Post Office Recruitment – পোস্ট অফিসে প্রচুর শূন্যপদে শুধুমাত্র মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ হচ্ছে।

কেন্দ্রের তরফ থেকে আবারও একটি (Post Office Recruitment) চাকরির ঘোষণা করা হলো। ভারতীয় ডাক বিভাগ নামটি আমাদের সকলের কাছে পরিচিত। জীবনে কোনো না কোনো প্রয়োজনে ডাক বিভাগে আমরা সকলেই গেছি বা ডাক বিভাগ থেকে আমাদের কাছে চিঠি এসেছে। এবার এই ডাক বিভাগের পক্ষ থেকেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Indian Post Office Recruitment 9 Lakh Vacancy Apply Now

নারী পুরুষ উভয় জাতি নির্বিশেষে সকলেই এই Post Office Recruitment এর পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। এত বিপুল পরিমাণে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যার ফলে চাকরি প্রার্থীরা খুবই খুশি। তবে টা অবশ্যই সারা ভারতবর্ষের জন্য। পশ্চিমবঙ্গ সহ ভারতের যেকোনো প্রান্ত থেকে মানুষ এই পদগুলোর জন্য আবেদন জানাতে পারবেন।

Post Office Recruitment বা ভারতীয় ডাক বিভাগের এতগুলো পদের জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যার ফলে একাধিক চাকরিপ্রার্থী আবেদন জানাতে পারবেন। আসুন আজকের রিপোর্টের মাধ্যমে জেনে নিন কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন তার সাথে আরো গুরুত্বপূর্ণ তথ্য।

  • পদের নাম ও শূন্যপদ
  • শিক্ষাগত যোগ্যতা
  • বেতন ও বয়স
  • আবেদন পদ্ধতি
  • আবেদনের শেষ তারিখ

পদের নাম ও শূন্যপদ

ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে যে গ্রামীণ ডাক সেবক, পোস্টম্যান, মেইল গার্ড এর পোস্ট গুলিতে রিক্রুটমেন্ট (Post Office Recruitment) করা হবে। ভারতের সব জায়গা মিলিয়ে পোস্টম্যান এর শূন্যপদ সংখ্যা ৫৯,০৯৯, মেলগার্ড – ১৪৪৫ টি এবং গ্রামীণ ডাক সেবক ৩৭৫৩৯ টি।

সব মিলিয়ে মোট শূন্যপদ ৯৮০৮৩ টি। পশ্চিমবঙ্গে কর্মী নিয়োগের সংখ্যা পোস্টম্যান পদে ৫২৩১ টি, মেলগার্ড ১৫৫ টি এবং গ্রামীণ ডাক সেবক ৩৭৪৪ টি। সুতরাং সব মিলিয়ে পশ্চিমবঙ্গে মোট ৯১৩০ জন প্রার্থী আবেদন জানাতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

ভারতীয় ডাক বিভাগের (Post Office Recruitment) পক্ষ থেকে মোট ৩ টি পদের ৯৮,০৮৩টি শূন্যপদের উল্লেখ করা হয়েছে যেখানে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া উচ্চযোগ্যতা সম্পন্ন ব্যক্তিরাও এখানে আবেদন জানতে পারবেন। যেহেতু মাধ্যমিক পাশ বলা হয়েছে সুতরাং রাজ্যের মাধ্যমিক পাশের সংখ্যা অত্যধিক তারা আর দেরি না করে চটজলদি এই পদগুলিতে আবেদন জানান।

রাজ্য সরকারি প্রকল্পে 22 হাজার টাকা বেতনে জেলাস্তরে কর্মী নিয়োগ!

বেতন ও বয়স

Post Office Recruitment এ প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন কাঠামো হলেও প্রত্যেকটি পদের ক্ষেত্রে বেতন ২৫,৫০০ থেকে শুরু হয়েছে। যা একটি ভালো মানের বেতন গণ্য করা হচ্ছে গ্রুপ ডি লেভেলের পদের জন্য। তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই সকল পদে আবেদনের জন্য আপনার বয়স নিম্নতম ১৮ হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর। এর মধ্যবর্তী ব্যক্তিরাই কেবল মাত্র আবেদন জানতে সক্ষম হবেন।

Gram Panchayat Recruitment 2024 - গ্রাম পঞ্চায়েতে নিয়োগ ২০২৪

আবেদন পদ্ধতি

  • আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনে হবে ।
  • আবেদন করার জন্য আপনাকে সর্বপ্রথম ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট india
  • Post.gov.in এ যেতে হবে।
  • সেখানের রেজিস্ট্রেসন করার পর আসল ফর্মটি আপনার কাছে চলে আসছে।
  • সেই ফর্মটি ফিল আপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস ও সিগনেচার ও পাসপোর্ট সাইজের ফটো স্ক্যান করে দিতে হবে।

জলবিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ শুরু। কিভাবে আবেদন করবেন?

আবেদনের শেষ তারিখ

এই সকল পদে ইন্টারভিউ ও লিখিত পরীক্ষার দুটো পদ্ধতি অবলম্বন করেই যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তার ওপর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার পর আসল মেধা তালিকা প্রকাশ করা হবে। মে জুন মাস পর্যন্ত এই আবেদন প্রক্তিয়া চলতে থাকবে। আবেদনের জন্য আবেদন ফী দিতে হবে যা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button