছে আরোও একবছর। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত উজ্জ্বলা যোজনার গ্রাহকরা এই ভর্তুকি পেয়ে যাবেন। এদিকে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা উজ্জ্বলা প্রকল্পে অতিরিক্ত ৩০০ টাকা ভর্তুকির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে।

শুক্রবার সকালে এই সিদ্ধান্তের কথা নিজের x হ্যান্ডেলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়া নারী দিবস উপলক্ষ্যে নরেন্দ্র মোদী আরও ১০০ টাকা দাম কমিয়ে ছিলেন এলপিজি গ্যাস বা LPG Gas ১৪.২ কেজির গ্যাস সিলিন্ডারের দাম। এই ঘোষণার পরেই মহিলা মহলের খুশির শেষ নেই।

গরমের ছুটি নিয়ে শিক্ষা দপ্তরের নতুন সিদ্ধান্ত! শীঘ্রই চালু হতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল

তবে বিরোধী প্রার্থীরা মোদির এই সিদ্ধান্তকে ভোট পাওয়ার হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। রান্নার গ্যাসের দাম বা এলপিজি গ্যাস সিলিন্ডার বা LPG Gas Cylinder এর আরও ১০০ টাকা কমানোর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম কমে দাঁড়াল ৮২৯ টাকা।

‘ডিভা’ ক্রেডিট কার্ড বা Divaa Credit Card.

এর আগে ২৯ অগাস্ট রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমানোর ঘোষণা করেছিল কেন্দ্র। এদিনের এই সিদ্ধান্তের ফলে শেষ ছ-মাসে রান্নার গ্যাসের দাম কমল ৩০০ টাকা। দাম কমার পর দিল্লি, মুম্বই ও চেন্নাইতে এলপিজি গ্যাস সিলিন্ডার বা LPG Gas Cylinder এর দাম হল যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা।

রান্নার গ্যাসের খরচ 100 টাকা কমে গেল! এইভাবে বুকিং করলে সুবিধা পাবেন

এর আগে কেন্দ্রীয় সরকার মুদ্রাস্ফীতির হাত থেকে আমজনতাকে রক্ষা করতে ২৯ অগাস্ট সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছিল। তার ছ’মাসের মাথায় ফের এলপিজি গ্যাস বা LPG Gas এর দাম ১০০ টাকা কমাবার সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে আমজনতার যে পকেটে অনেকটাই স্বস্তি এলো তা বলাই বাহুল্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button