Ration Card – রাজ্য সরকারের নয়া উদ্যোগে APL কার্ডকে BPL কার্ডে পরিবর্তন করা হচ্ছে। এই সুবর্ণ সুযোগ কাদের জন্য?

রেশন কার্ড তথা Ration Card একটি খুবই গুরুত্তপূর্ণ নথি। দেশের জনসাধারণের জন্য খাদ্য সামগ্রী খুব অল্প মূল্যে কিংবা বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার জন্য এই রেশন কার্ড তথা Ration Card বড়ো ভূমিকা পালন করে। ভারতে এখনো দারিদ্র্য সীমার নিচে অনেক পরিবার রয়েছে। সেই সমস্ত পরিবারের মানুষজনের কাছে রেশন জাত সামগ্রী তাদের দুবেলা অন্ন সংস্থান করে।

APL Ration Card Will Be Convert on BPL Card

সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মূলত APL এবং BPL এই দুই ধরনের রেশন কার্ড তথা Ration Card প্রচলিত রয়েছে, আর এই দুই ধরনের রেশন কার্ডের আওতায় মোট ৫ প্রকার রেশন কার্ড রয়েছে, যেমন AAY, PHH, SPHH, RKSY I, RKSY Il প্রভৃতি। উপরোক্ত কার্ড গুলির মধ্যে AAY, PHH, SPHH কার্ডগুলি BPL তালিকাভুক্ত রেশন কার্ড এবং RKSY I, RKSY II কার্ডগুলো হল APL তালিকাভুক্তির রেশন কার্ড।

BPL তালিকাভুক্ত যারা রয়েছেন তারা কিছুটা বেশি পরিমাণে চাল, ডাল, গম পেয়ে থাকেন। তবে এখনো এই রাজ্যে কিছু পরিবার আছে যারা দারিদ্র্য সীমার নিচে। তবে তাদের রেশন কার্ড তথা Ration Card APL টাইপের। তাই তারা খাদ্য দপ্তরের BPL তালিকার কোনো সুবিধা পাননা।

খাদ্য সরবরাহ দপ্তর এই জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন যারা বি পি এল তালিকাভুক্ত হওয়ার যোগ্য অথচ এপিএল এর রেশন কার্ড তথা Ration Card এর খাদ্য সামগ্রী পাচ্ছেন তাদের সবাইকে BPL রেশন কার্ড তথা Ration Card এর তালিকায় আনা হবে।

কীপদক্ষেপ গ্রহণ করা হয়েছে?
খাদ্য দপ্তরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, খুব দ্রুত এই কাজ সম্পন্ন করা হবে। দরিদ্র সীমার নিচে যারা রয়েছেন তাদের এপিএল কার্ড যদি থাকে সেগুলোকে বাতিল করে বিপিএল তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। যাতে তারা ন্যায্য সুবিধা গ্রহণ করতে পারে।

সমগ্র রাজ্যব্যাপী এপিএল তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলিকে আগামী দিনে খাদ্য দপ্তরের নিজ উদ্যোগে বিপিএল তালিকাভুক্ত রেশন কার্ড প্রদান করা হবে। এই কর্মসূচি কিছুদিনের মধ্যেই শুরু করা হবে। খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এই কর্মসূচি শুরু করার কারণ হলো রাজ্যে জাতীয় প্রকল্পের রেশন গ্রাহকের সংখ্যায় যতটা থাকার কথা তার তুলনায় যথেষ্টই কম রয়েছে।

অর্থাৎ বিপিএল রেশন কার্ড তথা Ration Card এর তালিকায় যত সংখ্যক পরিবার অন্তর্ভুক্ত থাকার তার চেয়ে কম আছে। আর এই সংখ্যা কমে যাওয়ার কারণেই যেসমস্ত পরিবার দরিদ্র হওয়া সত্ত্বেও এপিএল তালিকাভুক্ত রয়েছেন তাদের বিপিএল তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কার্যকর করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে।

তবে কোনো ব্যাক্তিকে নিজে থেকে এই রেশন কার্ড তথা Ration Card পরিবর্তনের জন্য কোথাও যেতে হবেনা। খাদ্য দপ্তর থেকেই জনগণের আর্থিক স্তিতি অনুসারে তারাই পরিবর্তন করে দেবে। এই জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফের নির্দেশিকা পাঠানো হয়েছে।

প্রতিমাসে 3000 টাকা পেতে এখনই বানিয়ে ফেলুন এই কার্ড। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে সবাই আবেদন যোগ্য।

এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে, যোগ্য পরিবারগুলির কাছে জেলা আধিকারিকরা রাজ্য খাদ্য সুরক্ষা দপ্তরের RKSY I অথবা RKSY II কার্ড থাকলে তার তথ্য খাদ্য দপ্তরকে পাঠাতে হবে। পরবর্তীতে এই সমস্ত জেলা আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, রাজ্যের নাগরিকদের নাম বিপিএল অন্তর্ভুক্ত করা হবে।

Instant Personal Loan - ইনস্ট্যান্ট পার্সোনাল লোন

ইতিমধ্যেই রেশন কার্ড তথা Ration Card এর ক্যাটাগরি পরিবর্তনের পদ্ধতি কার্যকর করার জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে খাদ্য দপ্তরের তরফের নির্দেশিকা পাঠানো হয়েছে। ইতিমধ্যে অনেক পরিবারের এপি এল কার্ড বি পি এল করার প্রক্রিয়া শুরু হয়েছে।

আবাস যোজনায় নতুন বাড়ি বানাতে টাকা দেওয়া শুরু করলো সরকার। লিস্টে আপনার নাম আছে?

কিছু এ পি এল ক্যাটাগরির কার্ড বিপিএল ক্যাটাগরির পরিবর্তন করা হয়েছে। আগামীদিনে এই কাজ আরও দ্রুত সম্পন্ন করা হবে যাতে কোনো বি পি এল সুবিধাভোগীদের এ পি এল কার্ড ব্যাবহার না করতে হয় সেইদিকেই লক্ষ্য রাখা হবে। রাজ্যের খাদ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের জনসাধারণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button