Weather Report – 5th মে থেকে বৃষ্টির সম্ভাবনা বলে জানালো আবহাওয়া দপ্তর! তীব্র গরম থেকে এবার রেহাই রাজ্যের মানুষের।

এপ্রিল মাস পরতেই গরমের তাপদাহে (Weather Report) জর্জরিত সাধারণ মানুষ। গত দু’বছর ধরেই এপ্রিল মে মাসে এতটাই গরম পরছে যে নাজেহাল হয়ে যাচ্ছে মানুষজন। তাপমাত্রা প্রায় ৪০ থেকে ৪৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। দিনের বেলা কার্য তো বাইরে বেড়ানো দায় হয়ে দাঁড়িয়েছে। এতটাই সূর্যের তাপ যে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে সানস্ট্রোকের মতন ঘটনা ঘটছে।

Weather Report Update for Rain Forecast in Bengal

তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুপুরবেলা বাইরে যাতে প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ না বেড়ায় সেদিকে সতর্ক রাখতে বলা হয়েছে। রাজ্যের স্কুলগুলো গরমের ছুটি অনেক আগেই দিয়ে দিয়েছে কারণ স্কুলে শিশুদের পক্ষে যাতায়াত খুবই সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল (Weather Report).

এই গরমে বেশি করে জল বা ফল জাতীয় খাবার খেতে বলা হয়েছে তাদের শরীর সতেজ ও সুস্থ থাকে।
এতটাই গরম যে এক মুহূর্ত ফ্যান বা এসি ছাড়া মানুষ থাকতে পারছে না বৃষ্টি আবার কোন সম্ভাবনাই এতদিন ছিল না কিন্তু খুশির খবর আবহাওয়া দপ্তর (Weather Office) বৃষ্টির হওয়ার সম্ভাবনার কথা ঘোষণা করল (Weather Report).

তবে এর মধ্যেও যদি বৃষ্টি না হতো তাহলে রাজ্যবাসীর অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কারণ মারাত্মক গরমে মানুষজন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই অবস্থায় বৃষ্টিপাতের খুবই দরকার ছিল।
সাধারণ মানুষ অনেকদিন ধরেই প্রশ্ন তুলছে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে যেন চাতক পাখির মত মানুষ যেন আকাশের দিকে হা করে তাকিয়ে রয়েছে।

অবশেষে স্বস্তির খবর! আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে তা সংক্রান্ত বিবৃতি দিলেন স্বয়ং আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। আগামী পাঁচ দিনের আবহাওয়া কি রকম হতে চলেছে তার পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর (Weather Report).

আগামী ৫ দিন ধরে সমগ্র বাংলাব্যাপী গরমের দাপট অব্যাহত থাকবে। তবে শুধু গরম নয়, গরমের সঙ্গে চলবে তাপপ্রবাহও। আবহাওয়া দপ্তরের তরফে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই সাতটি জেলাতে তীব্র তাপ্রবাহের চরম সতর্কবার্তা জারি করা হয়েছে (Weather Report).

সুতরাং বর্তমানে সমগ্র রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ঘটবে না। আবহাওয়া দপ্তরের আপডেট অনুসারে, আজ কলকাতার সর্বাধিক তাপমাত্রা থাকবে ৪১.৩ সেলসিয়াস। শুধু তাই নয়, এর সঙ্গে বজায় থাকবে তাপপ্রবাহও (Weather Report).

 আবারও এগিয়ে আসলো গরমের ছুটি! নতুন করে তারিখ ঘোষণা। কবে থেকে ছুটি পড়ছে?

চলতি বছরের এপ্রিল মাসে এই নিয়ে তাপপ্রবাহের চতুর্থ স্পেল চলছে, যা অতীতে কোনদিন ঘটেনি বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ১৯৯৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে এপ্রিল মাসে সর্বাধিক ৩ স্পেল তাপপ্রবাহের নজির দেখা গিয়েছে (Weather Report).

কিন্তু এই বছরে তা চতুর্থ স্পেলে পৌঁছেছে, আর তাতেই আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে শঙ্কা বাড়ছে। জানা গিয়েছে আগামি ৫ মে থেকে গরম কিছুটা কমতে পারে। খুব শীঘ্রই সাগর থেকে বঙ্গে জলীয় বাষ্প ঢুকবে আর তাতেই ৫ ই মে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেই জানানো হয়েছে।

Weather Update - ওয়েদার আপডেট

শুধু তাই নয়, এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গাম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ৫ ই মে তারিখের আগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এই বৃষ্টির ফলে তাপপ্রবাহ কোনরকম প্রভাব পড়বে না। অর্থাৎ বর্তমানে বৃষ্টি হলেও গরম অব্যাহতই থাকবে (Weather Report).

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আগামী ৫, ৬ এবং ৭ই মে তারিখে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয়, শিলাবৃষ্টি সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।

রবিবার রাজ্যের জেলায় জেলায় ব্যাপক ঝড়বৃষ্টি। কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে নিন।

যদিও কালবৈশাখের মতন বৃষ্টিপাত ও শিলা বৃষ্টি হবে তবে এই বৃষ্টিপাতের ফলে সাময়িক গরম কমলেও বরাবরের মতন গরম থেকে রেহাই মিলবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। গরম কমতে কমতে বর্ষাকাল আসা ছাড়া অপেক্ষা করা ছাড়া উপায় নেই (Weather Report).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button