ICDS Supervisor – হাইকোর্টের নির্দেশে নতুন করে আবারও 3458টি শূন্যপদে ICDS সুপারভাইজার কর্মী নিয়োগ করা হবে

অনেকদিন আগেই ICDS Supervisor বা অঙ্গনওয়ারির কর্মীদের পদোন্নতির মাধ্যমে সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার পরেই ১১৫২ জনের একটি মেধাতালিকাও প্রকাশিত হয়। যারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। তবে নিয়োগ নিয়ে অভিযোগ আনে চাকরি প্রার্থীরা। তারা বলেন রাজ্য সরকার প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে। এরপরই মেধা তালিকাভুক্ত ২০০ অঙ্গনওয়ারির কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

3458 Vacancy of ICDS Supervisor Recruitment

এরপর মামলা চলে অনেক বছর। প্রায় ২৬ বছর পর কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ICDS Supervisor তথা আইসিডিএস সুপারভাইজার নিয়োগের জট কেটে গেল। হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র ৪০৯ জন কর্মী সুপারভাইজার পদে নিয়োগ করে থেমে গেলে চলবে না বরং মোট ১৭২৯ জনকে নিয়োগ করতে হবে।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে রাজ্যে ICDS Supervisor তথা আইসিডিএস সুপারভাইজার পদের জন্য শেষ নিয়োগ হয়েছিল। তারপর থেকে আর নিয়োগ হয়নি। সেইসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেনি। ২০১১ সালে রাজ্যের ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার

তারপর ২০১৯ সালে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তখন ৩৪৫৮টি ICDS Supervisor তথা আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর একটি নির্দেশিকা জারি করা হয়।

সেখানে বলা হয়, মোট শূন্যপদের ৫০ শতাংশ অঙ্গনওয়ারির কর্মী থেকেই পদোন্নতির মাধ্যমে ICDS Supervisor তথা আইসিডিএস সুপারভাইজার কর্মী নিয়োগ করতে হবে। তখন রাজ্য সরকার অঙ্গনওয়ারির কর্মীদের জন্য মাত্র ৪২২টি শূন্যপদ রেখে বাকি ৩০৩৬ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে বলে জানা যায়।

এই পর্যায়ে কিছু অঙ্গনওয়ারি কর্মী রাজ্য সরকারের নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। সেই থেকে মামলা এতদিন যাবৎ চলছিল। শুনানির পর শুনানি হচ্ছিল। তাই নিয়ে মামলা চলছিল। তারিখের পর তারিখ পড়লেও সমাধান হচ্ছিল না (ICDS Supervisor).

এরইমধ্যে ২০২৩ সালে বিচারপতি লপিতা বন্দোপাধ্যায় রাজ্য সরকারকে নির্দেশ দেন ৫০ শতাংশ শূন্যপদে অঙ্গনওয়ারির কর্মীদের থেকেই পদোন্নতির মাধ্যমে নিয়োগ করতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে দেয় (ICDS Supervisor).

অঙ্গনওয়ারির কর্মীদের পদোন্নতির মাধ্যমে ICDS Supervisor তথা আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়। ১১৫২ জনের একটি মেধাতালিকাও প্রকাশিত হয়। যারা পরে মৌখিক পরীক্ষায় বসতে পারবে। প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া চালু রাখে রাজ্য সরকার বলে অভিযোগ।

তাই মেধা তালিকাভুক্ত ২০০ অঙ্গনওয়ারির কর্মী আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শুরু হয় শুনানি। এরপর ১৩ জানুয়ারি ২০২৪ সালে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। তবে সিঙ্গল বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ দেয়নি ডিভিশন বেঞ্চ।

পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ! এইভাবে আবেদন করলেই চাকরি পাক্কা।

৩০ জন মামলাকারীর পক্ষের আইনজীবী বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে জানান, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ৫০ শতাংশ অঙ্গনওয়ারির ICDS Supervisor তথা আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে অঙ্গনওয়ারির কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা মানছে না।

Post Office Recruitment - ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ

তখন বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দেন, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ নেই। তাই রাজ্য সরকার ও পিএসসি’‌কে ৫০ শতাংশ ICDS Supervisor তথা আইসিডিএস সুপারভাইজার শূন্যপদে অঙ্গনওয়ারির কর্মীদের মধ্যে থেকেই নিতে হবে। ৩৪৫৮ শূন্যপদের মধ্যে ১৭২৯ জনকে অঙ্গনওয়ারির কর্মীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে।

সুপ্রিম কোর্টে চাকরির সুবর্ণ সুযোগ। আকর্ষণীয় বেতন সঙ্গে অন্যান্য সুবিধা পাবেন।

আর ৪০৯ জনের পদোন্নতি নিয়োগের জন্য যে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে সেটার নিয়োগ রাজ্য সরকার চালাতে পারবে। বাকি শূন্যপদে ১১৫২ জনের মেধাতালিকা থেকেই নিয়োগ করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি ডিভিশন বেঞ্চে বিচারাধীন। তাই রাজ্য সরকারকে ৬ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button