Railway Recruitment – ভারতীয় রেলে নতুন করে হাজার হাজার SI এবং কনস্টেবল নিয়োগ। HS পাশ হলেই আবেদন করুন।

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। যারা একটা সরকারি চাকরির (Railway Recruitment) জন্য হন্যে হয়ে বসে অপেক্ষা করছেন তাদের এই প্রতিবেদনটি অনেক গুরুত্তপূর্ণ হতে চলেছে। ভারতীয় রেলে হাজার হাজার SI (Sub Inspector) ও কনস্টেবল (Constable) পদে নিয়োগ করা হবে। পদের নাম, বেতন, যোগ্যতা, আবেদন পদ্ধতি সমূহ আলোচনা করা হলো। আর এই ধরনের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের পেজতি ফলো করুন।

Indian Railway Recruitment Post of RPF Constable & SI

  • পদের নাম ও শূন্যপদ
  • আবেদন যোগ্যতা
  • বয়স সীমা
  • বেতন স্কেল
  • অ্যাপ্লিকেশন ফি
  • আবেদনের সময়সীমা

পদের নাম ও শূন্যপদ

ভারতীয় রেল বিভাগের যে পদে চাকরীপ্রার্থীরা আবেদন করবে সেই পদের নাম হলও সাব ইন্সপেক্টর বা Sub Inspector ও কনস্টেবল বা Constable. এই পদের মোট শূন্যপদের সংখ্যা হলো RPF কনস্টেবল পদে 4208 জন যোগ্য চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে।

RPF সাব ইন্সপেক্টর (SI) পদের মোট শূন্য পদের সংখ্যা ৪৫২ জন। বিজ্ঞপ্তি অনুসারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে বলা হয়েছে বিভিন্ন জোনের জন্য ৫০০০ জন করে নিয়োগ করা হবে।

আবেদন যোগ্যতা

ভারতীয় রেল বিভাগে বা Railway Recruitment এর RPF কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। RPF সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর ভারত সরকার স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স সীমা

ভারতীয় রেল বিভাগে বা Railway Recruitment এর কনস্টেবল পদের জন্য আবেদনকারীকে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে এস সি ও এস টি ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। SI পদের জন্য ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে ভারত সরকারের নিয়ম অনুসারে এস সি ও এস টি ক্যাটাগরির চাকরি প্রার্থীদের কিছুটা বয়সের ছাড় রয়েছে।

পোস্ট অফিসে প্রচুর শূন্যপদে শুধুমাত্র মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে।

বেতন স্কেল

কনস্টেবল পদের জন্য নির্বাচিত হবে যারা (Railway Recruitment) তারা মাসিক ২১ হাজার ৭০০ টাকা করে বেতন পাবে। এবং যে সমস্ত চাকরিপ্রার্থী সাব-ইন্সপেক্টর পদের জন্য চাকরি পাবে তারা ৩৫ হাজার ৪০০ টাকা করে বেতন পাওয়া শুরু করবে।

BSK Recruitment - বাংলা সহায়ক কেন্দ্রে চাকরি

অ্যাপ্লিকেশন ফি

এই ভারতীয় রেল বিভাগে বা Railway Recruitment এর পরীক্ষার আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনেই পরীক্ষা ফি দিতে হবে। এস সি ও এস টি ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা করে আবেদন ফী দিতে হবে। OBC/Gen/EWS ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের ৫০০ টাকা করে অ্যাপ্লিকেশন ফী ধার্য করা হয়েছে। সমস্ত মহিলা প্রার্থীদের 250 টাকা করে আবেদন ফী দিতে হবে।

সরকারি ব্যাংকে আকর্ষণীয় বেতনে চাকরির সুবর্ণ সুযোগ। দ্রুত আবেদন করুন।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হবে ১৫/০৪/২০২৪ থেকে এবং শেষ হবে আবেদন (Railway Recruitment) পত্র জমা দেওয়া শুরু হবে এবং শেষ দিন 14/05/2024 তারিখে। তাই যদি এই পরীক্ষায় অংশ নিতে চান আগেভাগেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। যদি এই পরীক্ষা সংক্রান্ত আরও তথ্য জানতে চান অফিসিয়াল বিজ্ঞপ্তি ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button