Mandhan Yojana – প্রতিমাসে 3000 টাকা পেনশন পান কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে। আবেদন মাত্রই টাকা সোজা একাউন্টে।

কেন্দ্রীয় সরকার সাধারণ জনসাধারণের জন্য বিভিন্ন রকম প্রকল্পের (Mandhan Yojana) ব্যবস্থা করেছেন যে প্রকল্প গুলো থেকে সাধারণ মানুষ আর্থিক সহায়তা পেয়ে থাকেন তেমনি একটি প্রকল্প সম্বন্ধে আজকে আলোচনা করা হবে। ভারত কৃষি প্রধান দেশ। কৃষকরা অনেক কষ্ট মেহনত করে সাধারণ জনসাধারণের জন্য কৃষিজাত দ্রব্য উৎপাদন করে অথচ কৃষকদের অর্থনৈতিক অবস্থা তেমনটা উন্নত নয়।

Apply PM Kisan Mandhan Yojana Get 3000rs Per Months

তাই কেন্দ্রীয় সরকার সেই সমস্ত কৃষকদের কথা ভেবে অনেক প্রকল্পের ব্যবস্থা করেছেন যাতে কৃষকদের আর্থিক উন্নয়ন ঘটে। আজকে প্রতিবেদনে এমনই একটি প্রকল্পের কথা বলব যেখানে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তো চলুন আর বেশি দেরি না করে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

  • প্রকল্পের নাম ও বিবরণ
  • টাকার পরিমাণ
  • আবেদনের বয়সসীমা
  • আবেদনের যোগ্যতা
  • প্রয়োজনীয় নথিপত্র
  • কিভাবে টাকা পাবে?
  • আবেদন প্রক্রিয়া

প্রকল্পের নাম ও বিবরণ

কেন্দ্রীয় সরকার পরিচালিত এই প্রকল্পটির নাম হল প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana এ প্রকল্পটির চালু করার মূল কারণ হলো কৃষকদের আর্থিক সমস্যা দূর করা। কৃষকরা যতই কৃষি কাজ করে অর্থ উপার্জন করুক তবুও বর্তমানে কৃষকদের অর্থনৈতিক অবস্থা তেমনটা ভালো নয়। তাই কৃষকদের কথা ভেবে কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের জন্যই মোদি সরকার কিষাণ মানধন যোজনা প্রকল্পটি চালু করেন।

টাকার পরিমাণ

এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana প্রকল্পে একজন কৃষক মাসিক ৩০০০ টাকা অনুদান পেয়ে থাকে। ইতি কিছুটা পেনশনের মতন কাজ করে থাকে একজন কৃষক ৬০ বছর বয়সের পর থেকে ৩ হাজার টাকা করে অনুদান পেয়ে থাকে।

একজন কৃষক তার ইয়ং বয়সে কৃষিকাজ করে অর্থ উপার্জন করলেও বয়সকালে তিনি কৃষি কাজ করতে সক্ষম হন না তখন তার সংসার যাতে ভালোভাবে চালাতে পারে তার জন্যই মোদি সরকার এই পেনশন নামক যোজনাটি চালু করেন।

আবেদনের বয়সসীমা

এই প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আর তিনি অনুদান পাবেন যখন তার বয়স ৬০ বছর বয়স হবে তারপর থেকে।

আবেদনের যোগ্যতা

কৃষক হলেই যে সে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana প্রকল্পে আবেদন করতে পারবেন এমনটা নয় এই প্রকল্পে আবেদনের জন্য কিছু যোগ্যতা অবলম্বন করতে হবে সেগুলো হল-

  • আমাদের দেশের যেসব কৃষকদের শুধুমাত্র ২ হেক্টর বা তার কম পরিমাণ জমি রয়েছে তারা আবেদন করতে পারবে। এর বেশি জমি থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • সরকারি চাকরির সঙ্গে যুক্ত কৃষক বা যারা আয় করেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে না।

প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন নামের লিস্টে আপনার নাম আছে কিনা চেক করুন এইভাবে।

প্রয়োজনীয় নথিপত্র

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর যেসব প্রয়োজনীয় নথি পত্রগুলি লাগবে সেগুলো হলো :-

  • আবেদনকারীর আধার কার্ড
  • আয়ের শংসাপত্র
  • বয়সের প্রমাণ পত্র
  • ব্যাংকের পাস বই
  • খামার সংক্রান্ত যাবতীয় তথ্য
  • আবেদনকারীর বৈধ ফোন নম্বর
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ছবি
অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana

কিভাবে টাকা পাবে?

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana প্রকল্পের একজন কৃষককে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রতি মাসে তাকে ৫৫ টাকা করে রাখতে হবে এভাবে টাকা রাখতে রাখতে যখন আপনার ৬০ বছর বয়স হবে তারপর থেকে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে অনুদান পাবেন।

রাজ্যের কৃষকবন্ধুদের PM Kisan যোজনা মাধ্যমে ভাগ্য বদলাতে চলেছে। আবার একাউন্টে টাকা ঢুকছে

আবেদন প্রক্রিয়া

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা বা PM Kisan Mandhan Yojana প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে নিকটতম কমন সার্ভিস সেন্টারে (Common Service Center) যেতে হবে। সেখানে গিয়ে আধিকারিকের সাথে কথা বলে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিলাপ করে এই স্কিমের সাথে যুক্ত হতে হবে।

আপনিও যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার উক্ত শর্তগুলো পূরণ করে থাকেন তাহলে আপনিও এই স্কিমের জন্য আবেদন করে পেনশনের সুবিধা ভোগ করুন। আমার সরকারি আরও বিভিন্ন প্রকল্পের সমন্ধে জানতে এই পেজটি নিয়মিত ফলো করে আমাদের পাশে থাকুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button