Gram Panchayat Recruitment 2024 – গ্রাম পঞ্চায়েতে নিয়োগ চলছে। 6652 টি শূন্যপদ, মাধ্যমিক পাশে নিজের এলাকায় চাকরি।

সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করলো চাকরির। রাজ্যের Gram Panchayat Recruitment 2024 বা ২০২৪ এ গ্রাম পঞ্চায়েতে নেওয়া হবে অনেক কর্মী। আপনি যদি এই মুহূর্তে সরকারি চাকরির জন্য বসে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজকের প্রতিবেদনে রয়েছে চাকরি সংক্রান্ত তথ্য যেমন শূন্য পদ, যোগ্যতা, বয়স সীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

Gram Panchayat Recruitment 2024 Apply Online

  • পদের নাম
  • মোট শূন্যপদ
  • জেলা ভিত্তিক পদের সংখ্যা
  • শিক্ষাগত যোগ্যতা
  • বয়সসীমা
  • আবেদন পদ্ধতি

পদের নাম

গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ বা Gram Panchayat Recruitment 2024 এ বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এই পদগুলির মধ্যে আপনি আপনার পছন্দসই একটি পদ বেছে নিতে পারেন আবেদনের সময়। যেমন

  • এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট,
  • গ্রাম পঞ্চায়েত কর্মী,
  • নির্মাণ সহায়ক,
  • সেক্রেটারি অ্যাকাউন্টস ক্লার্ক,
  • ক্লার্ক কাম টাইপিস্ট,
  • ডেটা এন্ট্রি অপারেটর,
  • পঞ্চায়েত সমিতি পিওন,
  • লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট,
  • স্টেনোগ্রাফার,
  • অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট,
  • ডিস্ট্রিক্ট ইনফরমেশন আনালিস্ট,
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,
  • কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট,
  • পরিষদ পাবলিক হেলথ অফিসার,
  • সিস্টেম ম্যানেজার প্রভৃতি।

মোট শূন্যপদ

উক্ত পদে অর্থাৎ Gram Panchayat Recruitment 2024 বা গ্রাম পঞ্চায়েত দফতরে মোট ৬৬৫২ টি শূন্যপদ রয়েছে। প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা পদ রাখা হয়েছে। যাতে সবাই নিজের এলাকায় চাকরি পেতে পারে।

জেলা ভিত্তিক পদের সংখ্যা

Gram Panchayat Recruitment 2024 এ মোট নিয়োগ করা হবে ৬৬৫২ জন কর্মীকে। তারমধ্যে কোচবিহারে ১৫১, দক্ষিণ দিনাজপুরে ৩৩১, দার্জিলিং ৫৩৯, হুগলি ১০৪, হাওড়া ১০৩, জলপাইগুড়ি ১৫১, ঝাড়গ্রাম ২০০, কালিম্পংয় ১৫১, মালদহে ১০২, মুর্শিদাবাদে ১৩৩, নদিয়ায় ৪৮৬, উত্তর ২৪ পরগণা ৩৭৯, পশ্চিম বর্ধমান ৪৮৫, পশ্চিম মেদিনীপুর ৯৭, পূর্ব বর্ধমান ২৩৮,পূর্ব মেদিনীপুর ২৩৮, পুরুলিয়া ৩১১, দক্ষিণ ২৪ পরগনা ৪৮৪, উত্তর দিনাজপুর ২০০, শিলিগুড়ি মহকুমায় ২৫ জন।

43,600 টাকা বেতনে পঞ্চায়েত সমিতিতে 8th পাশে চাকরির দারুন

শিক্ষাগত যোগ্যতা

এই Gram Panchayat Recruitment 2024 বা গ্রাম পঞ্চায়েতের পোস্টে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাস। মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর থাকলেই আপনি আবেদনের যোগ্য হবেন।

বয়সসীমা

এই Gram Panchayat Recruitment 2024 বা গ্রাম পঞ্চায়েতের এই পোস্টে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

Anganwadi Recruitment বা অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি

Gram Panchayat Recruitment 2024 বা গ্রাম পঞ্চায়েতে চাকরির জন্য আবেদন প্রক্রিয়া করতে হবে অনলাইনে। তারজন্য পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নিয়োগ ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর ফ্রম ফিলাপ করে ডকুমেন্টস সাবমিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগ। বেতন যোগ্যতা ও পরীক্ষার সিলেবাস দেখুন।

আবেদন করার পর আবেদন ফ্রম প্রিন্ট আউট বের করে নেবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে। আপনি যদি এই চাকরির জন্য ইচ্ছুক হন দ্রুত আবেদন সম্পন্ন করুন। এমন আরও চাকরি সংক্রান্ত ও অন্যান্য খবরের আপডেট পেতে এই পেজ ফলো করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button