Blue Aadhaar Card – পুরানো আধার বাতিল! শিশুদের জন্য করতে হবে নতুন কার্ড? আবেদন পদ্ধতি জেনে নিন।
শিশুদের জন্য চালু হলো Blue Aadhaar Card বা নীল আধার কার্ড। প্রত্যেক ব্যক্তির কাছে আধার কার্ড খুবই গুরত্বপূর্ণ নথি। যেটা ছাড়া কোনো কাজই সম্পূর্ণ হবেনা। যে কোনো অফিসিয়াল কাজে, স্কুল কলেজে ভর্তির সময়, চাকরির ক্ষেত্রে, ঘুরতে গিয়ে হোটেল বুকিং, ব্যাংক একাউন্ট তৈরির সময়, সরকারি প্রকল্পে এমন বিভিন্ন কাজে আধার কার্ড বিশেষ ভূমিকা রাখে। আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ন ডকুমেন্টস।
How to Apply Blue Aadhaar Card for Children
- নীল আধার কার্ডের বৈশিষ্ট্য
- কেন নীল আধার কার্ড করবেন?
- অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি
- অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি
- প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হলো
নীল আধার কার্ডের বৈশিষ্ট্য
সমগ্র ভারতের যেকোনো প্রান্তেই আধার কার্ড সমানভাবে গ্রহণযোগ্য। আধার কার্ডের মধ্যেই এক বিশেষ কার্ড হলো Blue Aadhaar Card বা নীল আধার কার্ড। এটি মূলত শিশুদের জন্য তৈরি করা হয়েছে। সাধারণত আধার কার্ড তৈরি করা হয় ৫ বছরের বয়স থেকে।
কিন্ত তার নিচে শিশুদের কোনো আধার কার্ড থাকেনা। তবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI -এর তরফ থেকে ২০১৮ সাল থেকে সদ্যোজাত থেকে শুরু করে পাঁচ বছরের কম সমস্ত শিশুদের জন্যেই Blue Aadhaar Card বা নীল আধার কার্ড চালু করেছে।
একজন ব্যক্তির আধার কার্ড যেমন একটি পরিচয় পত্র যেখানে তার নাম, ঠিকানা ব্যক্তিগত তথ্য দেওয়া থাকে। এছাড়া ১২ সংখ্যার একটা নম্বর থাকে। তেমনই শিশুদের একটি বিশেষ ধরনের আধার কার্ড হল এই Blue Aadhaar Card বা নীল আধার কার্ড। এটি অনেকাংশে সাধারণ আধার কার্ডের মতই।
শিশু বায়োমেট্রিক এবং জনসংখ্যা সংক্রান্ত তথ্যকে ১২ ডিজিট সংখ্যার দ্বারা লিঙ্ক করা হয় এই আধার কার্ডের সাহায্যে। এছাড়া বিশেষ ভাবে ডিজাইন করা থাকে। শিশু খুব ছোট হওয়ায় এই Blue Aadhaar Card বা নীল আধার কার্ড তৈরিতে শিশুর আইরিস স্ক্যান এবং শিশুর আঙুলের ছাপ নেওয়া হয় না।
কেন নীল আধার কার্ড করবেন?
Blue Aadhaar Card বা নীল আধার কার্ডের মাধ্যমে আপনি শিশুর রেজিস্ট্রেশন করালে অনেক সরকারি সুবিধা পাবেন আপনার শিশুর জন্য। বর্তমানে সরকারের তরফ থেকে প্রচলিত একাধিক কল্যান মূলক প্রকল্প এবং বৃত্তির সুবিধা উপভোগ করার জন্য এই আধার কার্ডের গুরুত্ব রয়েছে।
Blue Aadhaar Card বা নীল আধার কার্ড থাকলে আপনার সন্তান-সন্ততি খুব সহজেই উক্ত পরিষেবা গুলি গ্রহণ করতে পারবে। শিশুদের টিকাকরণ থেকে শুরু করেই স্কুলে ভর্তির যাবতীয় কাজ সম্পন্ন করার জন্য এই Blue Aadhaar Card বা নীল আধার কার্ডটি প্রয়োজন। এছাড়া একটি শিশু জন্মানোর পরে সেও নাগরিক হয় এই দেশের।
তাই তার পরিচয় পত্র ও ঠিকানা ভেরিফিকেশনে জন্য এই নীল আধার কার্ড গুরুত্তপূর্ণ। আপনি এই Blue Aadhaar Card বা নীল আধার কার্ড চাইলেই অনলাইন ও অফলাইন এই দুটি পদ্ধতির মাধ্যমেই আবেদন করতে পারবেন। চলুন আবেদন পদ্ধতি জেনে নেওয়া যাক।
অনলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি
- আপনাকে প্রথমে ‘UIDAI’-এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- ‘My Aadhaar’ অপশনে গিয়ে ‘Book an Appointment’ অপশনে ক্লিক করতে হবে।
- এরপর ‘My Aadhaar Card’ অপশনটি নির্বাচন করার পর আপনার মোবাইল নম্বরটি এবং ক্যাপচা দিতে হবে।
- ‘Relationship with Head of Family’ অপশনে গিয়ে Child (০-৫ বছর) নির্বাচন করতে হবে।
উক্ত পদ্ধতি অবলম্বন করে আপনার কাছের আধার সেবা কেন্দ্রের জন্য একটি সাক্ষাতে তারিখ নির্ধারণ করতে হবে।
3 মাসের মধ্যেই পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দিতে হবে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ।
অফলাইনের মাধ্যমে আবেদন পদ্ধতি
- আপনাকে প্রথমে নিকটবর্তী আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে যেতে হবে।
- সেখানে জানাতে হবে আপনি আপনার শিশুর জন্য নীল আধার কার্ড তৈরি করতে চান।
- আধার কার্ড তৈরির জন্য আপনাকে আধার কেন্দ্রের তরফ থেকে একটি ফর্ম দেওয়া হবে।
- আপনি সেই ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে জমা দিন।
প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো হলো
- শিশুর পিতা-মাতার আধার কার্ড
- শিশুর জন্মের পরিচয় পত্র হিসেবে বার্থ সার্টিফিকেট
- শিশুর পিতা মাতার ঠিকানার প্রমাণ অর্থাৎ বিদ্যুতের বিল, রেশন কার্ড ইত্যাদি।
- শিশুর দুই কপি পাসপোর্ট সাইজ ফটো
আবেদনের 3 মাসের মধ্যে দিতে হবে রেশন কার্ড। কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের।
রেজিস্ট্রেশন করানোর জন্য পিতা মাতার মধ্যে একজন অভিভাবককে আধার কেন্দ্রে যেতে হবে। নীল আধার কার্ডটি শিশুর পিতা অথবা মাতা যে কোন একজনের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকবে। রেজিস্ট্রেশনের পর নীল আধার কার্ড পাওয়ার জন্য ন্যূনতম ৬০ দিন সময় অপেক্ষা করতে হয়।
এভাবেই আপনি আপনার শিশুর জন্য নীল আধার কার্ড খুব সহজেই তৈরি করতে পারেন।