Dearness Allowance – আদালতের নির্দেশে আবারও বাড়ছে DA! অবশেষ রাজ্য সরকারি কর্মীদের এতদিনের ইচ্ছে পূরণ হতে চলেছে।
রাজ্য সরকারি কর্মীদের সরকারের বিরুদ্ধে Dearness Allowance বা মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন প্রায় একবছরের বেশি সময় ধরে অব্যাহত আছে। কেন্দ্রীয় হারে DA বৃদ্ধির দাবিতে সোচ্চার হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। পথ অবরোধ, মিছিল, মিটিং থেকে শুরু করে এই আন্দোলন মামলা পর্যন্ত পৌছিয়েছে। যদিও প্রথমে হাইকোর্টে মামলা করলেও বর্তমানে সুপ্রিম কোর্টে মামলা চলছে।
WB Govt Employee Dearness Allowance 14% Hike
রাজ্য সরকারি কর্মীরা হাইকোর্টে (Dearness Allowance) মামলা করলে সেই মামলার রায় তাদের দিকেই গিয়েছিল। কিন্ত রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলার শুনানি ডেট এর পর ডেট পিছিয়ে যাচ্ছিল। রাজ্য সরকারি কর্মীরা একপ্রকার হতাশ হয়ে গিয়েছিলেন।
তবুও আন্দোলন অব্যাহত রেখেছিলেন। তাদের দাবি না মেটানো পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এমনটাই দাবি তাদের। সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে এই আন্দোলন বড়সড় রূপ নেবার চেষ্টায় ছিলেন তারা। যদিও বাজেট পেশের সময় মাত্র ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিলেন সরকার।
যদিও এই ৪ শতাংশ Dearness Allowance বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কোনরকম প্রতিক্রিয়া দেখায়নি কর্মীরা। ৪ শতাংশ DA বৃদ্ধি পেলেও রাজ্য সরকারি কর্মীদের মোট DA পরিমান মাত্র ১৪ শতাংশ। যেখানে কেন্দ্রীয় কর্মচারীরা বর্তমানে ৫০ শতাংশ হারে DA পেয়ে থাকেন।
এদিকে নতুন বছর শুরুর আগেই এক সুখবর দিলেন রাজ্য সরকার। নতুন করে বৃদ্ধি পাচ্ছে Dearness Allowance বা মহার্ঘ ভাতা, ঠিক কতটা বাড়লো DA? কেন্দ্রের সাথে আর কতটা ফারাক থাকলো সবকিছু জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদনটি।
টেট নিয়ে ফের প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ! চাকরি প্রার্থীদের ঠিক কি জানালেন তিনি?
এমনই আন্দোলনের পর গত বছর রাজ্য সরকার ৬ শতাংশ থেকে ৪ শতাংশ DA বৃদ্ধি করে ১০ শতাংশ করেছিল। এরপর ইংরেজি নতুন বছরের শুরুতে আরও ৪ শতাংশ বৃদ্ধি করে ১৪ শতাংশ করলেন। এই বর্ধিত Dearness Allowance বা মহার্ঘ ভাতা মে মাস থেকে কার্যকর হবে।
যদিও কেন্দ্রের সমান হতে এখনো অনেক দেরি। আর কেন্দ্রের সমান DA না মেটানো পর্যন্ত কর্মীদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু। শোনা যাচ্ছিল লোকসভা ভোটের আগেই তারা আন্দোলন জোরদার করার হুশিয়ারি দিয়েছিলেন।
রাজ্য সরকারি কর্মীদের মাথায় হাত! DA আবহে নতুন নির্দেশিকা জারি হল।
সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী জুলাই মাসে ফের সুপ্রিমকোর্টে রাজ্যের সরকারি কর্মীদের Dearness Allowance বা মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানি পর্ব রয়েছে। এখন দেখা যাক ভোটের পরেই শুনানির ডেট কি হতে চলেছে! সরকারি কর্মীদের ভাগ্য সদয় হয় কিনা নাকি একই থাকে। এবারের শুনানির ডেট খুবই গুরুত্বপুর্ণ হতে চলেছে।