Lakshmir Bhandar – লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন তো? এইভাবে আবেদন করলে আপনিও টাকা পাবেন।
২০২৪ এর বাজেটে রাজ্য সরকারের অধীনস্থ সবচেয়ে জনপ্রিয় প্রকল্প Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ানো হয়েছে। তবে ঘোষণার ঠিক কদিন পর থেকে এই বর্ধিত টাকা পেতে শুরু করবেন প্রকল্পের আয়তাভুক্তো মহিলারা সেই নিয়ে অনেকের মনের প্রশ্ন? তবে আপনাদের জানিয়ে রাখি চলতি মাস থেকেই ঘরে লক্ষ্মী ঢুকতে শুরু করে দিয়েছে রাজ্যের লক্ষ্মীর ঘরে।
How to Apply Lakshmir Bhandar Scheme Status Check
রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মহিলাদের হাত খরচা বাবদ বা যেকোনো দরকারে যাতে তাদের হাতে টাকা থাকে সেই উপলক্ষ্যে Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন। মহিলাদের প্রতি এমন উন্নয়নমূলক স্টেপ নেওয়ার জন্য তিনি দেশ বিদেশে বিভিন্ন পুরস্কারে সম্মানিতও হয়েছেন।
Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২০২১ সাল থেকে সাধারণ সম্প্রদায়ের মহিলারা যারা ২৫ বছর থেকে ৬০ বছর বয়সের মধ্যবর্তী বয়সে রয়েছে তারা ৫০০ টাকা করে পেতেন এবং যারা তপশিলি ও তপশিলি উপজাতিদের জন্য ১০০০ টাকা করে পেতেন।
এখন ২০২৪ সালের বাজেটেটা বেড়ে সাধারণ সম্প্রদায়ের ১০০০ টাকা এবং তপশিলি ও তপশিলি উপজাতিদের জন্য ১২০০ টাকা করা হয়েছে। এপ্রিলের শুরুতেই এই টাকা রাজ্যের মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। ১ লা এপ্রিল ব্যাংক বন্ধ থাকার দরুন ২ রা এপ্রিল থেকেই এই টাকা ঢুকতে শুরু করে দেয়।
দেশের প্রায় ১ কোটি ৯৯ লাখ টাকা মহিলার অ্যাকাউন্টে বর্ধিত হারে ঢুকে গিয়েছে। যাদের বয়স ৬০ বছর পেরিয়েছে এই বছরই এমন ৬ লাখ মহিলা Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভান্ডার বা লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতায় অন্তর্ভুক্ত হয়েছেন এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
শাসক দলের এই রূপ সিদ্ধান্তে অনেক দিন আগেই খুশি হয়েছিলেন রাজ্যের মহিলা সহ অনেক পুরুষই। তবে সেই টাকা এত দ্রুত ব্যাংকে ঢোকায় তারা যেন আনন্দে আত্নহারা। ২০২৪ অ্যাসেসমেন্ট ইয়ার চাকরি প্রার্থী সহ রাজ্যের নারীদের কাছেও সুফল প্রদান করেছে।
এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফ থেকে দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে Lakshmir Bhandar বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের সুবিধা রাখা হয়েছিলো এখন সেই সুবিধা আরো বাড়ানো হলো। দুয়ারে সরকারের জন্য আর অপেক্ষা করতে হবে না নারীদের। তারা এখন বছরের যেকোনো সময়ই প্রকল্পের আবেদন জানতে পারবেন।
পিএম কিষানের নতুন পোর্টাল চালু। এখন 2 মিনিটে হবে সব সমস্যার সমাধান।
তবে যে সকল মহিলারা সরকারি বা সরকারের অধীনস্থ কোনো বিধিবদ্ধ্য সংস্থায় চাকরি করেন তারা লক্ষ্মীর ভান্ডারের আবেদন জানাতে পারবেন না। যারা পঞ্চায়েত এলাকায় থাকেন যারা স্থানীয় কোনো বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে আবেদন জানতে পারবেন এবং যারা পৌরসভার অন্তর্গত তারা কোনো মিউনিসিপ্যাল অফিসে গিয়েও আবেদন জানাতে পারবেন।
সুতরাং দেরি না করে যেসকল মহিলারা আবেদন করেননি যাদের বয়স 26 বছর হতে চলেছে এই বছরই তারা চটজলদি স্থানীয় কোনো বিডিও অফিসে (BDO Office) বা মিউনিসিপালিটিতে গিয়ে সরাসরি আবেদন জানাতে পারবেন। এর জন্য আপনাদের কয়েকটি প্রয়োজনীয় ডকুমেন্টস দরকার হবে। সেইগুলি হল –
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় চমক মাসের শুরুতেই। মা বোনেদের জন্য খুশির খবর।
- ফিল আপ করা ফর্ম,
- আধার কার্ডের কপি
- স্বাস্থ্য কার্ডের কপি
- ব্যাংক ডিটেলস
- রঙিন পাসপোর্ট সাইজের ফটো
- এছাড়া আপনি যদি তপশিলি জাতি বা তপশিলি উপজাতির অন্তর্গত হন তাহলে তার সারটিফিকেট।