Food SI – ফুড এস আই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। কিন্তু কবে? বিস্তারিত জেনে নিন।
কয়েকদিন আগেই Food SI বা ফুড এস আই পরীক্ষা হয়ে গেল। ১৬ ও ১৭ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবারের খাদ্য দপ্তরের এই পরীক্ষায় বহু চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিল। বর্তমানে সরকারি চাকরির খুবই বেহাল দশা। একদিকে যেমন শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে তেমনি এবার ফুড এস আই পরীক্ষার দুর্নীতির অভিযোগে উঠে আসলো। বর্তমানে চাকরির পরীক্ষা হলেও কোনো নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি আর বেরোয় না।
WBPSC Food SI Exam Result will be Publish Soon
কোনো না কোনো ভাবে প্রশ্ন ফাঁস বা অন্য কোনো দুর্নীতির অভিযোগে সেটা বাতিল হয়ে যায়। তবুও Food SI বা ফুড এস আই পরীক্ষার্থীরা অনেক আশা নিয়ে চাকরির ফ্রম ফিলাপ করে। পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। ঠিক এমনভাবেই যখন খাদ্য দপ্তরের এস আই পদে বা Food SI চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছিল তখন বহু চাকরিপ্রার্থী ফ্রম ফিলাপ করেছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল শুন্য পদের সংখ্যা ৪৮০ টি। এই ৪৮০ টি পদের জন্য Food SI বা ফুড এস আই পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ১৩ লক্ষ। পরীক্ষা হয়েছিল দুদিন ধরে। ১৬ ও ১৭ মার্চ দুদিন ধরে পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে পরীক্ষা শেষ হতে না হতেই প্রশ্ন ফাঁসের অভিযোগে ওঠে।
এই নিয়ে পরীক্ষার্থীরা আন্দোলন অবধি করে পরীক্ষা হলের সামনে দাড়িয়ে। এরপরই তারা দাবি জানায় পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নিতে হবে। কিন্ত এই দাবি কি মানবে Food SI বা ফুড এস আই বা খাদ্য দপ্তর দ্বিতীয়বার পরীক্ষা নিলে সেটা কবেই বা নেওয়া হবে নাকি এই পরীক্ষার ফলই প্রকাশ করা হবে কি বলছে খাদ্য দপ্তর জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত, এই Food SI বা ফুড এস আই পরীক্ষা শুরু হয় দুপুর ১২ টা থেকে। আর প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় ১১.৪২ মিনিটে। এমনকি এই পরীক্ষার প্রশ্নপত্র চড়া দামে বিক্রি হয়েছে বলে সূত্রের খবর। অনেক পরীক্ষার্থীরা জানিয়েছেন যে পরীক্ষা হলে ফোন নিয়ে যাওয়ার অনুমতি ছিল। যেটা দেখা যায়না অন্যান্য পরীক্ষা ক্ষেত্রে।
কিন্ত এই Food SI বা ফুড এস আই পরীক্ষায় ফোন নিয়ে যাওয়ার অনুমতি থাকায় প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছেন। সেদিন পরীক্ষার্থীরা হলের বাইরে একবার অবরোধ, আন্দোলন করে এবং পরে ১৯ ও ২০ মার্চ দ্বিতীয়বারের মতন পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায়।
তবে এই অভিযোগের কথা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ স্বীকার করেছে। কিন্ত কমিশন বলেন তারা কয়েকটি জেলা থেকে এই খবর পেয়েছেন। পুলিশের মারফত এই খবর এসে পৌঁছিয়েছে। যদি সমস্ত জেলা থেকে এই খবর আসে তাহলে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজ্যের জেলায় জেলায় BDO অফিসে কর্মী নিয়োগ। DEO বা ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরির সুযোগ।
তবে সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, কোনো দ্বিতীয়বারের মতন পরীক্ষা হবেনা বরং খুব দ্রুত এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের বা PSC দপ্তরে পরীক্ষায় খাতা দেখা চলছে জোরকদমে। কিন্ত এই পরীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি।
ঠিক কি হতে চলেছে তার সুস্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি। তবে চাকরিপ্রার্থীরা অনেক আশা নিয়ে ফ্রম ফিলাপ করে দিন রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেয় সেই পরীক্ষায় দুর্নীতির অভিযোগে উঠলে তাদের স্বপ্নভঙ্গ ছাড়া আর কোনো গতি নেই।
উচ্চ কোম্পানীতে প্রাইভেট চাকরির সুযোগ। সরকারি চাকরির মতো সুবিধা। ইনফোসিসে কর্মী নিয়োগ।
যদি দ্বিতীয়বার এই Food SI বা ফুড এস আই পরীক্ষা নেওয়া হয় তাহলে তাদের আন্দোলন অবরোধ স্বার্থক হতো। কিন্ত এই পরীক্ষার ফলাফল ঘোষনা হলে সেটা যে স্বচ্ছ ভাবে হবেনা সেটাতো বোঝাই যাচ্ছে। এখন দেখা যাক খাদ্য দপ্তর এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেন কিনা তাহলেই সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে।