Clerk Recruitment – রাজ্যে আবারও 20 হাজার টাকা বেতনে ক্লার্ক পদে কর্মী নিয়োগ শুরু। আবেদন পদ্ধতি জেনে নিন।
চাকরি পরীক্ষার্থীদের জন্য সুখবর। প্রকাশ্যে এসেছে নতুন বিজ্ঞপ্তি। নিয়োগ (Clerk Recruitment) করা হচ্ছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্ত কলকাতার কাস্টডিয়ান অফিসের পক্ষ থেকে। কর্মী নিয়োগ করা হবে ডেপুটেশনের ভিত্তিতে। যেসব পরীক্ষার্থীরা হন্যে হয়ে চাকরির খোঁজ করছেন তারা জেনে নিন এই পদে আবেদন করার জন্য বয়সসীমা কত থাকবে? মাসিক বেতন কী হবে? কীভাবেই বা করবেন আবেদন?
UDC Clerk Recruitment in 2024
- নিয়োগ সংস্থার ও পদের নাম
- মোট শূন্যপদ ও বয়স সীমা
- মাসিক বেতন
- শিক্ষাগত যোগ্যতা
- আবেদন পদ্ধতি
- আবেদনের শেষ তারিখ
নিয়োগ সংস্থার ও পদের নাম
রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্ত কলকাতার কাস্টডিয়ান অফিসের পক্ষ থেকে “আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ বা UDC Clerk Recruitment” করা হবে। কর্মী নিয়োগ করা হবে ডেপুটেশনের ভিত্তিতে।
মোট শূন্যপদ ও বয়স সীমা
আপাতত এই আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ বা UDC Clerk Recruitment পদে নিয়োগ করার জন্য শূন্য পদ রয়েছে মাত্র একটি। এবং এই পদে যে সমস্ত চাকরিপ্রার্থীরা আবেদন করতে চাইছেন তাদের সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৫৬ বছর।
মাসিক বেতন
যে পার্থী এই আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ বা UDC Clerk Recruitment পদে আবেদন করতে চান এবং পরবর্তীতে যারা এই পদের জন্য নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে বেতন রাখা হয়েছে সর্বনিম্ন ৫২০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,২০০ টাকা অবধি। গ্রেড পে ২৪০০ টাকা পারিশ্রমিক হিসাবেও দেওয়া হয়ে।
শিক্ষাগত যোগ্যতা
যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ বা UDC Clerk Recruitment পদে আবেদন করবেন বলে ভেবেছেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, কেন্দ্রীয় সরকারের আধিকারিকগণ নিয়মিত ভিত্তিতে অভিভাবক ক্যাডার বিভাগের অনুরূপ পদের অতিষ্ঠ বা এলডিসি গ্রেডে ইজিস্ট দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
HS পাশে রাজ্যে আবারও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থী এই আপার ডিভিশন ক্লার্ক নিয়োগ বা UDC Clerk Recruitment পদে আবেদন করতে পারবেন ইমেইলের মাধ্যমে। যে সমস্ত পরীক্ষার্থীরা আবেদন করতে চাইছেন তাদের অনলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবেন।
সংস্থার বিজ্ঞপ্তিতে আবেদন পত্রটি রয়েছে সেটিকে A4 পেপারের মধ্যে প্রিন্ট আউট বার করে প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে এবং নথিপত্র অ্যাটাচ করে পিডিএফ বানিয়ে স্ক্যান করতে হবে। সেই pdf সাবমিট করে দিতে হবে এই ইমেইলের (admn.del-cepita.govcontractor.in) মধ্যে।
পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। বেতন যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস দেখুন।
আবেদনের শেষ তারিখ
এপ্রিল মাসের ৪ তারিখে শেষ আবেদন পত্র জমা নেওয়া হবে। এর চেয়ে বিশদে জানার জন্য অবশ্যই পড়ুয়াদের অনুরোধ করা হচ্ছে তারা যেন সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেন। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অফিশিয়াল ওয়েবসাইট (www.mha.gov.in/en) এর মাধ্যমে। আরো ভালোভাবে সম্পূর্ণ কিছু জানার জন্য অবশ্যই নিজে দায়িত্বে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন।