Job Vacancy – চলতি মাসে একাধিক চাকরি পরীক্ষার ফ্রম ফিলাপ চলছে? যোগ্যতা, আবেদন পদ্ধতি দেখে নিন।
বর্তমানে সরকারি চাকরি বা Govt Job পাওয়া যেন সোনার (Job Vacancy) পাথর বাটি। যদিও পরীক্ষা হয়, নিয়োগ নিয়ে শোনা যায় দুর্নীতির খবর। তবুও চাকরি প্রার্থীরা আশায় বুক বাঁধে একটা সরকারি চাকরি পাওয়ার জন্য। এপ্রিল মাসে কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিলিয়ে বেশ অনেকগুলো পরীক্ষার ফ্রম ফিলাপ হতে চলেছে। আপনিও কি এই মুহূর্তে একটা সরকারি চাকরি খুঁজছেন তাহলে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন। এই চাকরি পরীক্ষা গুলোতে বিভিন্ন পাশের যোগ্যতায় আপনি আবেদন করতে পারেন।
April Month Govt Job Vacancy in West Bengal
অষ্টম শ্রেণী পাস, মাধ্যমিক পাশ, উচ্চ মাধ্যমিক পাশ, স্নাতক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করতে হবে। কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে বিস্তারিত তথ্য আলোচনা করা হলো। কোন কোন Govt Job বা চাকরির ফ্রম বেড়িয়েছে?
- পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ
- কলেজে গ্রুপ ডি নিয়োগ
- নন টিচিং স্টাফ নিয়োগ
- কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ
- গ্রাম স্বরাজ যোজনায় অধীনে কর্মী নিয়োগ
পৌরসভাতে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগ
পৌরসভাতে স্যানিটারিতে ইন্সপেক্টর পদে অনেকগুলি শূন্যপদ বা Job Vacancy আছে। উক্তপদে আবেদনে জন্যও আবেদনকারীকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ জগ্যতা থাকতে হবে। এই চাকরির আবেদনের শেষ তারিখ ১৯/০৪/২০২৪ তারিখ পর্যন্ত।
কলেজে গ্রুপ ডি নিয়োগ
রাজ্যের কলেজে গ্রুপ ডি একাধিক শূন্যপদে বা Job Vacancy নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ। আবেদন চলবে ২১/০৪/ ২০২৪ তারিখ পর্যন্ত।
নন টিচিং স্টাফ নিয়োগ
সরকারি ইস্কুলে নন টিচিং স্টাফ নিয়োগ। Job Vacancy বা মোট শূন্যপদ ১৩৭৭ টি। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ। আবেদন করতে পারবেন ৩০/০৪/২০২৪ তারিখ পর্যন্ত।
কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ
রাজ্যের কনস্টেবল (Constabel) নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস এবং সাব-ইন্সপেক্টর (Sub-Inspector) এর পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাশ। অনলাইনে আবেদন চলবে ১৪/০৫/২০২৪ তারিখ পর্যন্ত।
পোস্ট অফিসে প্রচুর শূন্যপদে শুধুমাত্র মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে।
গ্রাম স্বরাজ যোজনায় অধীনে কর্মী নিয়োগ
গ্রাম স্বরাজ যোজনায় অধীনে কর্মী নিয়োগে আবেদনকারীর নূন্যতম যোগ্যতা স্নাতক পাস লাগবে। আবেদন চলবে ১৪ই মে- ২০২৪ তারিখ পর্যন্ত (Job Vacancy).
উপরের প্রতিটি Govt Job Vacancy এর জন্যও বা পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। এই পরীক্ষা সংক্রান্ত যদি কোনো জানার থাকে তাহলে নিচে দেওয়া ওয়েবসাইট লিংক গুলোতে ক্লিক করে জেনে নিন।
অফিসিয়াল ওয়েবসাইট
www.mscwb.org/www.adyapeathpolytechnic.com/www.nvs.ntaonline.in/www.rrbahmedabad.gov.in/
www.state.bihar.gov.in
পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ শুরু হচ্ছে। কি কি সুবিধা বাড়ছে?
আপনি যদি এই মুহূর্তে চাকরির খোঁজ করে থাকেন তাহলে উপরিউক্ত চাকরি গুলোতে আবেদন করতে পারেন। আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করুন। আবেদনের সময় বেশি নেই তাই দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। চাকরি সংক্রান্ত আরও খবরের জন্য এই পেজ ফলো করুন।