Bank Loan – ব্যাংক থেকে লোন নিচ্ছেন? এই নিয়ম না মানলে আপনাকে দিতে হতে পারে দ্বিগুন সুদ।

কোন ব্যক্তির উপার্জন যথেষ্ট হলেও কোন ব্যক্তিগত প্রয়োজনে বা বিশেষ কারণে লোন (Bank Loan) নিয়ে থাকেন অনেকে। বর্তমানে প্রত্যেকটি ব্যাংকিং সেক্টরে লোন খুব সহজেই পাওয়া যায়। যদিও লোন নেওয়া একটা ঝক্কির ব্যাপার তবুও ব্যাংকিং সেক্টর গুলোতে খুবই অল্প সুদে লোন দেওয়ায় ব্যাবস্থা করেছে যার জন্য অনেক ব্যক্তি লোন নিয়ে অনেক ব্যক্তিগত প্রয়োজন মেটায়। তবে লোন নেওয়ার আগে কিছু বিষয়ে জেনে নেওয়া আবশ্যিক। নইলে সমূহ বিপদে পড়তে হতে পারে আপনাকে।

New Rules for Instant Bank Loan Apply Now

লোন (Bank Loan) নেওয়ার একটি ঝুঁকির কাজ কারণ সময়মতো এটি শোধ করতে হয় শোধ না করতে পারলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই লোন নেওয়ার আগে সুদের হার মেয়াদ আরো অনেক কিছু সম্পর্কে জেনে রাখা দরকার। অনেক সময় অনেকেই না জেনে লোন নিয়ে কোন সমস্যার মধ্যে পড়েছেন তাই এই বিষয়ে সতর্ক থাকা উচিত।

সর্ব প্রথম দেখা উচিত আপনার আয়ের পরিমাণ কত? কথায় আছে আয় বুঝে ব্যয় করতে হয়। তেমনি আপনি আয়ের পরিমাণ বুঝে লোন (Bank Loan) নিন। কারণ লোন নিলেই হলনা সেটা সুদ সমেত পরিশোধ করতে হবে। আর একান্ত যদি খুব কম টাকার প্রয়োজন হয় আগে নিজের পরিজন আত্মীয় বন্ধু-বান্ধবের কাছে টাকা ধার নেওয়ার চেষ্টা করুন প্রথমেই লোন নেওয়ার চেষ্টা করবেন না

কত বছরের জন্য লোন (Bank Loan) নিচ্ছেন সেটার দিকে নজর দেওয়া উচিত কারণ আপনি যদি বেশি সময়ের জন্য লোন নেন তাহলে আপনার সুদের হার বেশি হবে এবং ইএমআই কমবে। এবং আপনি যদি কম সময়ের জন্য লোন দেন অর্থাৎ কম সময় পরিশোধ করবেন ভাবেন তাহলে আপনার সুদের হার কম হবে এবং ইএমআই বাড়বে। তাই চেষ্টা করুন অল্প মেয়াদের মধ্যে লোন পরিশোধ করার।

সুদের হার এবং প্রসেসিং ফি চেক করুন

আপনি যেখান থেকে লোন (Bank Loan) নিচ্ছেন সেখানে সুদের হার কিরকম সেটা আগে দেখে নিন। কম সুদ যেখানে সেখানে থেকে লোন নিন। এছাড়াও, ব্যক্তিগত লোন (Personal Loan) প্রসেসিং ফি (Processing Fee), লেট পেমেন্ট চার্জ (Late Payment Charge) এবং প্রি-পেমেন্ট পেনাল্টি (Pre-Payment Penalty) ইত্যাদি সম্পর্কেও সম্পূর্ণ জেনে নেবেন।

পার্সোনাল লোন (Personal Loan) নেওয়ার আগে ব্যাংক প্রথমে জানতে চায় আপনি কি কারণে (Bank Loan) লোন নিচ্ছেন তাই আবেদনপত্রে কারণটা উল্লেখ করতে লাগে অনেকেই বাড়ি করার জন্য (Home Loan), গাড়ি কেনার জন্য (Car Loan), পড়াশোনার জন্য (Education Loan), মেয়ে বিয়ের জন্য লোন নিয়ে থাকে। যে কারণে লোন নেবেন সেটা উল্লেখ করুন।

