BJP Candidate List 2024 - বিজেপি ক্যান্ডিডেট লিস্ট ২০২৪

লোকসভা হোক কি বিধানসভা ভোট নিয়ে সবারই একটা উত্তেজনা থেকেই থাকে। ভোটে কোন কোন দলে কারা দাড়িয়েছে তার তালিকা (BJP Candidate List 2024) জানতেও একটা উদগ্রীবতা দেখা যায়। দেখতে দেখতে ২০২৪ লোকসভা নির্বাচন প্রায় চলেই এলো। এবারের নির্বাচনে বিজেপি দল থেকে কারা দাঁড়াবেন তার তালিকা বা BJP Candidate List 2024 ইতিমধ্যে ঘোষনা করে দিলেন।

WB Loksabha Election BJP Candidate List 2024

জানা যাচ্ছে, প্রথম দফায় তালিকায় ২৮ জন মহিলা প্রার্থী রয়েছেন। সেইসাথে ৩৮ জন কেন্দ্রীয় মন্ত্রক রয়েছেন। শনিবার প্রথম দফায় মোট ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তারমধ্যে প্রথম দফায় বাংলার ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। দেখে নেওয়া যাক সেই BJP Candidate List 2024 বা তালিকা একনজরে

  • কোচবিহার – নিশীথ প্রামাণিক
  • আলিপুরদুয়ার – মনোজ টিগ্গা
  • বালুরঘাট – সুকান্ত মজুমদার
  • মালদা – উত্তর খগেন মুর্মু
  • মালদা দক্ষিণ – শ্রীরূপা মিত্র চৌধুরী
  • বহরমপুর – নির্মল কুমার সাহা
  • মুর্শিদাবাদ – গৌরী শঙ্কর ঘোষ
  • রানাঘাট – জগন্নাথ সরকার
  • বনগাঁ – শান্তনু ঠাকুর
  • জয়নগর – অশোক কান্ডারী
  • যাদবপুর – অনির্বাণ গাঙ্গুলি
  • হাওড়া – রথীন চক্রবর্তী
  • হুগলি – লকেট চট্টোপাধ্যায়
  • কাঁথি – সৌমেন্দু অধিকারী
  • ঘাটাল – হিরন্ময় চট্টোপাধ্যায়
  • পুরুলিয়া – জ্যোতির্ময় সিং মাহাতো
  • বাঁকুড়া – সুভাষ সরকার
  • বিষ্ণুপুর – সৌমিত্র খাঁ
  • আসানসোল – পবন সিং
  • বোলপুর – প্রিয়া সাহা

বাংলার কৃষকদের সুখবর। জমিতে ফলছে সোনা, কৃষকদের জন্য মুখ‍্যমন্ত্রীর বড় ঘোষণা।

লোকসভা ভোটে এবারে কারা দাঁড়াবেন সেই নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। আগের বার যারা জয়ী হয়েছিলেন তারাই কি দাঁড়াচ্ছেন নাকি নতুন কোনো মুখ আনা হচ্ছে সেই দিকেই সবার লক্ষ্য ছিল।সেইসব জল্পনা সরিয়ে শনিবার সন্ধ্যার মধ্যেই বিজেপি দল থেকে তালিকা বা BJP Candidate List 2024 ঘোষনা করে দিলেন।

Pay Commission বা পে কমিশন

অন্যদিকে গত দুবারের মত এবছরও বারানসি থেকে দাঁড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরইমধ্যে আরামবাগ ও কৃষ্ণনগরে পরপর দুদিন সরকারি অনুষ্ঠানে কর্মসূচি ছিল। সেখানে যোগ দেন তিনি। এরপর জনসভায় উপস্থিত হয়ে বিরোধী দল তৃণমূলকে কথায় আক্রমণ করেন।

DA আন্দোলনের পর, পশ্চিমবঙ্গে এবার 50 হাজার কর্মী কর্মবিরতি ও পথে নামলেন ন্যায্য বেতনের দাবিতে।

নরেন্দ্র মোদীর রাজ্য কর্মসূচি তে আসার পর বিজেপি দল অনেকটাই সাহস ও উদ্যমতা পেয়েছে সেটা বোঝাই যাচ্ছে তার ফল শনিবার সন্ধ্যায় প্রার্থীদের তালিকা প্রকাশ। আর তালিকা (BJP Candidate List 2024) প্রকাশ করা মানেই একে একে লোকসভা ভোটের দোরগোড়ায় পৌঁছে যাওয়া।

লোকসভা ভোটের আগের প্রস্তুতি নেওয়ার সময় শুরুর ইঙ্গিত দিয়ে দিল বিজেপি দল। এরপর একে একে জানা যাবে অন্যান্য দলের থেকে কারা দাঁড়াচ্ছেন ২০২৪ (BJP Candidate List 2024) লোকসভা নির্বাচনে। সেই তথ্য ও তুলে ধরবো আমরা তার জন্য চোখ রাখতে হবে এই পেজে।