SBI Internship – পরীক্ষা ছাড়াই স্টেট ব্যাংকে চাকরির সুবর্ণ সুযোগ! এইভাবে আবেদন করলেই চাকরি পাক্কা।

ব্যাংকে চাকরি করার কথা ভাবছেন? কিভাবে আবেদন (SBI Internship) করতে হয়? পরীক্ষা পদ্ধতি এসব নিয়ে ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর। SBI ব্যাংকে আবেদন নিয়ে আজকের প্রতিবেদনে সেই বিষয়ে তথ্য তুলে ধরব। জানতে হলে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন। কোনো রকম পরীক্ষা ছাড়াই পেয়ে যান SBI ব্যাংকে চাকরি পেতে পারেন আপনি। যোগ্যতা, বয়স সীমা, প্রয়োজনীয় নথি, আবেদন পদ্ধতি সমন্ধে জানুন বিস্তারিত।

How to Apply Online SBI Internship in 2024-25

  • ইন্টার্নশিপের ডিটেলস
  • বয়সসীমা ও যোগ্যতা
  • মাসিক বেতন
  • আবেদন প্রক্রিয়া

ইন্টার্নশিপের ডিটেলস

এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ বা ইন্টার্নশিপের (SBI Internship) মাধ্যমে আপনি এস বি আই ব্যাংকে কাজ পেতে পারেন। আগে জেনে নেওয়া জরুরী এই ইন্টার্নশিপ কি? ইন্টার্নশিপ হল অল্প কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে কোনও নতুন কাজের অভিজ্ঞতার সঞ্চয় করা।

এসবিআই চাকরিপ্রার্থীদের জন্য তার ইয়ুথ ফর ইন্ডিয়া প্রোগ্রামের মাধ্যমে একটি ইন্টার্নশিপের (SBI Internship) সুযোগ করে দিচ্ছে। এই প্রোগ্রামটি বিগত ১৩ বছর ধরে এসবিআই পরিচালনা করে আসছে। বিগত বছর গুলোর মতই এবছরও এটি অনুষ্ঠিত হবে।

এই ইন্টার্নশিপ অনুষ্ঠানের আয়োজন করার কারণ হলো ভারতবর্ষের মধ্যে এখনো অনেক গ্রাম রয়েছে যেখানে উন্নয়ন তেমন ঘটেনি। সেইসব বাসিন্দাদের উন্নয়নের লক্ষ্যেই এই ইন্টার্নশিপের আয়োজন করা। ইন্টার্নশিপের (SBI Internship) মাধ্যমে আপনি পরীক্ষা ছাড়াই ২ বছর ১ মাসের জন্য এই ইন্টার্নশিপের মাধ্যমে নিয়োগ করা হবে।

মাধ্যমিক পাশে ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ! মাসিক বেতন 20,000 টাকা।

বয়সসীমা ও যোগ্যতা

এই ইন্টার্নশিপ বা SBI Internship এ যুক্ত হতে গেলে আপনার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। এবং আপনাকে এই ইন্টার্নশিপে যুক্ত হতে গেলে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।

Gram Panchayat Recruitment - গ্রাম পঞ্চায়েতে নিয়োগে

মাসিক বেতন

এই ইন্টার্নশিপ বা SBI Internship এ কাজের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৫০০০ টাকা এবং যাতায়াতের খরচ হিসাবে আরো ১০০০ টাকা বাড়তি দেওয়া হবে। শুধু বেতনই নয়, ইন্টার্নশিপ এর সঙ্গে যুক্ত থাকলে আপনাকে বিনামূল্যে থাকার এবং খাওয়ার সুবিধা দেওয়া হবে। এছাড়াও পেয়ে যাবেন একটি সার্টিফিকেট এবং এককালীন মোট ৭০ হাজার টাকা।

পশ্চিমবঙ্গে PSC এর মাধ্যমে সরকারি চাকরির সুবর্ণ সুযোগ।

আবেদন প্রক্রিয়া

এখানে আবেদন করতে হলে নির্দিষ্ট ইমেইল আইডিতে নিজের ডিটেইলস পাঠিয়ে দিতে হবে। যোগ্য চাকরিপ্রার্থীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। এখনো আবেদন প্রক্রিয়া চলছে তাই আপনিও যদি এই ইন্টার্নশিপের মাধ্যমে কোনো পরীক্ষা ছাড়াই চাকরি পেতে চান ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। কারন শূন্যপদ পূরণ হয়ে গেলে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে দিতে পারে SBI।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button