বয়স, আয় ও ক্রেডিট স্কোর (Credit Score) নির্ধারণ করে করে আপনি কত টাকা লোন (Bank Loan) পাবেন। কারন আপনার বয়স যদি ২১ থেকে ৬০ বছরের মধ্যে হয় আর মাসিক ইনকাম ৩০ হাজারের মতন হয় তাহলে লোন আপনি সহজেই পেতে পারবেন সেইসাথে যদি আপনার ক্রেডিট স্কোর ঠিক থাকে।

বদলে গেল ক্রেডিট ও ডেবিট কার্ডের নিয়ম! RBI এর এই নতুন নিয়ম না মানলে দিতে হবে জরিমানা।

অর্থাৎ আপনি এর আগে যদি লোন (Bank Loan) নিয়ে থাকেন সেটা ঠিক মতন পরিশোধ করে থাকেন. আপনার ক্রেডিট স্কোর (Credit Score) যদি ভালো হয় তাহলে আপনি খুব সহজেই লোন পাবেন। আপনি তো ব্যক্তিগত লোন (Personal Loan) নেওয়ার কথা চিন্তা করে থাকেন তাহলে কিছু জিনিস সম্পর্কে জেনে নেওয়া দরকার। তাহলে আপনি সমস্যায় কম পড়বেন ।

লোন চুক্তি দেখে নিন

প্রথমেই আপনি লোনের (Bank Loan) চুক্তি সম্পর্কে ভালো ভাবে পড়ে নিন। দেখে নিন কত টাকা লোন দেওয়া হচ্ছে এবং কত দিনের মধ্যে সেটি শোধ করতে হবে সে সম্পর্কে আগে ভালোভাবে অবগত হন। এগুলো জেনে আবেদন পত্রে সই করবেন।

অটল পেনশন যোজনা বা Atal Pension Yojana

আপনি ব্যক্তিগত লোন (Personal Loan) নিলে, আপনার এবং ব্যাঙ্কের মধ্যে একটি চুক্তি থাকে। যেমন, প্রিপেমেন্ট পেনাল্টি (Pre-Payment Penalty) শুধুমাত্র লোনের প্রাথমিক বছরের মধ্যে প্রযোজ্য হতে পারে। এখন লোন চুক্তি বুঝে, আপনি জরিমানা পরিশোধের এড়াতে পারেন।

জরিমানার পরিমাণ জানুন

ব্যক্তিগত লোনের (Personal Loan) জন্য প্রিপেমেন্ট পেনাল্টির (Pre-Payment Penalty) পরিমাণ ব্যাঙ্ক এবং লোনের (Bank Loan) শর্তাবলীর উপর নির্ভর করে। সাধারণত, এটি বকেয়া পরিমাণের 1% থেকে 5% পর্যন্ত হয়, তবে কিছু ক্ষেত্রে, এটি ফ্ল্যাট ফি (Flat Fee) হতে পারে।

ব্যাংক লোন নেওয়া এখন খুবই সহজ। কিন্তু এই নিয়ম না জানলে সমস্যা আপনারই।

সঠিক সময় বাছাই করা গুরুত্বপূর্ণ

আপনি যদি ব্যক্তিগত লোনের (Personal Loan) একটি বড় অংশ ইতিমধ্যেই পরিশোধ করে থাকেন, তাহলে প্রিপেইমেন্ট (Pre-Payment) খুব একটা সুবিধা হবে না। কারণ আপনি লোনের ইএমআই (EMI) সহ অনেক সুদ এরইমধ্যে পরিশোধ করেছেন। এই ধরনের পরিস্থিতিতে, আপনি শুধুমাত্র অর্ধেকেরও কম EMI প্রদান করলেই প্রি-পেমেন্টের (Pre-Payment) সুবিধা পেতে পারেন।

এই সমস্ত ব্যাপার গুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন আগে। আর তারপর আপনি লোন নিয়ে পরিশোধ করতে পারবেন কিনা সেটা আগে নিজেকে প্রশ্ন করুন। ঝোঁকের বশে লোন নিয়ে তারপর অনেককেই পরিশোধ করতে না পারায় অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাই নিজের আয়ের ওজন বুঝে লোন নিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button