Civic Volunteer – রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি! কাদের কত টাকা বাড়লো?
রাজ্যের সিভিক ভলেন্টিয়ার তথা Civic Volunteer পদে কর্মরত যুবক যুবতিদের জন্য দারুন সুখবর আনলো রাজ্য সরকার। নতুন বছরের শুরুতেই তাদের জন্য এই সুখবর আনা হলো। রাজ্য সরকার রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ালো। কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের মতো একই বোনাস পেতে চলছে রাজ্যের বিভিন্ন জেলার সিভিক ভলেন্টিয়াররা।
WB Police Civic Volunteers Bonus Hiked
গত বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এবার থেকে জেলার সিভিক ভলেন্টিয়াররা বা Civic Volunteer রা বাড়তি 3300 টাকা করে পাবেন। এতদিন তারা অ্যাডহক বোনাস হিসাবে 2000 টাকা করে পাচ্ছিলেন। অর্থাৎ প্রতি বছর অ্যাডহক বোনাস হিসাবে 5300 টাকা করে পাবেন জেলার সিভিক ভলেন্টিয়াররা।
কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে সমতা রেখে এই বোনাসের পরিমান বাড়ানো হলো। 2022-23 আর্থিক বর্ষ থেকে এটি কার্যকর হবে। এতদিন কলকাতার সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গে রাজ্য পুলিশের অধীনস্থ সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাসের ক্ষেত্রে বৈষম্য ছিল। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা প্রতি বছর 5300 টাকা করে অ্যাডহক বোনাস পেয়ে আসছিল।
সেখানে রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বছরে 2000 টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হতো। এই বৈষম্য নিয়ে এর আগে রাজ্য জুড়ে বেশ জলঘোলা হয়েছিল। এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন একই কাজে ভিন্ন বোনাস দেওয়া হবে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তারপরই বেশ নড়ে চলে বসেছে রাজ্য। কারণ সামনেই লোকসভা ভোট।
খাদ্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগ। মোট 17500 জনের চাকরি হবে।
আর ভোটের আগে সিভিক ভলেন্টিয়ারদের Civic Volunteer দের বোনাস বাড়িয়ে দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। বোনাস বৈষম্য নিয়ে একাধিকবার জলঘোলা হওয়ার পর অবশেষে জেলার সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়ালো রাজ্য সরকার। এর ফলে কলকাতার সিভিক ভলেন্টিয়ার ও রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের মধ্যে যে বোনাস বৈষম্য তৈরি হয়ে ছিল তা দূর হলো।
এবার থেকে প্রতি বছর অ্যাডহক বোনাস হিসাবে কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের মতো রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও 5300 টাকা পাবেন। এই মুহূর্তে রাজ্যে মোট 1 লক্ষ 25 হাজরা সিভিক ভলেন্টিয়ার রয়েছে। আর নবান্নের এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবে এই সকল সিভিক ভলেন্টিয়ার। নতুন বছরের শুরুতেই এমন সুখবর পেয়ে আনন্দিত জেলার সিভিক ভলেন্টিয়াররা।
সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির ঘোষণা। কাদের কত টাকা বেতন বাড়ল।
উল্লেখ্য, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিভিক ভলান্টিয়ারদের অ্যাডহক বোনাস বাড়ানোর ব্যাপারে জানিয়েছিলেন। বিরোধী দলগুলির নানা প্রশ্নের পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, কলকাতার সিভিক ভলেন্টিয়ার বা Civic Volunteer ও রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সমপরিমানের পুজোর বোনাস দেওয়া হবে। সেই মতোই কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।