Bank Holidays – এইমাসে রবিবারেও ব্যাংক খোলা থাকবে। সমস্ত কর্মীদের ছুটি বাতিল! RBI এর কড়া নির্দেশ।
বড় সিদ্ধান্তের পথে রিজার্ভ ব্যাংক। ব্যাংক কর্মীদের ছুটি বা Bank Holidays নিয়ে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। গত বুধবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রিজার্ভ ব্যাংক নিজেদের সিদ্ধান্তের কথা প্রকাশে এনেছে। যা দেখে রীতিমতো ব্যাংকের কর্মীদের একপ্রকার অবস্থা খারাপ হয়ে গিয়েছে বলা যেতে পারে। কেননা তাদের ছুটিতে রীতিমতো ছেদ পড়তে চলেছে। এমনকি ছুটি থাকছে না রবিবারেও!
RBI Cancelled Bank Holidays for Year Ending Month
ভারতবর্ষের ব্যাঙ্কগুলির ওপরে যে সংস্থাটি রয়েছে তা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বিভিন্ন ব্যাংকে চালনা করার জন্য সমস্ত নিয়ম তৈরি করা হয়ে থাকে এই সংস্থার পক্ষ থেকেই। তবে সম্প্রতি এমন এক সিদ্ধান্তের কথা তারা ঘোষণা করেছেন যা দেখে রীতিমতো শিউরে উঠেছেন প্রত্যেকে।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে বাতিল করা হচ্ছে রবিবারের Bank Holidays বা ছুটি। সেখানে আরো উল্লেখ রয়েছে রবিবার দেশের প্রতিটি ব্যাংক খোলা রাখতে হবে। তবে আচমকা এমন কেন নির্দেশ? রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে Bank Holidays বা ছুটি বাতিল করার প্রসঙ্গ তুলেছে।
জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের কথা মাথায় রেখেই এই Bank Holidays বা ছুটি বাতিল করার মতো সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে চলছে মার্চ মাস। মার্চ মানেই অর্থবর্ষের শেষ। চলতি বছর অর্থবর্ষের শেষ মাসেই একটানা পড়ে গিয়েছে ছুটি। ২৯ শে মার্চ শুক্রবার রয়েছে গুড ফ্রাইডে।
এই দিন সব জায়গাতেই ব্যাংক বন্ধ রাখার নিয়ম। ঠিক তারপরের দিনই রয়েছে ৩০ শে মার্চ শনিবার অর্থাৎ চতুর্থ শনিবার। ব্যাংকের নিয়ম অনুযায়ী চতুর্থ এবং দ্বিতীয় শনিবার যে Bank Holidays বা ছুটি থাকে এটা কারোরই অজানা নয়। তারপরে আবার রয়েছে ৩১ শে মার্চ এটাই ইয়ার এন্ডিং এর শেষ দিন, তাও আবার পড়েছে রবিবার।
রাতারাতি বড়লোক হতে চান? এইভাবে লটারি কাটুন আর পুরষ্কার জিতে নিন।
অন্যদিকে, পহেলা এপ্রিল ব্যাংক কর্মীরা ছুটি পেয়ে থাকেন। এখানে অবস্থায় একপ্রকার বাধ্য হয়ে রবিবারের Bank Holidays বা ছুটি বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্ধবর্ষের শেষে মার্চ মাসের এই ছুটিতে গ্রাহকরা কোথায় যাবে! কীভাবেই বা হবে সমস্ত কাজকর্ম!
একপ্রকার এই প্রশ্নই নাজেহাল করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রধান কর্মকর্তাকে। রবিবার ৩১শে মার্চ ব্যাংক খোলা থাকবে। গ্রাহকদের সুবিধার ছাড়াও ব্যাংকের আর্থিক লেনদেনের ওপর কোনো রকম যাতে প্রভাব না পড়ে সেই দিকেই তাকেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। শুধুমাত্র যে ব্যাংক কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এমন কিন্তু নয়।
রবিবারে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিলো RBI. গ্রাহকদের কতটা সুবিধা হবে? কোন কোন ব্যাংক খোলা থাকবে?
যে সকল কর্মীরা রয়েছেন আয়কর বিভাগে তাদেরও ছুটিতে দাঁড়ি টানা হয়েছে এই দিন। ২৯ শে মার্চ গুড ফ্রাইডের Bank Holidays বা ছুটি বাতিল করার পাশাপাশি ৩০ ও ৩১ তারিখ শনি ও রবিবারের ছুটিও বাতিল করে দেয়া হয়েছে তাদের। অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৯ থেকে ৩১ শে মার্চ দেশের সমস্ত আয়কর দপ্তরের অফিসে যথাযথ কাজ হবে।